![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাই-দাই-ঘুমাই
গল্প শুনবে?
একটি ব্যর্থ যুবকের গল্প?
এক ব্যর্থ প্রেমিকের গল্প?
যে উন্মুক্ত করেছিল তার হৃদয়।
এটি ছিল রক্তাক্ত,
ভাঙা তীর গাঁথা,
স্কচটেপের জোড়াতালি,
চূর্ণ-বিচূর্ণ প্রায়।
তবে যুবকটি জীবিত।
ভেবেছিল আত্মহননে মুক্তি,
সিলিঙে বেধেছিল দড়ি,
নদীতে দিয়েছিল ঝাপ।
শুয়েছিল রেললাইনের উপর,
খেয়েছিল একগাদা ঘুমের ঔষধ।
সাফল্য আসেনি কোনটিতেই,
তবে মৃত্যু হয়েছে মনের।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনকে আবার জীবিত করার চেষ্টা করুন।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪
রাজীব নুর বলেছেন: ছতাশ হলে চলবে না। সাহসী হতে হবে। পরাজিত মানূষের কোনো দাম নেই।