নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।

আরাফআহনাফ

আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই...

আরাফআহনাফ › বিস্তারিত পোস্টঃ

লুণ্ঠিত হতে চাই

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৮

লুণ্ঠিত হতে চাই, আমি
লুণ্ঠিত হবো বারেবার - গতকাল হয়েছি, আজ হবো, আগামিকালও।
এই অন্যায্য দেশে, এই অন্যায়ের শহরে,
এই অযোগ্য সমাজে, এই বিশ্বাসহীন নগরে -
এই মমতাহীন বন্ধনে -
আমি লুণ্ঠিত হতে চাই ।।

এসো সব লুটে নাও, সব - যা কিছু আছে সব ।
সঞ্চিত সব বিশ্বাস, মমতা, স্বপ্ন, ছোঁয়া, সীমাহীন ভালবাসা,
উত্তপ্ত ঠোঁটের সঙ্গোপন আনাগোনা, ভারী হয়ে উঠা নিঃশ্বাস, কিছু দীর্ঘশ্বাসও।

এসো তুমি - এই আমি
লুণ্ঠিত হই - লুণ্ঠন করি,
পরস্পরেরে - অশান্ত এ নগরে।
হয়ে গেলাম না হয় কুখ্যাত কোন ডাকু -
ক্ষতি কি ?

হারানোর যা - সেতো কবেই হারিয়েছি,
পাওয়ার যা - সেওতো হারিয়েছি কবেই
সব হারানোর ভয়কে উপেক্ষা করেই ।।

১৭/১/২০১৬ ১০:২৮

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

রোমেনা বলেছেন: সে ভাল,লুণ্ঠিত হোআ

১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

আরাফআহনাফ বলেছেন: হুমমম।
ধন্যবাদ মতামত দেয়ার জন্য ।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

তার আর পর নেই… বলেছেন: ভালো তো!

১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৭

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ মতামত দেয়ার জন্য ।
ভাল থাকবেন।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৮

মামুন সুজন বলেছেন: বার বার লুন্ঠিত হওয়া ...

১৮ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৯

আরাফআহনাফ বলেছেন: লুণ্ঠিত হয়েই যাচ্ছি।

ধন্যবাদ মতামত দেয়ার জন্য ।
ভাল থাকবেন।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭

গ্রিন জোন বলেছেন: হারানোর যা - সেতো কবেই হারিয়েছি,
পাওয়ার যা - সেওতো হারিয়েছি কবেই
সব হারানোর ভয়কে উপেক্ষা করেই

এ বিদ্রোহ নজরুলেরও ছিলো না........

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ "গ্রিন জোন"।
অনি:শেষ ভালো লাগা জানবেন সাথে শুভকামনা নিরন্তর।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৮

খায়রুল আহসান বলেছেন: বেশ অভিনব বক্তব্য!
হারানোর যা - সেতো কবেই হারিয়েছি,
পাওয়ার যা - সেওতো হারিয়েছি কবেই
সব হারানোর ভয়কে উপেক্ষা করেই ।।
--বেশ ভাল বলেছেন এ কথাগুলো!

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭

আরাফআহনাফ বলেছেন: সামুর কারণে হয়তোবা এত দেরিতে আপনার মন্তব্য চোখে পড়লো - আমি আন্তরিকভাবে দু:খিত, দেরিতে উত্তর দেয়ার জন্য।

আপনার পরিমিত মন্তব্য সবসময় পছন্দ করি। ৩ লাইনের কথাগুলো অভিনব বা ভালো হতে পারে , সে বিচার্য্য আপনার,পাঠকের। আমার কাছে কিন্তু নিরেট বাস্তবতা বৈ আর কিছুই না। একটা দ্রোহ, একটা অব্যক্ত বেদনার কিন্চিত প্রকাশ মাত্র।

ভালো থাকুন, পাশে থাকুন - আপনার শুভ কামনায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.