নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাধা উপাখ্যান

একজন অতি সাধারণ মানুষ যার কেবল স্বপ্নগুলোই অসাধারণ, অথচ স্বপ্নগুলো পূরণ করার রসদও অতীব সামান্য। ভালবাসি বিজ্ঞান, মেনে চলি ধর্মের বিধান। প্রকাশিত সকল লেখা একান্তই নিজস্ব মতামত। কাজেই নিজ দায়িত্বে পড়ুন। যে কোন মতামত, সমালোচনা, পরামর্শ পেলে কৃতজ্ঞ থাকবো। আপন

বোকা মিয়া

আমি এক সাধারণ ছেলে যার আছে কিছু অসাধারণ স্বপ্ন।

বোকা মিয়া › বিস্তারিত পোস্টঃ

স্টিফেন হকিং, ধর্ম, কিছু কথা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৫









খবর: স্টিফেন হকিং বলেছেন, ''পরকাল হল অন্ধকারকে ভয় পাওয়া মানুষদের কল্পিত রূপকথা।'' স্বভাবতই এটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। তবে হকিং এর মত একজন বিজ্ঞানীর এমন বক্তব্যে বিপুল বিতর্ক আর বিশৃঙ্খলার আশংকা অমূলক নয়। বিবেক-বুদ্ধির সীমাবদ্ধতাই বিশৃঙ্খলার জন্ম দেয়। হকিং এর এহেন বক্তব্যে মূলত দুই শ্রেণীর সৃষ্টি হবে।





এক শ্রেণী হল হকিং এর অন্ধ ভক্ত। এরা হকিং এর কথায় ধর্ম বিসর্জন দিয়ে ধার্মিকদের গালাগালিতে ব্যস্ত হয়ে পড়বে। তথাকথিত সুশীল নাস্তিকরা আরও একধাপ এগিয়ে ধর্মের নামে গালি দেয়ার সুযোগ পাবে।

দ্বিতীয় শ্রেণী হল ধার্মিক শ্রেণী। এদের কাজ হবে ধর্মে অবিশ্বাসের অপরাধে হকিং এর সমস্ত গবেষণা ভুলে তাকে ভণ্ড ও ভুয়া উপাধি দেয়া।





এ ব্যাপারে কিছু কথা বলার আগে প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমত, হকিং একজন বিশিষ্ট বিজ্ঞানী ও তাত্ত্বিক- এ ব্যপারে সন্দেহ নেই। এরিস্টটল বলেছিলেন রাজনীতি ও রাজ্য পরিচালনা কেবল অভিজাত শ্রেণীর কাজ হওয়া উচিত। তাঁর এই তত্ত্ব নিঃসন্দেহে ভুল। এরিস্টটল যা বলেন সব সঠিক এটা ভেবে তাঁর এই তত্ত্বের সমর্থন করা যেমন অনুচিত ঠিক তেমনি একটি ভুল মতবাদ দেয়ার কারণে তাঁর পাণ্ডিত্য আর জ্ঞানের অমর্যাদা করাও অনুচিত। মানুষের ভুল হতেই পারে। মেধাবী মানুষের ভুল কথাকে সঠিক ধরে নেয়া, কিংবা একটি ভুলের জন্য একজন মেধাবীকে অপমান করা- দুটোই অনুচিত। তাছাড়া হকিং তাঁর কথার পেছনে কোন যুক্তি দেখাননি। তাই সবার প্রতি অনুরোধ, আসুন আমরা এই ব্যাপারে শান্ত থাকি।





নাস্তিকদের ব্যাপারে একটা কথাই বলব, জেগে থেকে ঘুমের অভিনয় করলে কেউ আপনার 'ঘুম' ভাঙ্গাতে পারবে না। সেরকম নাস্তিকদের আপনি যত যুক্তি দেখান, তারা আপনার কথা শুনবে না। কাজেই আমি মনে করি, ওদের ধর্ম সম্পর্কে বুঝিয়ে কিংবা ধর্ম নিয়ে গালি দেয়ার জন্য হুমকি-ধামকি দিয়ে বৃথা সময় নষ্ট না করে আল্লাহর কাছে ওদের হেদায়েত কামনা করাই ভাল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.