নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুখ - তুমি কী?
একটা রাতও মাঝে মাঝে আসে
অনেক পসরা নিয়ে,
বেছে নেয়ার থাকে অনেক কিছুই।
বেছে নেই সুখ - কিছু গোঙানি সুখ,
নির্বাচিত করে দিই তাদের - শরীরী ইঙ্গিতে।
ক্ষত-বিক্ষত হৃদয়ের জন্য
এক খাবলা মলম তুলে নেই,
প্রলেপনে সুখ বেছে নেই - রাশি রাশি।
স্বার্থপর হয়ে পড়ি, ভীষন স্বার্থপর, স্বার্থপর হয়ে যেতে হ্য় -
জেনে যে গেছি - স্বার্থপরতায় নিহিত সুখ !
০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য ।
ভালো থাকুন সবসময়।
২| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২
প্রামানিক বলেছেন: স্বার্থপর হয়ে পড়ি, ভীষন স্বার্থপর, স্বার্থপর হয়ে যেতে হ্য় -
জেনে যে গেছি - স্বার্থপরতায় নিহিত সুখ !
চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ
০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
আরাফআহনাফ বলেছেন: প্রামানিক ভাই,
আপনার জন্য এক কাপ চা ! আমার ব্লগাকাশে আপনার প্রথম পদার্পন, আপনাকে সুস্বাগতম।
অশেষ ধন্যবাদ।
ভালো থাকুন বেলা কিংবা অবেলায় - সবসময়।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
উল্টা দূরবীন বলেছেন: ভালো লিখেছেন।
০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
আরাফআহনাফ বলেছেন: উল্টা দূরবীন,
ধন্যবাদ জানবেন।
পাঠক মন্তব্য সবসময় অনুপ্রেরনা যোগায়।
ভালো থাকবেন সতত।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
বিজন রয় বলেছেন: সুখ খুবই স্বার্থপর।
এক খাবলা মলম তুলে নেই............. আমার মতে এমন ভাষার ব্যাবহার সৌন্দর্য নষ্ট করে।
০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২
আরাফআহনাফ বলেছেন: বিজন রয়, আপনাকে ধন্যবাদ।
আপনার সুচিন্তিত মতামতকে শ্রদ্ধা জানাই।
কোন ব্যাখ্যা নয় তারপরও বলছি :
স্বার্থপর হয়ে গেছি বলেই "এক খাবলা"র আগমন, না হয় ভিন্ন কিছু শব্দমালা আসতো নিশ্চয়ই।
"ক্ষত-বিক্ষত হৃদয়ের" প্রচন্ড দ্রোহটাকে কি অনুভবে নিবেন? নিলেই বুঝতে পারবেন "এক খাবলা" কত গভীর থেকে উঠে আসা শব্দ।
দুঃখিত, আপনার মতে, "ভাষার ব্যবহার সৌন্দর্য নষ্ট করে" দেয়ার জন্য। কিন্তু আমি অপারগ।
ভালো থাকবেন সতত।
আর হ্যাঁ, গঠনমূলক সমালোচনার দ্বার কিন্তু খোলা রইল, সবসময়ের জন্য।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
কবিতায়+++
০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
আরাফআহনাফ বলেছেন: কবি,
আপনাকে পেলেই মন ভরে উঠে।
আপনার মন্তব্য আমার পাথেয়।
"+"গুলো তুলে রাখলাম একদম গভীরে।
ভালো থাকুন আপনি - প্রতিটি ক্ষণ।
৬| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০
মিজানুর রহমান মিরান বলেছেন: অসাধারণ লাগলো।
কবিতা... +++++
০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২২
আরাফআহনাফ বলেছেন: মিজানুর রহমান মিরান,
আপনার অসাধারন লাগাটাই আমার কাছে অসাধারন লাগছে, সাথে "+" গুলোও।
ধন্যবাদ জানবেন অন্তঃস্হল থেকে।
ভালো থাকুন - সতত, কবিতাতেই থাকুন।
৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
বিজন রয় বলেছেন: আমি আপনার প্রতিউত্তরে মুগ্ধ! আপনি সচেতনভাবে করেছেন জেনে আরো ভাল লাগল।
আপনার অান্তরিকতা মনে থাকবে।
শুভকামনা, ভাল থাকুন।
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:১০
আরাফআহনাফ বলেছেন: আপনি মুগ্ধ হলে আমিও কি মুগ্ধ না হয়ে পারি? আমার মুগ্ধতা জানবেন আপনার আন্তরিকতাতে।
আপনাকে আমার সূরটুকু ধরাতে পেরেছি, এতেই আমি ধন্য।
ভালো থাকবেন বিজন, সবসময় - এ শুভ কামনা রইলো।
৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
তার আর পর নেই… বলেছেন: ভালোই ... এমন নাকি একটা?
০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭
আরাফআহনাফ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন "তার আর পর নেই… "।
আপনার জন্য শুভকামনা।
৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লিখেছেন। শব্দের দৌরাত্ম্য বাড়ছে আপনার। তীক্ষ্ণ হচ্ছে।
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৮:০৫
আরাফআহনাফ বলেছেন: "দিশেহারা রাজপুত্র" আপনার মন্তব্যে আমিই দিশেহারা হয়ে যাচ্ছি।
অশেষ ভালো লাগা আর ধন্যবাদ গ্রহন করুন।
আপনার তীক্ষ্ণ পর্যবেক্ষন যেন আরো বাস্তব হয়ে আসে আমার জন্য।
সতত শুভকামনা।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৯
আমিই মিসির আলী বলেছেন: চমৎকার।
ভালো হইছে।