নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোডপত্র

কোডপত্র

কোডপত্র › বিস্তারিত পোস্টঃ

এখন পছন্দের লেআউট এ বাংলা টাইপ যেকোন পিসিতে, ঝামেলা ছাড়াই! (উইন্ডোজ)

০১ লা নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৫১




অনেক সময় আমাদের পিসিতে অ্যাডমিন এক্সেস থাকে না, বিশেষ করে অফিসে। তখন বাংলা লেখার সময় প্রায়ই ঝামেলা পোহাতে হয়। আর এ সমস্যার সমাধান করতে আমরা নিয়ে এসেছি বর্ণ ড্রপস!

১ মেগাবাইট এরও কম সাইজের বর্ণ ড্রপ (অ্যাপ) ডাউনলোড করেই আপনি সহজে, আপনার পছন্দের লেআউট এ বাংলা লিখতে পারবেন আবার নেই ইন্সটল করার কোন ঝামেলা, শুধু কি তাই? এখানে আপনি পাবেন Unicode এর সাথে ASCII তে আউটপুট!

অর্থাৎ যেসব পুরনো অ্যাপ্লিকেশনে বাংলা সাপোর্ট করে না সেখানে আপনি, আপনার পছন্দের লেআউট এ SutonnyMJ এর মতো ফন্টে বাংলা লিখতে পারবেন, যুক্তবর্ণও ভাঙবে না!

যেভাবে ব্যবহার করবেন:
১.

২.

৩.

৪.



প্রয়োজনে সিস্টেম ট্রে থেকে পিন করে রাখুন:



তো আর দেরি কেনো! এখনই ডাউনলোড করুন।



TL;DR:
* পছন্দের ড্রপ ডাউনলোড করুন
* রান করুন
* Ctrl + Alt + B প্রেস করে লেখা শুরু করে দিন
* ANSI তে লিখতে চাইলে ট্রে মেনুতে রাইট ক্লিক করে Encoding > ASCII সিলেক্ট করুন (অপশনাল)

ডাউনলোড:
বর্ণ ড্রপস!


* আপাতত জাতীয় (বিজয়), অভ্র ফোনেটিক, বর্ণ ফোনেটিক, প্রভাত এবং ক্ষিপ্র লেআউট এর জন্য ড্রপ অ্যাভেইলেবল।


ধন্যবাদ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৭

জেনারেশন একাত্তর বলেছেন:


ইহার সাথে ভাইরাস মাইরাস আসার সম্ভাবনা আছে?

০১ লা নভেম্বর, ২০২৫ বিকাল ৪:৪২

কোডপত্র বলেছেন: আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে শতভাগ নিশ্চয়তা দিতে পারি যে "এতে কোন ভাইরাস নেই", চাইলে VirusTotal, dumpbin দিয়ে এক্সপোর্টেড ফাংশন কল দেখে নিতে পারেন।

২| ০১ লা নভেম্বর, ২০২৫ বিকাল ৫:০২

ঋণাত্মক শূণ্য বলেছেন: পিসিতে ট্রাই করবো। তবে ম্যাকের জন্যও দরকার, বরং বেশী দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.