![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সজীব ওয়াজেদ জয়সজীব ওয়াজেদ জয়প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় গেলে গাজীপুরে ইলেকট্রনিক শিল্প কারখানা প্রতিষ্ঠা করা হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান।
ময়মনসিংহ যাওয়ার পথে আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে টঙ্গীর টেশিস (টেলিফোন শিল্প সংস্থা) মাঠে আয়োজিত এক পথসভায় জয় এ কথা বলেন।
পোশাকশ্রমিকদের উদ্দেশে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমরা ক্ষমতায় এসে আপনাদের বেতন বাড়িয়েছি। এখন আবার বেতন বাড়ানো হচ্ছে। আগামীতে ক্ষমতায় আসলে আরও বাড়ানো হবে।’ এর সঙ্গে তিনি যোগ করলেন, বর্তমান সরকার গরিব মানুষের জন্য স্বল্পমূল্যে অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করছে। ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছে। ভিশন-২০২১-এর অর্ধেক পথ পর্যন্ত আমরা গিয়েছি। বাকি অর্ধেক পথ যাওয়ার জন্য আওয়ামী লীগকে ভোট দিতে হবে।
পথসভায় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত ছিলেন। জয়ের পরবর্তী পথসভা গাজীপুরের চান্দনা চৌরাস্তা স্কুল মাঠে হওয়ার কথা রয়েছে।
জয় আজ সকাল ১০টার দিকে ময়মনসিংহের উদ্দেশে ঢাকা ছাড়েন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে তিনি গাড়িতে ওঠেন। বিকেল চারটার দিকে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠসংলগ্ন জিমনেশিয়ামে আওয়ামী লীগের কর্মী সমাবেশে তিনি বক্তৃতা করবেন।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
রাহুল বলেছেন: একজন চোরবাবা অন্যজন চমকবাবা ...ভালোতো,ভালোনা?
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
নানাভাই বলেছেন: সরকার গরিবদের জন্য অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করছে
Click This Link
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২
হেডস্যার বলেছেন:
চোর বাবা আর চমক বাবা
রাহুলের কমেন্টে মজা পাইলাম
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৭
nurul amin বলেছেন: হটাত্ কেন এমন হয় ?
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
খাটাস বলেছেন: রাহুল বলেছেন: একজন চোরবাবা অন্যজন চমকবাবা ...ভালোতো,ভালোনা?
ভাল বলেছেন।
চমক বাবা ইলেকট্রনিক মুলা ঝুলাইছে, দেখা যাক, চোর বাবা কিসের মুলা ঝুলায়?
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
জহির উদদীন বলেছেন: ডিজিটাল বাংলাদেশ এখন হবে ইলেকট্রনিক বাংলাদেশ.....
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
নীল জানালা বলেছেন: চোর বাবাতো চোরই...চমক বাবা চমক দেখায় চোর বাবার মতন চোর হৈতেই। আম্রিকা ক্যানাডায় মামল হয়া গেসে। ঐখানে থাকলে ঠোলারা চমকের সোগায় ব্যারেল ঠেলবো তাই বাবা নানার দেশে আইসে চমক দেখাইতে। এইখানেতো খালি গরু ছাগল থাকে। এইখানে সবই সম্ভব।
৯| ০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০০
bakta বলেছেন:
এই যে ভাই মোমবাতি
জ্বলেও তুমি গলছো না,
কারনটা কি খুলে কেন
কাউকে তুমি বলছো না ?
সবাই দেখে মোমবাতিটা
জ্বলছে সারা দিন ই
ফুরায় না তা যতই জ্বলে
কোন সে মোমের ইনি ।
জানতে বড়ো সাধ হয় গো
বলবে কি ভাই খুলে -
এমন বাতি কোথায় পাবো
কোন দোকানে গেলে ?
ভবিষৎ করতে আলো ওগো
রাখবো সারা দিবস জ্বেলে,
এমন মোমের বাতি যে গো
হাতের কাছে পেলে ।
১০| ০৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২২
ধুমধাম বলেছেন: অনেক আগে থেকে শুনছি আমেরিকায় তার নামে মামলা হইছে, তার বউ তারে ছাইরা চইলা গেছে। বউটারে নিয়া আবার দেশে আসলো......., কেমনে কি, জোটাইলো কেমনে? আর মামলা মাথায় নিয়া দুদিন বাদে বাদে দেশে আসে কেমনে ? আজব ব্যাপার। ঐখানেও কি ম্যানাজ কইরা ফালাইছে নাকি?!
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
বিডি আমিনুর বলেছেন: " বাচাল বাবা "