![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।
আমার অনন্ত দীর্ঘশ্বাস কখনো তোমায় ছুতে পারে না। এক ভিটেয় আবাস,
অথচ কতটা দূরবাসী আমরা!
এ বুকে শ্রাবণ মেঘের খেলা, আর তোমার মাঝে ঠাঠা দুপুরবেলা।
ঐ চোখ দুটোর বারমাস গ্রীষ্মপ্রীতি । সেখানে এক মানবী পোড়ানো খরা আছে, ক্ষত সৃষ্টির আঘাত আছে, কর্কশ অবজ্ঞা আছে। কিন্তু আমি পিয়াসী ছিলাম এক দীঘি শীতল জল আর ফুটে থাকা কমলের।
জানি। সব পিয়াসা মিটে না,
কখনো অনুভূতির জিহ্বায় লেগে থাকে শুধুই ব্যথার স্বাদ।
তুমি যাকে হিম বল, আমি বলি অগ্নিশিখা;
তুমি যাকে নীরবতা বল, আমি বলি বিভীষিকা!
বিভীষিকার সে দেওয়ালে তুমি একের পর এক ইট সাজাও,
ব্যাকুল গল্প কথারা আর্তনাদ করে দেওয়ালের ওপাশে।
তবে,
আগে কোনদিন বলিনি,বলব না হয়ত আর,
যত মধু, যত আলো, যত আনন্দ ছিল- আছে- থাকবে আমার
গুচ্ছ গুচ্ছ প্রেম হয়ে লুটাবে, হৃদয় দ্বারে তোমার।
২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫১
ক্লে ডল বলেছেন: সবসময় মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ মোস্তফা সোহেল।
অনেক অনেক শুভকামনা।
২| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম। বেদনার সাথে ত্যাগের স্বপ্ন বেদনাকে মহত্ব দিয়েছে। এমনই হয়.....
ভাল লাগল
+++++
২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৩
ক্লে ডল বলেছেন: ত্যাগের স্বপ্ন বেদনাকে মোহৎ করে। যতার্থ বলেছেন।
শুভকামনা রইল অশেষ।
৩| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রেম, হাহাকার, ত্যাগ, স্বপ্ন বেদনা, আশা এগুলো জড়াজড়ি করে থাকে।
২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৪
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ মাইদুল সরকার। ভাল থাকবেন।
৪| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৯
রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।
২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৫
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ রাজীব নুর।
৫| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন:
বিস্বাদী সুর গান গেয়ে যায়, আমাকে এক চিমটি দুঃখ দাও, আমি আরও পুড়বো !
কবিতা ভাল লেগেছে ।
২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৬
ক্লে ডল বলেছেন: কবিতা ভাল লেগেছে জেনে ভাল লাগল কথাকথিকেথিকথন।
শুভকামনা জানবেন।
৬| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৫
ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: খুব ভাল লেগেছে
শুভেচ্ছা রইল কবি।
২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০১
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
৭| ২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার উপমার ব্যবহার আমাকে মুগ্ধ করলো। মুগ্ধ আরেকটি কারণে- আপনি এত সাবলীল কবিতা লেখেন তা জানা ছিল না। আপনার কোনো কবিতা আগে পড়ি নি।
শুভকামনা।
২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৫
ক্লে ডল বলেছেন: আপনার মন্তব্য পেয়ে সত্যিই অনুপ্রাণিত হলাম।
আগে যখন আমার কবিতা পড়েন নি, ব্লগে আমার সবচেয়ে পুরানো অখাদ্যটি তবে পড়িয়ে নিচ্ছি
২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৭
ক্লে ডল বলেছেন: সে এক ভীষণ বিভীষিকার দিন,
এক তীব্র অগ্নুৎপাতের দিন,
কিন্তু
সবাই আনন্দ, হাসি,আড্ডায় মেতে ছিল।
টিভি চ্যানেলের রিপোর্টাররাও আসেনি লাইভ দেখাতে,
আসেনি ফায়ার ব্রিগেডিয়ার বাহিনীও অগ্নুৎপাত কমাতে।
ওহ! সে দিন ছিল যে এক ঈদের দিন।
আর অগ্নুৎপাত ঘটেছিল আমার হৃদপিন্ডে।
চাপা অভিমানের লাভার ফুটন্ত উৎগীরণ নেমেছিল অক্ষিকোটর বেয়ে।
মেঘে টলমলা আকাশ হতে মায়া বৃষ্টি ঝরেছিল সান্ত্বনার সুরে।
ফিরিয়ে দিয়েছি ওদের,কারণ সান্ত্বনা বড় বিস্বাদ লাগে আমার!
স্বপ্নে দেখেছিলাম,
তোমার ঝুল বারান্দা থেকে এক ঝটকা মায়াবী শীতল বাতাস এসে সবকিছু পালটে দিয়ে যাবে।আর সেই শীতলতায় হৃদপিন্ডটা হবে দক্ষিণ মেরুর এক টুকরো বরফ খন্ড।
স্বপ্নভঙ্গের পর,
তুমি আমার কাছে বিষণ্ণতা,অভিমান আর অশ্রুজলের এক পেয়ালা হেমলক ছাড়া কিছু নও। যা কিনা অহর্নিশি ফুটছে আমার গভীর থেকে গভীরে।
৮| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৩
জাহিদ অনিক বলেছেন: বেশ বেশ বেশ ভাল লাগলো কবিতাটা ।
শুভেচ্ছা কবি ক্লে ডল ।
১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫০
ক্লে ডল বলেছেন: কবির কাছ থেকে কবিতার প্রশংসা পাওয়াতে কবিতা সম্মানিত হল।
ধন্যবাদ আপনাকে।
৯| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৬
আখেনাটেন বলেছেন: প্রেমের জন্য এত এত হাহাকার দেখলে বুকটা হু হু করে উঠে।
চমৎকার।
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪২
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ আখেনাটেন।
ভাল থাকবেন।
১০| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩১
সেলিম আনোয়ার বলেছেন: অথচ কতটা দূরবাসী আমরা
১২ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:২৭
ক্লে ডল বলেছেন: ধন্যবাদ।
১১| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৯
খায়রুল আহসান বলেছেন: এক ভিটেয় আবাস,
অথচ কতটা দূরবাসী আমরা! - দিনে দিনে আমাদের সমাজে এমন দূরবাসীদের সংখ্যা ভয়ঙ্করভাবে বেড়েই চলেছে।
তুমি যাকে হিম বল, আমি বলি অগ্নিশিখা;
তুমি যাকে নীরবতা বল, আমি বলি বিভীষিকা - চমৎকার!
কবিতায় ভাল লাগা + +
১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২
ক্লে ডল বলেছেন: ব্লগের প্রিয় ব্লগারদের মধ্যে আপনি একজন।
মন্তব্য এবং প্লাস আনন্দিত এবং অনুপ্রাণিত।
অশেষ শুভকামনা আপনার জন্য।
১২| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৩
খায়রুল আহসান বলেছেন: কোন মন্তব্য না করলেও, আপনি আমার অল্প কথার গল্পঃ সবুজের শার্ট - পোস্টটা পড়ে 'লাইক' দিয়ে এসেছেন, এজন্য ধন্যবাদ জানাচ্ছি। বলাই বাহুল্য, ভাল লাগার কথাটি জানতে পেরে অনুপ্রাণিত হয়েছি।
১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৫
ক্লে ডল বলেছেন: শুধু মন্তব্য না করে লাইক দেওয়ার জন্য কোথায় ক্ষোভ প্রকাশ করবেন তা না ধন্যবাদ জানিয়ে গেলেন! ব্লগে এমন করেন শুধুমাত্র আপনিই বোধ হয় যে লাইকের জন্য আলাদা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার বিনয় দেখে আমি অনুপ্রাণিত হই।
অল্প কথার গল্পঃ সবুজের শার্ট পোষ্টটিতে লাইক দিয়েছিলাম মন্তব্য করার জন্য। কিন্তু হয়ত তারপর অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছি এবং পরে ভুলে গেছি। এমন অনেক পোষ্টের ক্ষেত্রেই হয়।
১৩| ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
খায়রুল আহসান বলেছেন: ৭ নং প্রতিমন্তব্যে দেয়া আপনার কবিতার শুরু আর শেষটা দারুণ হয়েছে।
১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৮
ক্লে ডল বলেছেন: কবিতাটি দিয়ে আমার ব্লগে কবিতা লেখা শুরু। ওটির প্রতি আলাদা ভালবাসা কাজ করে। পড়েছেন জেনে ভাল লাগল।
১৪| ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
কানিজ রিনা বলেছেন: সে এক ভিষন বিভীশিখার দিন। এক তীব্র
অগ্নুৎপাতের দিন। শপাং শপাং ককিয়ে উঠল
কিশোর কিশোরী গায়ে রক্ত জমাট। শেষ
হোল চিরতরে বিদায়ের ঘন্টা।
আপনার কবিতা নিজের সাথে সত্যের ছোয়া
লাগল অসম্ভব ভাল লাগল। ধন্যবাদ।
১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৬
ক্লে ডল বলেছেন: কবিতা আপনার কাছে খারাপ লাগেনি এটুকু বুঝতে পেরেছি, আর কিছু মিলাতে পারলাম না।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: প্রতিটি মানুষের মাঝেই দীর্ঘশ্বাস থাকে।
সেই সব দীর্ঘশ্বাসের অনেক ওজন।
এক জন মানুষ আরেক জন মানুষের দীর্ঘশ্বাস কখনই বুঝতে পারবেনা।
অনেক সময় কাছাকাছি থেকেও দুজন মানুষ দুজনার কতটা দূরের হয় তা যদি মাপা যেত তবে হয়তো সেই দূরত্বটা বোঝানো যেত।
অনেক ভাল লাগল কবিতা।
ধন্যবাদ ক্লে ডল।