নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ছাত্র

মো: হাসান আল মামুন

এইভাবেই আমি একজন ছাত্র। নিজের ব্লগ সাইট নিয়ে আপনাদের সাথে আসলাম।

মো: হাসান আল মামুন › বিস্তারিত পোস্টঃ

একে পাপ করে দশে পইরা মরে।

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৪



সারা দিন কলেজ করে সন্ধ্যায় যখন বাসায় ফিরি (মেছ) তখন দেখি চারিপাশ্বের পতিবেশি চোখ বড় করে তাকিয়ে থাকে। তখন অভিবাবক মনে করে মনকে শান্ত দেই। কিভাবে বলি আমরা ছাত্র। এভাবে তাকাবেন না।

গত সাপ্তাহে গ্রামের বাড়িতে বেরাতে গিয়েছিলাম ( মায়ের সাথে দেখা করতে) মায়ের আদর এত যে কিভাবে ৫/৬ দিন হয়ে গেল টেরই পেলাম না। হঠাত করে মোবাইলে ফোন (কলেজ থেকে)

হাসান বলতেছেন?
জ্বি মোঃ হাসান আল আমুন। আপনি কে?
আমি ISIT থেকে বলছি।
জ্বি স্যার বলুন।
আপনি প্রায় ৭ দিন যাবত কলেজে আসছেন না কেন?
স্যার আমি গ্রামে এসেছি।
অহ, ভাল নতুন নোটিশ কি আপনি পান নাই? আপনার ফোনে মেসেজ যাই নাই?
না স্যার, কি হয়েছে?
অহহ ভাল তাহলে শুনুন, ৭দিনের বেশি কলেজে না জানিয়ে অনুপস্থিত থাকিলে কলেজ প্রশাসন আইনিয় ব্যাবস্থা নিবে। তাই যথা সম্বব তারাতারি কলেজে এসে হাজিরা দিয়ে যাবেন।
কিন্তু স্যার আমি কি আসামি যে এইভাবে আল্টমেটাম দিচ্ছেন। (হাসির ছলে)
না আসামি না হতে কতক্ষন (হাসির ছলে)
স্যার কি বলছেন?
না বিষয়টা হচ্ছে শিক্ষা অধিদফতরের আদেশ মানতেইতো হবে।
ওকে স্যার শনিবার হাজিরা দিয়ে আসব।


এখন কথা হল একে পাপ করে দশে পইরা মরে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১১

নকীব সরকার বলেছেন: আসলেও আগে পাঞ্জাবী পরে বের হতে কোনো সমস্যা হতো না।

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৫

মো: হাসান আল মামুন বলেছেন: ভাই এখন কি যে হ দেশটায়।

২| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১১

নকীব সরকার বলেছেন: আসলেও আগে পাঞ্জাবী পরে বের হতে কোনো সমস্যা হতো না।

৩| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৬

প্রথমকথা বলেছেন: এতেতো ভাল হয়েছে, কলেজ ফাকি দেয়া যাবে না। ভাল হয়েছে।

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১২

মো: হাসান আল মামুন বলেছেন: এই বয়ষে ফাকি না দিলে কবে দেব। বলবেন প্লিজ

৪| ২০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্যাপার না; সতর্ক থাকলেই হলো । নিরপরাধীদের ভয় কী?
বানানের ব্যাপারে খেয়াল রাখতে হবে (চারপাশের, প্রতিবেশী, অভিভাবক, বেড়াতে, তাড়াতাড়ি)!

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৬

মো: হাসান আল মামুন বলেছেন: জ্বি ভাই চুরি করেইতো চুরির ভয়। চুরি না করলে কিসের ভয়।

৫| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২১

শেয়াল বলেছেন: 8-| কুথায় যে যাতিছি আমরা ! !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.