![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক সাধারণ ছেলে যার আছে কিছু অসাধারণ স্বপ্ন।
''দোস্ত! চিনসোস এই পোলারে? এই পোলারে না কালকা এক মাইয়ার লগে দেখলাম? আইজকা আরেকটা মাইয়া???!!!!'' -এটি ঢাকার প্রাণকেন্দ্রস্থ বাংলাদেশের একটি অতিপরিচিত নারী শিক্ষালয়ের জনৈক কৃতি ছাত্রীর বাণী। এই প্রতিষ্ঠানের ছাত্রীরাই ইভটিজিং এর বিরূদ্ধে গলা ফাটিয়ে চিত্কার করে থাকে। সব দোষ কি শুধু ছেলেদের? আচ্ছা তা না হয় মানলাম। ইভটিজিং এর জন্য যদি ছেলেরা দোষী হয় তবে এই মেয়েরা? তারা কি সমান দোষ করে নি? নাকি কিছু ছেলে নামক কুকুরের কামড়ের প্রতিবাদে তারাও অন্য ছেলেদের পায়ে কামড়ানোর সিদ্ধান্ত নিয়েছে? তাহলে কুকুরের সাথে তাদের পার্থক্য কি থাকল! এত কথা কেন বলছি প্রশ্ন জাগছে? শুনুন তাহলে, প্রিয় মানুষটির সাথে ঘুরছিলাম বেইলী রোডের বেইলী স্টারে। আমাকে নিয়েই শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক পরিহিতা এক কৃতি ছাত্রীর এই উক্তি। তবে উনি আসলে জানেন না যে, আমার প্রিয় মানুষটিও ওই প্রতিষ্ঠানের সদ্য সাবেক হওয়া ছাত্রী। নিজ প্রতিষ্ঠানের দোষ মুখে স্বীকার না করলেও তার প্রতিষ্ঠানে ছাত্রীদের কি শেখানো হয় এবং ছাত্রীরা কি শেখে তা তিনি খুব ভালই বুঝেন। কৃতি ছাত্রীরা যে পারলে রাস্তায়ই কাপড় খুলে শুয়ে পড়তে শিক্ষাজীবনের শুরু থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তা তিনি এতদিন দেখে বড় হয়েছেন। আমার প্রিয় মানুষটি পরীক্ষায় সবসময় খারাপ করতেন। সম্ভবত এজন্যেই তার সহপাঠীরা যখন শরীর দেখিয়ে হাঁটে তখন তিনি মাথায় কাপড় ছাড়া বের হন না। দুঃখের বিষয়, এই কৃতি ছাত্রীর মন্তব্য আমার প্রিয় মানুষটির মনে কোন প্রতিক্রিয়া সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে।
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৮
বোকা মিয়া বলেছেন: পোস্টের মূল উদ্দেশ্য ২টি।
প্রথমত, টিজ যে মেয়েরাও করে, সব দোষ ছেলেদের না তা সবাইকে জানানো। প্রমাণ হিসেবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাই তুলে ধরেছি।
দ্বিতীয়ত, দেশের শ্রেষ্ঠ(!) নারী শিক্ষালয় বলে দাবী করা একটি প্রতিষ্ঠান, যারা খুব প্রগতি আর উন্নতি নিয়ে নাচানাচি করে, তারা নিজেরা কি শিখে আর করে তা সবাইকে জানানো। আসলে তারা নারী স্বাধীনতা বলতে রাস্তায় নোংরামি করার অধিকারকে বুঝে, এদের কারণে নারী স্বাধীনতার সংজ্ঞাই বদলে গিয়েছে।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪২
আমি তুমি আমরা বলেছেন: পোস্টে ঠিক কি বোঝাতে চাইলেন বুঝতে পারি নাই।