নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুপ্রভাত ষোল নদী - ও আমার
সুপ্রভাত ষোল নদী - ও আমার
সুপ্রভাত নদীর ধারের ঝাউবন।
সুপ্রভাত জোড় শালিক - বাদামী ঠোঁটের
সুপ্রভাত জোড় বক - শ্বেত শুভ্র বক।
সুপ্রভাত নদী জল - নদী নোনা জল,
সুপ্রভাত সুগন্ধী - নদী পাড়, সোঁদা গন্ধ মাটি।
সুপ্রভাত জোড় বুনো হাঁসেরা - সোনালী পিতল আর পিতলী,
সুপ্রভাত নিক্বন ঐ নূপুরের - ঝুমুর ঝামুর
সুপ্রভাত বেগুনী ফুল - লম্বা ডগার - একটু ভুল,
সুপ্রভাত অফোটা বেলি - কুড়িয়ে আনা একটি কুঁড়ি।
সুপ্রভাত এক গোলাপের - অপ্রস্ফুটিত পাঁপড়ি - আমার বুকের কলি
আমার ষোল নদী,
আমার বুকে যে বহো
নিত্য নিরবধি।
*****মোবাইলে লিখে ওখান থেকে প্রকাশিত এই কথাগুচ্ছের কোন "এডিট" অপশন খুঁজে পাইনি মোবাইল ভার্সনে।
তাই প্রয়োজনীয় এডিট শেষে পুন:প্রকাশিত। ******
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৭
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ কবি।
ভালো থাকবেন।
২| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার! এমন সুপ্রভাত প্রতিদিন হোক।
ধন্যবাদ আরাফআহনাফ।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:০১
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম।
"এমন সুপ্রভাত প্রতিদিন হোক" - আমারও প্রত্যাশা।
আপনার শরীর এখন কেমন?
ভালো থাকুন - সবসময়।
৩| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫
মিজানুর রহমান মিরান বলেছেন: সুপ্রভাতে সবকিছুকে আটকে রাখলে হবে? দুপুর বিকেল সন্ধ্যা রাতের কি হবে?!!
ভালো লাগলো....
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৪
আরাফআহনাফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিজানুর রহমান মিরান।
আগে তো প্রভাতকে স্বাগত জানান, পরে না হয় বাকী সব ভাবা যাবে।
ভালো থাকুন - সবসময়।
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩
কল্লোল পথিক বলেছেন:
ভাল লেগেছে।