নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাধা উপাখ্যান

একজন অতি সাধারণ মানুষ যার কেবল স্বপ্নগুলোই অসাধারণ, অথচ স্বপ্নগুলো পূরণ করার রসদও অতীব সামান্য। ভালবাসি বিজ্ঞান, মেনে চলি ধর্মের বিধান। প্রকাশিত সকল লেখা একান্তই নিজস্ব মতামত। কাজেই নিজ দায়িত্বে পড়ুন। যে কোন মতামত, সমালোচনা, পরামর্শ পেলে কৃতজ্ঞ থাকবো। আপন

বোকা মিয়া

আমি এক সাধারণ ছেলে যার আছে কিছু অসাধারণ স্বপ্ন।

বোকা মিয়া › বিস্তারিত পোস্টঃ

রেশমার জীবন ফিরে পাওয়া

১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

জীবিত উদ্ধার হলেন রেশমা! রানা প্লাজায় ঘটে যাওয়া ট্র্যাজেডির ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে সুস্থ, জীবিত উদ্ধার হলেন রেশমা!!! এর আগে সর্বশেষ আটক উদ্ধার অভিযান ছিল শাহীনাকে ঘিরে। শাহীনাকে উদ্ধার এর প্রাণান্তকর প্রচেষ্টা আর নিদারুণ ব্যর্থতার কথা সকলেরই জানা। রানা প্লাজার এই ভয়াবহ ট্র্যাজেডির মাঝে যেন আরেকটি ট্র্যাজেডি যেন শাহীনাকে উদ্ধার এর ব্যর্থতা। শাহীনার মৃত্যুতে যেন একটি জীবন্ত গ্রিক ট্র্যাজেডির চাক্ষুষ সাক্ষী হলেন দেশবাসী যার সমাপ্তি ঘটে অকুতোভয় বীর ইজাজ আহমেদ কায়কোবাদ এর মৃত্যুর মধ্য দিয়ে। কিন্তু আজ সব কিছুকেই যেন ছাপিয়ে গেল রেশমার জীবিত উদ্ধার এর ঘটনা। রানা প্লাজার দুর্ঘটনার আগে সর্বশেষ হাইতির ভয়াবহ ভূমিকম্পে দুর্ঘটনার ১১ দিন পর জীবিত মানুষ উদ্ধার করা হয়। আজকের ঘটনার মত নজির জানামতে আর একটিও নেই পৃথিবীর ইতিহাসে। দুর্ঘটনার ১৭ দিন পর জীবিত ফিরে এসে রেশমা পৃথিবীতে এক বিস্ময়ের জন্ম দিয়েছে নিঃসন্দেহে। পৃথিবীর সকল দৃষ্টান্ত আর বিজ্ঞানের হাজারও ব্যাখ্যা, বিশ্লেষণ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জীবিত বের হয়ে এলো রেশমা। চিকিত্‍সা বিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা বিজ্ঞান- কোন বিজ্ঞান এর কোন তত্ত্বই রেশমার এই বেঁচে থাকাকে ব্যাখ্যা করতে পারে না। যে যত কথাই বলুক, ঘটনাটি জানার পর আমার আবারও মনে হল, নিশ্চিতভাবেই উপরে একজন আছেন, যিনি শুনেছেন রেশমার বাঁচার আকুতি, তাকে দিয়েছেন বেঁচে থাকার সামর্থ। সশ্রদ্ধ চিত্তে সেই মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। মন থেকে চাইলে নাকি সব কিছুই সম্ভব। শাহীনার জীবনও চেয়েছিলেন সবাই, কিন্তু আমরা তাকে ফিরে পাই নি। হয়ত শাহীনার জীবন নিয়েই ফিরে এসেছে রেশমা। যাই হোক, রেশমা বেঁচে থাকুক আরও অনেকগুলো বছর, আনন্দে ভরে উঠুক তার বাকি জীবন, সে তার মায়ের অনেক সেবা করুক, নিজের শ্রম দিয়ে বদলে দিক তার নিজের, তার পরিবারের এবং এই অভাগা দেশের ভাগ্যকে- এই কামনা রইল। সবশেষ একটি কথাই বলব, আরও একটি বার রেশমাকে গণমাধ্যম এ দেখতে চাইব। পৃথিবীর বিস্ময় কন্যা রেশমা তার মেধা, দক্ষতা দিয়ে অন্তত আরও একবার খবরের শিরোনাম হোক- এটাই হবে আমার আগামী দিনের প্রত্যাশা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.