![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক সাধারণ ছেলে যার আছে কিছু অসাধারণ স্বপ্ন।
সময়টা পহেলা এপ্রিল, ২০১৩ ইং। কিছু মনে পড়ছে? হ্যাঁ, ঠিক ধরেছেন। এই দিনটিতেই শুরু হয়েছিল ২০১৩ সালের এইচ.এস.সি. পরীক্ষা। পরীক্ষা শেষ? এই প্রশ্নের উত্তর দিতে দিতে বোধ হয় পরীক্ষার্থীদের সকলেই বিরক্ত। অবশেষে সবার পরীক্ষার্থীর পরীক্ষা শেষ হয়েছে আপাতত এটাই বলা যায়। এই পরীক্ষা শেষ কবে হবে তা সম্ভবত আল্লাহ ছাড়া কেউ জানতেন না। কারণ? সকলেই জানেন বাংলার নিয়ম-কানুন। রাজনীতির ঘূর্ণাবর্তে পড়ে আর কতকাল যে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হবে, তা কেবল আল্লাহই জানেন। আমার প্রশ্ন, এই শিক্ষার্থীদের দোষ কি? এরই মধ্যে তিন মাস কেটে গেছে। সবে পরীক্ষা শেষ হলো। কবে এরা ভর্তি পরীক্ষা নামক যুদ্ধের প্রস্তুতি নিবে? কেউ কি বলতে পারেন? একদিকে সরকার চাচ্ছে তাড়াতাড়ি পরীক্ষাগুলো শেষ করে নির্বাচনের মাঠে নামতে আর অন্যদিকে বিরোধী দলগুলো লাগাতার হরতাল পালনের কর্মসূচী দেয়ার চিন্তা করছে। এই অবস্থার শেষ কোথায় তা অজানা। তবে এর ফলে যে সাধারণ ছাত্ররা ক্ষতিগ্রস্থ হচ্ছে তা কে দেখবে? পরীক্ষা পুরোপুরি শেষ না করে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতিতে ব্যস্ত হওয়া কতিপয় আঁতেলের পক্ষেই সম্ভব। কিন্তু বাকিরা কোথায় যাবে? যে বিপুল সময় তারা শুয়ে, বসে কাটিয়েছে তা কি তাদের কেউ ফিরিয়ে দেবে? আর মাত্র তিন মাস সময়, এর পরই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে। অথচ, আগের বছরগুলোতে এইচ.এস.সি. পরীক্ষা শেষ হওয়ার চার-পাঁচ মাস পর ভর্তি পরীক্ষা শুরু হত। একবার স্কুলের এক পরীক্ষার আগে প্রস্তুতির জন্য খুব কম সময় পাওয়ায় কিছুটা উদ্বিগ্ন ছিলাম। আম্মাকে বলতেই উনি হেসে বললেন, "সময় তুমি যেটুকু পাবে, অন্যরাও সেটুকু পাবে, কাজেই দুশ্চিন্তা না করে ঠিকমত পড়।" এটাই এই মুহূর্তে এবারের এইচ.এস.সি. পরীক্ষার্থীদের জন্য একমাত্র সান্তনা।
২| ২৮ শে জুন, ২০১৩ রাত ১২:২০
বোকা মিয়া বলেছেন: হমমম......... যা শুরু হইছিল........
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১৩ রাত ১১:২৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাবছিলাম এইবার পরীক্ষা আর শ্যাষই হইবো না......