নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(শুভ শুভ্র সুন্দরম সকাল।
ভালো থেকো ভালোবাসা - ভালো থেকো তুমি - সারাবেলা।)
ভালো থেকো ভালোবাসা
দিন শুরুর প্রভাত তোমার জন্যে -
তুমি সুর্যোদয় দেখতে পছন্দ করো বলে,
তুমি ভোর হাঁটাহাটি করো বলে।
জানো? ভোর না আমারও দারুন পছন্দের -
তারপরও তোমাকে দিয়ে দিলাম, তুমি ভালো থাকবে বলে।
মধ্য দুপুরটা কিন্তূ আমার!
আচ্ছা? তোমার না মধ্য দুপুরের আলসেমী ভালো লাগে?
নাও, তোমাকে দিয়ে দিচ্ছি মধ্য দুপুর,
তোমাকেই দিয়ে দিলাম - আমার মধ্য দুপুর।
বিকেল, সাঁঝ আর রাত্তির - তারা আমার থাক?
আমি জানি, এ বসন্তের হু হু করা মাতাল হাওয়া
গায়ে মাখতে তোমার দারুন লাগে -
বিকেলের সে হাওয়ার জন্যে বিকেলটাও তোমার থাক -
তোমাকেই তুলে দিলাম আমার বিকেলবেলা।
সাঁঝের আলোয় দেখবো তোমায় বলে, সাঁঝটা আমার থাক?
ভুল হলো - সাঁঝও তোমার থাক।
সাঁঝ আরতি দাও যে,
সাঁঝও তোমার থাক -
সাঁঝ বাতিটা তবে জ্বালবে কে?
রাতটুকুও নিতে চাও?
তবে এই নাও - দু হাত ভরে নাও, দু চোখ ভরে নাও।
রাত্রি আমার - উদোম করে দিলেম তোমায় তুলে
রাত্রি আমার - উদোম হয়ে দিলেম তোমায় তুলে।
আমার রাত্রি -
জমানো সব হাসি-কান্নার
আমরা যে সহযাত্রী .....।।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ দূরবীন, দূরে থেকেও আপনি কাছের।
ভালো থাকবেন নিরন্তর।
শুভ কামনা রইলো।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
কল্লোল পথিক বলেছেন: রাতটুকুও নিতে চাও?
তবে এই নাও - দু হাত ভরে নাও, দু চোখ ভরে নাও।
রাত্রি আমার - উদোম করে দিলেম তোমায় তুলে
রাত্রি আমার - উদোম হয়ে দিলেম তোমায় তুলে।
বাহ!চমৎকার কবিতা।ভাল লেগেছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১
আরাফআহনাফ বলেছেন: কিছু শব্দমালা থাকে যাদের ঘিরে বাকী শব্দমালারা সমবেত হয়।
আপনার তুলে আনা শব্দমালা সেগুলোই।
ভালো থাকবেন কবি - সারাবেলা, আজ-কাল-সবসময়ের।
শুভ কামনা রইলো।
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮
আরণ্যক রাখাল বলেছেন: হাউ রোম্যান্টিক!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৯
আরাফআহনাফ বলেছেন: আরণ্যক রাখাল - আপনার মন্তব্য আমার অনুপ্রেরনা।
ভালো থাকুন নিরন্তর।
৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০
আরাফআহনাফ বলেছেন: আমার ব্লগ আঙিনায় আপনি?! কোথায় বসতে দিই বলুনতো!
আমি আপ্লুত - আপনাকে পেয়ে, আপনার মন্তব্যে।
আন্তরিক অভিবাদন গ্রহন করুন কবি।
একগুচ্ছ ভালোলাগা জানবেন। ভালো থাকুন সবসময়।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ আপনাকে সুমন কর।
পাঠক মন্তব্য অনুপ্রেরনা যোগায় অফুরান।
কবিতার সাথে থাকুন।
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১২
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কাব্যমালা। খুব ভালো লেগেছে। শেষটুকু বেশী মনে ধরেছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫
আরাফআহনাফ বলেছেন: মনে ধরেছে মানেই সৃষ্টির সার্থকতা।
আপনার সুন্দর মন্তব্যে প্রেরনা পেলাম।
ভালো থাকুন, কবিতার সাথেই থাকুন।
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সবকিছুই দিয়ে দিলেন একদম উদোম হয়ে দিলেন তবে আর বাকী থাকলো কি? নিজেকেও সঁপে দেন। চুষে নিক সব ভালবাসা। ত্যাগেই শান্তি ভোগে কিছু নেই। অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল হয়েছে বলেই ভাল লেগেছে ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫০
আরাফআহনাফ বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে অনুপ্রেরনা পেলাম।
দিতেতো হ্য় সব উজাড় করেই, তাই দিলাম।
টীকা: ১৮+ নয় কিন্তু, ৪০+ !
ভালো থাকুন, কবিতার সাথেই থাকুন।
শুভ কামনা রইলো - সতত।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২১
খায়রুল আহসান বলেছেন: আমার রাত্রি -
জমানো সব হাসি-কান্নার
আমরা যে সহযাত্রী .....।। -- শেষটুকু চমৎকার হয়েছে।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪
আরাফআহনাফ বলেছেন: একরাশ ধন্যবাদ জানবেন।
কিভাবে যেন আপনার এই মন্তব্যটা যথাসময়ে চোখে পড়েনি।(আমি আন্তরিকভাবে দু:খিত)।
পাঠক মন্তব্যে অনুপ্রেরনা আর শক্তির আধার পাওয়া যায় - আশা করছি পাশে পাবো আপনাকে সবসময়ের মত।
ভালো থাকবেন সবসময়।
শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬
উল্টা দূরবীন বলেছেন: আমার রাত্রি -
জমানো সব হাসি-কান্নার
আমরা যে সহযাত্রী .....।
চমৎকার লেগেছে।