নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কান্না হাসির এই খেলা ঘরে।আমি এক জীবন্ত মাটির পুতুল।সব খেলা সাঙ্গ হবে একদিন।অপূর্ণ স্বপ্নদের কাকুতি থেমে যাবে।মায়ার পৃথিবীর সাথে হবে চির ছাড়াছাড়ি।

ক্লে ডল

বিধাতা তোমার দয়ার আশায় ই প্রতিটি দীর্ঘশ্বাসের শেষে নতুন স্বপ্ন বুনি।

ক্লে ডল › বিস্তারিত পোস্টঃ

বাণী অমৃত (ব্লগারদের যে সমস্ত কথা আমার ভাল লেগেছে) - ১

২৬ শে জুন, ২০১৯ রাত ৯:২০



১) হে নিঠুর পৃথিবী , করিয়াছো জড়ো দুঃখ রাশিরাশি -
তবুও তোমায় দিলাম ভুবনডাঙার হাসি ... আহমেদ জী এস

মনকে আলোড়িত করার মত অসাধারণ একটি ছবি ব্লগ!

(২)শব্দের রিফুতে মানুষের মনের ক্ষতে প্রলেপ দেয়া যায় কিন্তু ক্ষতের কষ্টটা বোঝা যায় না। সুলতানা সাদিয়া
স্ত্রীরোগ নিয়ে সচেতনতামূলক একটি পোষ্ট। ভাল লেগেছিল খুব।

(৩)কারো সস্তা ভালোবাসা না পাওয়ার আফসোসে আমি মায়ের ভালোবাসা হারাতে পারবো না। অন্তহীন অরণ্য
এটি একটি গল্পের মধ্যকার কথা। গল্পটির নাম "একটি আত্নহননের গল্প"।

(৪)আমাদের দেশে হবে
সেই রাজা কবে
কথায় না বড় হয়ে
থাই রাজার মত হবে!!!!!! পথহারা মানব
পথহারা মানব, থাই রাজাকে নিয়ে জুনাপুর করা একটি পোষ্টে উক্ত মন্তব্য করেছিলেন। সত্যিই অসাধারণ এক সাধারণ রাজা ভুমিবল!

(৫)সমাজের উপর জীবন নির্ভর করে না, সমাজ জীবনের উপর নির্ভরশীল। শরীফ আজাদ
এই পোষ্টটি জীবন সম্পর্কে ভিন্নভাবে ভাবতে শেখাবে।

(৬)অনুপ্রেরণা বা জিদ মানুষের মানসিক শক্তিকে নতুন উদ্যোমে জাগ্রত করে। রাতুল শাহ
পোষ্টটার নাম ছিল অনুপ্রেরণাকে খুঁজে বেড়ায়। মানুষের জীবনে অনুপ্রেরণার প্রয়োজন সুন্দরভাবে আলোচনা করা হয়েছ।

(৭)আমরা সময়ের সান্ত্বনা শুনে যেটার আশায় বসে থাকি, সেটা ক্ষণিকের জ্যোৎস্না হতে পারে ,মুক্তি না ।ফরহাদ রিংকু
"মুক্তি অথবা প্রলাপ" শিরোনামের একটি পোষ্ট। বিষয়বস্তু অসাধারণ! তবে তাঁর ৪বছরের ৫টি পোষ্টের মধ্যে এটি একটি।

(৮)Never say never. Life is stranger than fictionমানবী
অনুভূতিকে ছুঁয়ে যাওয়ার মত আকশে উড়িয়ে দেওয়া এক চিঠি!! যা পড়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে ছিলাম।

(৯)জীবনে প্রেম আসে, কিছু প্রেম গন্তব্যে পৌঁছতে পারে না, হয়তো অনেক কারণে, কিন্তু হৃদয়ে ছোঁয়া রেখে যায়।চাঁদগাজী
হ্যাঁ পাঠক! এটি ব্লগার চাঁদগাজীর মুখ নিঃসৃত অমৃত!! ;) বিশ্বাস না হলে উক্ত লিংকে গিয়ে দেখে আসুন। :D উক্তিটি চাঁদগাজীর মুখনিঃসৃত বলেই এখানে স্থান পেয়েছে।

(১০) সততার কোন ভগ্নাংশ হয়না। আলোরিকা
মানবী আপুর "আরশিতে প্রতিবিম্ব: শুদ্ধিকরণের শুরুটা হোক এখান থেকেই......" শিরোনামের পোষ্টে আলোরিকার করা মন্তব্য। অসাধারণ সেই পোষ্টটার কথা মনে হয় সকলের মনে আছে?

(১১)ভালবাসা? সে তো মনের মুকুরে ফোটার অপেক্ষায় থাকা একটা কুঁড়ি। যা আকুল হয়ে থাকে ফোঁটার অপেক্ষায়....মোঃ গালিব মেহেদী খাঁন
বহুল প্রচলিত কথা। "ভালবাসা, ভাললাগা এক নয়" এই বাক্যটিরই ব্যাখ্যা বিশ্লেষণ আছে পোষ্টটিতে।

(১২)ভালোবাসা মানে পছন্দের জিনিস ভালোবাসার মানুষটাকে দিয়ে দেওয়া। সুখী মানুষ
দারুণ একটি রোমান্টিক ভ্রমণ ব্লগ।

(১৩) নারী সুখে থাকলে জাতি ভালো থাকে। চাঁদগাজী =p~
বাণীটি সংগ্রহ করে দিয়েছেন ব্লগার খায়রুল আহসান।

বাণী অমৃত (ব্লগারদের যে সমস্ত কথা আমার ভাল লেগেছে)


অনেকদিন পর ব্লগার খায়রুল আহসান বাণী সংক্রান্ত আগের একটি পোষ্টে নতুন কিছু সংযোজন করতে বলায় এই পোষ্টের অবতারণা। ব্লগে তিনি আমার পরম শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। পোস্টখানি তাঁকে উৎসর্গ করলাম। :)

মন্তব্য ৫৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৯ রাত ৯:৩৯

আহমেদ জী এস বলেছেন: ক্লে ডল,




আপনার উদ্ধৃত ব্লগারদের কথামালায় আপনার বিশ্লেষণ কিন্তু দারুন ঋদ্ধ।

২৬ শে জুন, ২০১৯ রাত ৯:৫৭

ক্লে ডল বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে বাণী এবং যুক্তপোস্ট সমান গুরুত্ব পেয়েছে। আশা করি পোস্টগুলোও ঘুরে আসবেন। :)

শুভকামনা রইল। :)

২| ২৬ শে জুন, ২০১৯ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


৯ নং, এটি পড়ে তো আমি চেয়ার থেকে পড়ে যাবার অবস্হা! আমি এই লাইন লিখেছি? মনে হয়, কিছু সময়, আমি আধাঘুমেও সামুতে টাইপ করি!

২৬ শে জুন, ২০১৯ রাত ১০:১৩

ক্লে ডল বলেছেন: =p~ =p~ :D
সেই আধা ঘুমের কিছু সময় বারবার আসুক আর সামু এভাবেই বারবার অমৃতরসে ভাসুক।

৩| ২৬ শে জুন, ২০১৯ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা নতুন এক জেনারেশন, এদের ভাবনা ও লেখার ওজন থাকার কথা; আপনার চোখে ধরা পড়েছে কিছু কিছু

২৬ শে জুন, ২০১৯ রাত ১০:১৭

ক্লে ডল বলেছেন: আপনার কাছে বাণীগুলো ওজনদার মনে হয়েছে জেনে ভাল লাগল।

৪| ২৬ শে জুন, ২০১৯ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো ভিন্ন ধারার পোষ্ট টি।

২৬ শে জুন, ২০১৯ রাত ১০:১৮

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ রাজীব নুর। :)

ভাল আছেন আশা করি?

৫| ২৬ শে জুন, ২০১৯ রাত ১০:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপনার পোস্ট, অনেক বিচক্ষণতার সাক্ষ্য রাখে পোস্টটি, এতগুলো লেখকের বাণী একদিনে সংগ্রহ বা পাওয়ার মতো নয়, নিশ্চয় অনেকদিন যাবত বিভিন্ন পোস্ট পড়ে পড়ে সংগ্রহ করা। ধৈর্যের পরিচয়।

শুভকামনা আপনার জন্য সবসময়

২৬ শে জুন, ২০১৯ রাত ১০:৫৭

ক্লে ডল বলেছেন: অনেক ধন্যবাদ নাঈম!! আপনার এই সুন্দর মন্তব্যটি পরবর্তীতে এমন বাণী সংগ্রহে প্রেরণা যোগাবে।

অজস্র শুভকামনা রইল আপনার জন্য।

৬| ২৭ শে জুন, ২০১৯ রাত ১:১২

শায়মা বলেছেন: বাহ বাহ বাহ!!!

২৭ শে জুন, ২০১৯ দুপুর ১২:৩৬

ক্লে ডল বলেছেন: শুকরিয়া! :)

শুভকামনা জানবেন।

৭| ২৭ শে জুন, ২০১৯ রাত ১:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: চাঁদগাজীর একটা বিশাল মন আছে। যা মাঝে মাঝে উঁকি দেয়।

পোস্টে ভালোলাগা ..


সময় পেলে অধমের ব্লগে ঘুরে আসবেন :)

২৭ শে জুন, ২০১৯ রাত ৯:৫৬

ক্লে ডল বলেছেন: চাঁদগাজী সম্পর্কে একমত।

ভাল থাকবেন আর্কিওপটেরিরক্স। :)

৮| ২৭ শে জুন, ২০১৯ ভোর ৪:১২

বলেছেন: মুগ্ধ হলাম।।
খুঁটিয়ে খুঁটিয়ে সাগর থেকে নুড়ি কুড়িযে আনার জন্য।।।


চলার পথে মানুষ নিজের অজান্তে এমন কিছু রেখে যায় সে জানে না তা কখনো হয়ে যায় ইতিহাস।।



পোস্ট ভালোলাগা।।।।

২৮ শে জুন, ২০১৯ সকাল ১০:১৮

ক্লে ডল বলেছেন: সে নুড়ি যদি কারো ভাল লাগে তবেই কুড়িয়ে আনা সার্থক।

চলার পথে মানুষ নিজের অজান্তে এমন কিছু রেখে যায় সে জানে না তা কখনো হয়ে যায় ইতিহাস।
চমৎকার বলেছেন!!

শুভকামনা জানবেন ল। :)



৯| ২৭ শে জুন, ২০১৯ সকাল ৭:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভালো লাগলো।

২৮ শে জুন, ২০১৯ সকাল ১০:১৯

ক্লে ডল বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১০| ২৭ শে জুন, ২০১৯ সকাল ৯:০৭

কালো যাদুকর বলেছেন: ভাল কালেকশন দিলেন, এবার পড়তে হবে। ধন্যবাদ।

২৮ শে জুন, ২০১৯ সকাল ১০:২১

ক্লে ডল বলেছেন: সেটাই। পড়ে ফেলুন একে একে।

আপনাকেও ধন্যবাদ কালো যাদুকর। :)

১১| ২৭ শে জুন, ২০১৯ সকাল ১১:৩৪

নজসু বলেছেন:




শ্রদ্ধেয় চাঁদগাজী বলেছেন:
৯ নং, এটি পড়ে তো আমি চেয়ার থেকে পড়ে যাবার অবস্হা! আমি এই লাইন লিখেছি? মনে হয়, কিছু সময়, আমি আধাঘুমেও সামুতে টাইপ করি। :-B

২৮ শে জুন, ২০১৯ সকাল ১০:৩০

ক্লে ডল বলেছেন: :D :D :D

১২| ২৭ শে জুন, ২০১৯ দুপুর ১২:৩১

নতুন নকিব বলেছেন:



সুন্দর পোস্ট। আপনাকে অনেক দিন পরে ব্লগে দেখছি। শুভকামনা।

২৮ শে জুন, ২০১৯ দুপুর ১২:৫৮

ক্লে ডল বলেছেন: হ্যাঁ অনেকদিন পরই। কারণ ওই যে, স্টিকি পোস্টে ঝুলছে। সামু কবে যে বন্দীদশা থেকে মুক্তি পাবে! :(

ভাল থাকবেন নকিব।

১৩| ২৭ শে জুন, ২০১৯ বিকাল ৪:২৩

মাহমুদুর রহমান বলেছেন: পোষ্টে অজস্র ভালো লাগা রেখে গেলাম।

২৮ শে জুন, ২০১৯ দুপুর ১:০১

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান। :)

ভাল থাকবেন।

১৪| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

করুণাধারা বলেছেন: বাণী অমৃত- চমৎকার লাগলো পড়তে।

২৮ শে জুন, ২০১৯ দুপুর ১:০৫

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ করুণাধারা।

শুভকামনা জানবেন। :)

১৫| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: সবগুলো উদ্বৃতির মধ্যে চাঁদগাজির উদ্বৃতিটা মন ছুয়েছে B-)

২৮ শে জুন, ২০১৯ দুপুর ১:৩১

ক্লে ডল বলেছেন: আর্কিওপটেরিক্স বলেছেন: চাঁদগাজীর একটা বিশাল মন আছে। যা মাঝে মাঝে উঁকি দেয়।

আমিও একমত।

১৬| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের মানুষের মধ্যে থেকে মানবতা নামক সুন্দর গুণটি ক্রমশ হারিয়ে যাচ্ছে। আফসোস।

২৮ শে জুন, ২০১৯ দুপুর ১:৩৪

ক্লে ডল বলেছেন: অন্য কোন পোস্টের মন্তব্য সম্ভাবত।

ভাল থাকবেন সাজ্জাদ হোসেন।

১৭| ২৭ শে জুন, ২০১৯ রাত ৮:৩৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর। :)
ভাল আছেন আশা করি?

জ্বী, আল্লাহর রহমতে ভালো আছি।

২৮ শে জুন, ২০১৯ দুপুর ১:৩৫

ক্লে ডল বলেছেন: ভাল থাকুন প্রতিনিয়ত।

১৮| ০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৪৮

অপু দ্যা গ্রেট বলেছেন:


আরও ভাল ভাল বানী পাবো বলে আশা করছি ।

অপেক্ষায় থাকব পরের পর্বের ।

০৫ ই জুলাই, ২০১৯ রাত ১০:৫৬

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ অপু দ্যা গ্রেট। :)

অনেক অনেক শুভকামনা রইল।

১৯| ০৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:২৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার।+

০৯ ই জুলাই, ২০১৯ দুপুর ১:৫১

ক্লে ডল বলেছেন: শুভেচ্ছা নিন। :)

২০| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১১:২৮

আখেনাটেন বলেছেন: চাঁদগাজী মাঝে মাঝে তাঁড়ছেড়া মন্তব্য করলেও, কিছু মন্তব্য বেশ জোস। ভালো না লেগে পারে না। এটিও তেমনই একটি। ;)

ভালো লাগল ব্লগারদের বাণী সংকলন।

৩০ শে জুলাই, ২০১৯ রাত ১০:০০

ক্লে ডল বলেছেন: চাঁদগাজী মাঝে মাঝে তাঁড়ছেড়া মন্তব্য করলেও, কিছু মন্তব্য বেশ জোস। ভালো না লেগে পারে না। এটিও তেমনই একটি।
সে কথা কি আর বলতে!! ;)

অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। আশা করি ভাল আছেন। :)

২১| ৩০ শে জুলাই, ২০১৯ রাত ১০:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ! চমৎকার কালেকশন।
উৎসর্গে ভালো লাগা ও শ্রদ্ধা নিবেদন করলাম।
পোস্টটি নবম লাইক।
শুভেচ্ছা নিয়েন।

০১ লা আগস্ট, ২০১৯ সকাল ১০:৫৯

ক্লে ডল বলেছেন: ধন্যবাদ পদাতিক চৌধুরি! :)

শুভকামনা রইল অফুরন্ত।

২২| ৩০ শে জুলাই, ২০১৯ রাত ১০:৪৩

মা.হাসান বলেছেন: নয় নম্বর পড়ে আমি বিছানা থেকে পড়ে গিয়েছি :``>>
ভালো লাগলো।
সততার ভগ্নাংশ হয় না। বড় ভালো লাগলো।

০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:০০

ক্লে ডল বলেছেন: সততার আসলেই কোন ভগ্নাংশ হয় না। :)

মন্তব্য এবং লাইকের জন্য অসংখ্য ধন্যবাদ মা. হাসান।

২৩| ০৫ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর পোস্ট আপি
নতুন পোস্ট আশা করছি

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৫

ক্লে ডল বলেছেন: প্লাস এবং মন্তব্য পেয়ে আনন্দিত হলাম!! :) শুভেচ্ছা জানবেন।

নতুন পোস্ট দেওয়ার চেষ্টা করব।

২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: আসলেই বাণীগুলো অমৃতসম!
৯ নম্বরটার জন্য আপনাকে এবং মন্তব্যকারীকে স্পেশাল থ্যাঙ্কস!
আর পোস্টটি আমাকে উৎসর্গ করে সম্মানিত করেছেন, সেজন্য জানাচ্ছি অশেষ কৃতজ্ঞতা।
পোস্টে দ্বাদশ 'লাইক'। + +

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:০৪

ক্লে ডল বলেছেন: লাইক এবং কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। :)

ভাল আছেন আশা করি?

২৫| ২০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭

খায়রুল আহসান বলেছেন: ভাল আছেন আশা করি? - আলহামদুলিল্লাহ, ভাল আছি।
আপনি অনেকদিন ধরেই ব্লগে অনুপস্থিত। আশাকরি, আপনিও ভাল আছেন?

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯

ক্লে ডল বলেছেন: আমি আলহামদুলিল্লাহ ভাল আছি। কিন্তু ব্লগে আসার অবসর এবং মানসিক স্থিরতা হারিয়ে ফেলেছি! :(

আমার কুশল জিজ্ঞাসা করায় কৃতজ্ঞতা জানবেন।

২৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৮

খায়রুল আহসান বলেছেন: ৯ নং বাণীটি প্রসঙ্গেঃ
আজ সকাল সকাল চাঁদগাজী সাহেবের আরেকটি অমৃতবাণী পড়লামঃ "নারী সুখে থাকলে জাতি ভালো থাকে"
লিঙ্ক দিচ্ছি, লিঙ্কের ৫১ নং প্রতিমন্তব্যে এ বাণীটি পাবেন। এটা উপরের বাণীগুলোর সাথে যোগ করলেও করতে পারেন।
লিঙ্কঃ শতাব্দী রায় ভালো আছেন, সুখে আছেন

১৪ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৭

ক্লে ডল বলেছেন: অসংখ্য ধন্যবাদ একটি দারুণ বাণী সংগ্রহ করে দেওয়ার জন্য। :)

আপনার লিঙ্ক দেওয়া পোষ্ট এবং পোস্টের মন্তব্যগুলো পড়ে এলাম।

দেরিতে উত্তরের জন্য দুঃখিত।

অনেক অনেক ভাল থাকুন সেই দোয়া করি।

২৭| ০৩ রা মে, ২০২০ সকাল ১০:০১

খায়রুল আহসান বলেছেন: আজ চাঁদগাজী সাহেবের আরেকটি অমৃতবাণী পড়লামঃ "একজন পুরুষ যদি কোন নারীর জন্য ভালোবাসা অনুভব করেন, নারী সেটা অনুভব করতে পারেন"।
লিঙ্ক দিচ্ছি, লিঙ্কের ৩ নং মন্তব্যে এ বাণীটি পাবেন। এটা উপরের বাণীগুলোর সাথে যোগ করলেও করতে পারেন।
লিঙ্কঃ নারী -পুরুষ একজন আরেকজনের সহযোগী নাকি প্রতিদ্বন্দ্বী ?!
ভাল থাকুন, শুভকামনা---

২৮| ২৮ শে মে, ২০২০ সকাল ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: আজ আবার চাঁদগাজী সাহেবের আরেকটি অমৃতবাণী পড়লামঃ "নারীরা পর্বতের ন্যায়, তার উপর চাঁদের আলো পড়ে, সুর্য তাপে উত্তপ্ত হয়, ঝড়েের সময় বুকের সব ধনকে রক্ষা করে, ঝর্ণার পানিতে পদ ধৌত করে নেয়; কিন্তু সব সময় মাথা থাকে আকাশের দিকে"।
লিঙ্ক দিচ্ছি, লিঙ্কের ৩৪ নং মন্তব্যে এ বাণীটি পাবেন। এটা উপরের বাণীগুলোর সাথে যোগ করলেও করতে পারেন।
লিঙ্কঃ ঢাকার লোকেরা কুৎসিত চোখে মেয়েদের দিকে তাকিয়ে থাকে?

ভাল থাকুন, শুভকামনা---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.