নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুবই সাধারন মানুষ, সাধারন ভাবেই চিন্তা করি। আর যা চিন্তা করি তা লিখে রাখার চেষ্টা করি।

কামরুল ইসলাম চন্দন

খাই-দাই-ঘুমাই

কামরুল ইসলাম চন্দন › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতা

০৯ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬



রমণী টি ছিলো যেন,
সুখময় মৃদুমন্দ পবন।
সর্বদা আমোদপ্রিয় ,
প্রবল কৌতুহলতায় পরিপূর্ণ,
একটু পাগলাটে ,
আর পুরো পাগলী!

তার চোখ যেন,
নিষ্পাপ জলরাশি।
সম্মোহনকারী।

তার মুখশ্রী যেন,
অনুপম লাবণ্যময় ।
সংবেশনকারী।

তার কণ্ঠস্বর যেন,
মধুর চেয়েও মধুময়।
করুণ এক মোহময়তা ।

জীবন যেন প্রাণবন্ত তারই প্রবর্তনায়।

দিয়েছে অভিপ্রায় শক্তি ,
জীবন এবং ভালোবাসা ।
এর মাঝখানে যা কিছু।

তার নাট্যক্রিয়া,
মানসিক চাঁচল্য ,
কেশের ওচলান ।

হৃদয়ের মণিকোঠায় তার অবস্থান অবিনশ্বর ।

কিন্তু শীঘ্রই,
আস্তে হলো বাস্তবতায়।
ফিরে এলো বুদ্ধিবৃত্তি...

এই নগণ্য ভিখিড়ির কাছে ,
সে সৌন্দর্যের রাজকুমারী।

এই বামনের কাছে
সে ছিলো চন্দ্রাপরূপা,

যেতে হলো পিছিয়ে ,
হৃদয় বেদনা নিয়ে ,
আর একটি কদম,
চূর্ণ-বিচূর্ণ হলো মন।

একটি কঠিন সিদ্ধান্ত ,
মৃত্যু হলো হৃদয়ের,
বেঁচে রইল হৃদয়হীন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই, ভালো লাগলো

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১১

রাজীব নুর বলেছেন: বাহ !!

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:২২

Ashfi Tuhin বলেছেন: অসাধারণ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.