![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অশ্বথের ছায়াই ছায়া
নিজের মায়ের মায়াই মায়া
অহংকারে গদ গদ
ভুমিতে না পড়ে পদ
অল্প পানির পুটিমাছ
ফর-ফরানি বারো মাস।
আগে গেলে বাঘে খায়
পাছে গেলে সোনা পায়
আপন বেলায় আঁটি সাটি
পরের বেলায় দাঁত কপাটি
নিজে বাচলে বাপের নাম
পন্ডশ্রমে ঝরে ঘাম
আম না থাকায় আমড়া চুষি
আপন দোষে পরকে দুষি।
আমার আমার যারা করে
চিনির বলদ হয়ে মরে।
ইঁদুর গর্ত খুড়ে মরে
সাপ এসে তা দখল করে।
উচিৎ কথা কইতে গেলে
তেল-বেগুনে উঠে জ্বলে।
এক চোখে যে কাঁদে এবং
অন্য চোখে হাসে
বিপদ কালে এমন মানুষ
থাকবে না তো পাশে।
একটি ইঁদুর যদি নড়ে
চোরের প্রাণে বজ্র পড়ে।
কড়ি দিয়ে কিনবো দই
গোয়ালিনী কীসের সই?
কপট প্রেমে লোকচুরি
মুখে মধু মনে ছুরি ।
কাছা দেওয়ার কাপড় নাই
মাথার উপর ঘোমটা চাই।
কাঁটা ঘায়ে লবন ছিটা
কাঁচের ঘরে ইটের ইটা।
কান টানলে মাথা আসে
বারেক তিনে বোকায় হাসে।
কাম নাই কুত্তার আইলে আইলে দৌড়
ঘরের কোণে বসে থেকে ভ্রমন করে গৌড়।
কালির অক্ষর নেইকো পেটে
চন্ডী পড়ে কালীঘাটে।
কাশীধামে কাক মরেছে
কুমিল্লাতে হাহাকার
উপচে পড়ে মাসির দরদ
আহা আহা বাছা কার।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২৩
রোমেনা বলেছেন: ভাল লাগলো
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: মন্তব্য প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ রোমেনা।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
+++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১
পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: ৩ টা প্লাসের জন্য ৫ টা ধন্যবাদ।সুভেচ্ছাসহ নিরন্তর ভাল থাকার কামনা রইল।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৮
রাইসুল ইসলাম রাণা বলেছেন: সুন্দর হইছে ছন্দে ছন্দে "মানব চরিত" বর্ণন