নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজারো বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী
আজ জন্মদিন তোমার-
জন্মেই - তুমি শুনিয়েছো দ্রোহের গান
জন্মেই - তুমি শুনিয়েছো সাম্যের গান
জ্বালিয়েছো লক্ষ কোটি প্রাণে শিখা অনির্বাণ
তুমি পিতা মহান - শেখ মুজিবর রহমান।
দেখিয়েছো পথ বাঙালীরে - দাঁড়াতে বিশ্বমঞ্চে
শিখিয়েছো দৃঢ় আর শক্ত হতে - শত প্রতিকূলতাতে।
চিনিয়েছো বিশ্বরে - এ জাতি নয় মাথা নোয়াবার,
পার করেছো অসীম সাহসে - সব পারাপার।
দিশেহারা বাংগালীরে, একাত্তরে, এনে দিয়েছো স্বাধীনতা
টুঙ্গিপাড়ার "খোকা" হয়েছো - বিশ্বের বরণীয় বিশ্বনেতা।
আজ বিনম্র শ্রদ্ধায় নত - সমগ্র জাতি
তুমি যে বাঙালী জাতির পিতা
সর্বকালের, হাজারো বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালী।
১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩০
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ মিজানুর রহমান মিরান।
আমারা কেন পারিনা আমাদের যোগ্য নেতাদের যথাযথ সম্মান দেখাতে?
এত মূল্যবোধহীন জাতি কেন হয়ে যাচ্ছি?
আসুন সবাই যার যার জায়ুগা থেকে কাজ করি - নিশ্চয়ই সামনে সুদিন নিশ্চিত।
ভালো থাকবেন।
২| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৪
বিজন রয় বলেছেন: অসাম, অসাম।
শ্রদ্ধাঞ্জলি।
১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০০
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ বিজন রয়।
ভালো থাকুন সবসময়।
৩| ১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ।
১৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:০০
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র।
ভালো থাকবেন।
শুভ রাত্তি।
৪| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রথমত বলবো অসাধারণ লিখেছেন --- আমরা নিরপেক্ষভাবে চিন্তা করতেও মনে হয় ভুলে গিয়েছি -- সেই মহান ব্যক্তির কথা আমরা তো ভুলে যেতে পারি না !!!!!! তাকে প্রাণ ঢালা শ্রদ্ধা -------
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৫
আরাফআহনাফ বলেছেন: লাইলী আরজুমান খানম লায়লা - আপনাকে অশেষ ধন্যবাদ।
এত ভালোভাবে আপনি প্রশংসা করেন যে(যেন বা অন্তরের কেউ একজন), এরপর আর আপনাকে প্রশংসা করার ভাষাই থাকে না।
অযুত ভালো লাগা জানবেন আপনার সুন্দর মন্তব্যের জন্য। পাঠক মন্তব্য সবসময় অনুপ্রেরনা যোগায়।
ভালো থাকুন সতত - কবিতাদের নিয়ে।
৫| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০৩
ইফতেখার রাজু বলেছেন: যে মানুষটির জন্ম না হলে একটি স্বাধীন মাতৃভূমির সৃষ্টি হতো না, ৫৬ হাজার বর্গমাইল জুড়ে সবুজের বুকে লাল উড্ডীয়মান হতো না। যে বরপুত্রের আবির্ভাব না ঘটলে আজ এ বদ্বীপের ষোলো কোটি মানুষের জাতীয়তা পাল্টে যেতো, সংবিধান, সার্বভৌমত্ব, যুদ্ধ আর রাষ্ট্র নির্মাণের সব স্বপ্ন ধূলোয় মিশে যেতো। সেই অসামন্য মানুষটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব একটি ত্যাগ, বিদ্রোহ আর অগ্নিস্ফুলিঙ্গের নাম। স্বাধীনতার পাঞ্জেরী শেখ সাহেব একটি সুবিশাল ও একক ক্ষমতাধর ভূখণ্ডের জনক। যিনি স্বাধীন একটি পতাকা অর্জনের লড়াইয়ে দীর্ঘ আটাশ বছর মুক্তি সংগ্রাম করেছেন। একটি স্বপ্ন পূরণের আন্দোলনে প্রায় সমস্ত জীবনই কাটিয়েছেন কারা প্রকোষ্ঠে। জীবনের সবটুকু দিয়ে এভাবে পৃথিবীর কোথাও কেউ লড়েনি আগে। ছড়িয়ে দেয়নি মানুষে মানুষে স্বাধীনতা আর মুক্তির জয়োগান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, মুক্তিযুদ্ধের সেই কবি শেখ মুজিব অবহেলিত হতদরিদ্র একটি জাতিকে শোষক জেনারেলদের নাগপাশ থেকে মুক্ত করেছিলেন। উপহার দিয়েছেন একটি ভাষা, আত্মপরিচয় আর স্বাধীন দেশ বাংলাদেশ। আজ সেই হিরম্ময় দিন যে দিনে এ মুক্তিত্রাতা বাংলার মুখ দেখেছিলেন
১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩২
আরাফআহনাফ বলেছেন: ইফতেখার রাজু আপনাকে ধন্যবাদ।
আপনার উদ্ধৃতিটুকু, আপনার লেখার সূচনা, আমাদের সবার প্রেরনা হোক।
শুভ কামনা রইলো আপনার জন্য।
৬| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৯
প্রামানিক বলেছেন: দারুণ লাগল। ধন্যবাদ
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২০
আরাফআহনাফ বলেছেন: আমার অজস্র আন্তরিক ধন্যবাদ জানবেন প্রামানিক ভাই।
ভালো থাকুন একরাশ ভালো লাগা নিয়ে - সবসময়।
©somewhere in net ltd.
১| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১১
মিজানুর রহমান মিরান বলেছেন: নিরপেক্ষভাবেই এই মহান নেতার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা ।