নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আমার হও,শুধু
কী দারূন এক দূর্দান্ত দিন শেষে
তুমি যখন দাঁড়াও সামনে এসে
মিছে-মিছি নয় সত্যি ভালবেসে
এঁকে দাও এক নিমিষে
চিহ্ন তোমার ষ্পর্শে, অবশেষে,
বুঝতে পারি চুপিসারে
কী যেন এক প্রণয় প্রলয়
চূর্ণ করে আমার হৃদয়
বইয়ে দিয়ে ফল্গুধারা - সাতকাহনের কাব্যকথা,
বলিছে শুধুবা -
আমার তুমি হও, শুধু, তুমি আমার হও।।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৬
আরাফআহনাফ বলেছেন: মিজানুর রহমান মিরান - আপনার পাঠে ও মন্তব্যে আমার ধন্যবাদ জানবেন।
ভালো থাকবেন - সতত।
শুভ কামনা রইলো।
২| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭
কল্লোল পথিক বলেছেন: বুঝতে পারি চুপিসারে
কী যেন এক প্রণয় প্রলয়
চূর্ণ করে আমার হৃদয়
বইয়ে দিয়ে ফল্গুধারা - সাতকাহনের কাব্যকথা,
চমৎকার কাব্য।
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৫
আরাফআহনাফ বলেছেন: কবি,
অনিশেষ ভালোলাগা জানবেন।
আপনার মন্তব্যের অনুপ্রেরনা অনুভব করি সর্বদা।
ধন্যবাদ অন্তরের অন্ত:স্হল থেকে।
ভালো থাকুন সবসময়।
৩| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৫
এমএইচডি বলেছেন: চমৎকার
০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১
আরাফআহনাফ বলেছেন: এমএইচডি - আপনার পাঠে ও "চমৎকার" মন্তব্যে আমার ধন্যবাদ জানবেন।
শুভ কামনা রইলো।
৪| ০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন। ধন্যবাদ
০৯ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
আরাফআহনাফ বলেছেন: সুহৃদ শাহরিয়ার কবীর,
আপনার মন্তব্যের ৩টি শব্দ আমার অজস্র অনুপ্রেরনা।
অনেক ধন্যবাদ আপনাকেও।
ভালো থাকুন, কবিতার সাথেই থাকুন।
শুভ কামনা জানবেন নিরন্তর।
৫| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৩
সোজোন বাদিয়া বলেছেন: বেশ সুন্দর মিষ্টি কবিতা। এগিয়ে যান, ধন্যবাদ।
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:১০
আরাফআহনাফ বলেছেন: সােজোন বাদিয়া - আপনাকে অনেক ধন্যবাদ।
সাথে থাকুন, এগিয়ে যাবার পথে - কবিতার সাথে।
ভালো থাকুন সবসময়।
৬| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩১
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর
০৯ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৬
আরাফআহনাফ বলেছেন: আরণ্যক রাখাল - অনেক অনেক ধন্যবাদ জানবেন।
মন্তব্য অনুপ্রেরনাদায়ী সবসময়।
কবিতাদের সাথে থাকুন।
শুভ কামনা রইলো।
৭| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২০
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অল্প কথায় দারুন লিখেছেন।
শুভেচ্ছা রইল।
১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৮
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ জানবেন চন্দ্ররথা রাজশ্রী।
আপনার মন্তব্যে অনুপ্রেরনা পেলাম। সময় স্বল্পতা আবেগ যেন কেড়ে নিচ্ছে আর তাই অল্পেই চালিয়ে নিচ্ছি।
ভালো থাকবেন অজস্র।
৮| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৮
প্রথমকথা বলেছেন: অল্পতে এত সুন্দর কবিতা হয়, কতো অর্থবহ লেখা। শুভ কামনা।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬
মিজানুর রহমান মিরান বলেছেন: হবে হবে, এত চমৎকার কবিতা শোনালে ক্যামনে হবে না!!