![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাই-দাই-ঘুমাই
অ্যাপলের সবচেয়ে দামি আইফোন হলো আইফোন X, যার মূল্য ৯৯৯ মার্কিন ডলার। আর এলজি’র এই বিশেষ
সংস্করণের স্মার্টফোনটির মূল্য ১৮০০ ডলার, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে।
জিরকোনিয়াম সিরামিক দিয়ে বানানো হয়েছে এলজি’র এই স্মার্টফোনটি। ফলে দীর্ঘদিন ব্যবহারের পরও এতে কোনো দাগ পড়বে না। তবে, পড়ে গেলে ভেঙ্গে যাবে স্মার্টফোনটি। এলজি ভি৩০ অ্যান্ড্রয়েড স্মার্টফোনেরই সিগনেচার এডিশন এটি।
ডিভাইসটিতে কিছুটা সীমাবদ্ধতাও রেখেছে ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। মাত্র ৩০০টি এমন ডিভাইস বিক্রি করবে এলজি। গ্রাহক ডিভাইসের পেছনে নিজের নামও খোদাই করে নিতে পারবেন।
ছয় ইঞ্চি ওলেড পর্দা থাকবে ডিভাইসটিতে। আর চার জিবির পরিবর্তে ছয় জিবি র্যাম থাকবে এতে। আর স্মার্টফোনটির ইন্টার্নাল স্টোরেজ হবে ২৫৬জিবি।
০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১
কামরুল ইসলাম চন্দন বলেছেন: আমি তো স্বপ্নেও দেখি না
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুখবর।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭
জাহিদ অনিক বলেছেন:
১৮০০ ডলার !
এইটা দিয়া কি পিঁয়াজ বের হবে !
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: এইসব ফোন কোনো দিনও কিনতে পারব না।