নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাধা উপাখ্যান

একজন অতি সাধারণ মানুষ যার কেবল স্বপ্নগুলোই অসাধারণ, অথচ স্বপ্নগুলো পূরণ করার রসদও অতীব সামান্য। ভালবাসি বিজ্ঞান, মেনে চলি ধর্মের বিধান। প্রকাশিত সকল লেখা একান্তই নিজস্ব মতামত। কাজেই নিজ দায়িত্বে পড়ুন। যে কোন মতামত, সমালোচনা, পরামর্শ পেলে কৃতজ্ঞ থাকবো। আপন

বোকা মিয়া

আমি এক সাধারণ ছেলে যার আছে কিছু অসাধারণ স্বপ্ন।

বোকা মিয়া › বিস্তারিত পোস্টঃ

পাইলট হমুঃঘুড্ডির পাইলট

২৪ শে মে, ২০১৩ রাত ১০:৩৯

ঘুড্ডি এক মজার চিজ। তার চেয়েও মজার এর পাইলটরা। যা হোক, বঙ্গ দেশে বহু দক্ষ ঘুড্ডি পাইলট আছে। সম্ভবত আরও বেশি ছিল আগে। হঠাৎ কেন জানি ঘুড্ডি উড়াইতে মন চাইতেছে। কেউ কি ঘুড্ডি উড়াইতে পারেন? এক সময় ঘুড্ডি ছিল এদেশের, বিশেষত পুরান ঢাকার ঐতিহ্য। ঘুড্ডি নিয়া কত প্রতিযোগিতা হইত!!!!! আজও কি সেসব হয়? জানতে ইচ্ছে করে। তবে হোক আর না হোক, ঘুড্ডির আগের জৌলুশ যে এখন আর নাই তা নিশ্চিত। মনটা খারাপ। কি যে করব আর কি যে হবে জানিনা, জানার চেষ্টাও আপাতত বন্ধ। আচ্ছা, ঝড়ের দিনে, দমকা হাওয়ায় কি কেউ কখনও ঘুড়ি উড়িয়েছেন? মানুষ তো সব পারে। নিশ্চয়ই ঝড়ো হাওয়ায় ঘুড়ি উড়াতেও পারদর্শী আছেন কেউ না কেউ। এখন হৃদয় আকাশে কেবল শুনছি কাল মেঘের বাজখাঁই গর্জন আর আপ্রাণ চেষ্টায় কল্পনার তুলিতে আঁকতে চাইছি একটা ঘুড়ি। হ্যাঁ, একটা ঘুড়ি- যেটা পাগলা হাওয়া, ঘনীভূত মেঘ, বজ্রের হুঙ্কার উপেক্ষা করে কেবল উড়তেই থাকবে। সর্বমুখী সংকটের জাল থেকে নিজেকে ছাড়াতে এখন আমাকেও যে ছোট্ট ঘুড়িটার মতই সংগ্রাম করতে হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:১৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :)

২৬ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৫

বোকা মিয়া বলেছেন: এই পোস্ট টা অনেক বড় ছিল। কিন্তু লেখার সময় নেট এর ঝামেলার জন্য ড্রাফট করতে পারি নাই ঠিকমত তাই পুরো লেখাটা ছাপা হয় নাই। যাই হোক আপনাকে হাঁসাতে পেরে ভাল লাগছে। 8-|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.