নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি অমন করে গ্রহণ করেছো
বীণা বিনা সূর কী উঠে প্রেম কাননে,
ওগো এসো - বাজাও সখী অকাতরে -
বাজাও বীণ- তারো লাগি - যারে রাখিয়াছো অন্তঃরীণে।
গহন গহীনেরো তারে লও তুলি,
করো প্রকাশিত-প্রষ্ফুটিত,
মঙ্গলালোকে করো উদ্ভাসিত -
অন্তরো অন্তর্যামি - তাহারে করো উদ্ভাসিত।
মম মন ন জানে, কেবা নিত্য বসত গড়ে
তোমারো হিয়ারো মাঝারে,
আপনারে খুঁজে ফিরি আমি
অথৈ নীল সরোবরে।
তুমি অমন করে গ্রহণ করেছো
আমারো সব - চন্দ্র যেমন করে,
তুমি চন্দ্রাবতী - অমরাবতী
আমার ষোড়শী নদী - লজ্জাবতী,
আমি বৃত্তবন্দী, সদা ঘুরি, কী এক ঘোরে।।
ছবি: নেট থেকে।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৯
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ বিজন রয়, আপনার মন্তব্যের জন্য।
ছোট্ট তারপরও কত শক্তি! অনুপ্রেরনাদায়ী।
ভালো থাকুন।
২| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৫
বিজন রয় বলেছেন: ব্লগে আপনাদের কয়েকজনের কবিতা পড়ে মাঝে মাঝে দিশেহারা হয়ে যাই।
আমিও যদি অমন লিখতে পারতাম!!!
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৪
আরাফআহনাফ বলেছেন: অমন অনুপ্রেরনা যে দিতে জানে তার কি আর কিছু লিখতে বাকী থাকে?
আপনিও অনেক অনেক ভালো লিখেন কবি।
আপনার বিনম্রতাকে শ্রদ্ধা জানাই।
কবিতার সাথে থাকুন অজস্র ভালোবাসা নিয়ে।
সতত শুভ কামনা জানবেন।
৩| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৬
নাসরীন খান বলেছেন: সুন্দর।।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৯
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ জানবেন নাসূেবষ্ট।
মন্তব্য সবসময় অনুপ্রেরনাদায়ী।
ভালো থাকবেন প্রতিটিক্ষন।
শুভ কামনা রইলো।
৪| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫১
তার আর পর নেই… বলেছেন: শেষ দুই স্তবক খুব ভাল। শেষ লাইন আরো … +
১৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:০১
আরাফআহনাফ বলেছেন: "তার আর পর নেই…" আপনার ভালো লাগাতেই আমার সার্থকতা - পূর্ণতা কবিতার।
অজস্র ধন্যবাদ।
ভালো থাকবেন - শুভ কামনা।
৫| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৬
মিজানুর রহমান মিরান বলেছেন: আমি বৃত্তবন্দী, সদা ঘুরি, কী এক ঘোরে।।
ঘোর টা না কাটুক!
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:২২
আরাফআহনাফ বলেছেন: আপনি সত্য হোন।
ভালো লাগা জানবেন - আপনার মন্তব্যের জন্য।
সবসময় ভালো থাকুন - কবিতার সাথে থাকুন।
৬| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৮
কল্লোল পথিক বলেছেন:
তুমি অমন করে গ্রহণ করেছো
আমারো সব - চন্দ্র যেমন করে,
তুমি চন্দ্রাবতী - অমরাবতী
আমার ষোড়শী নদী - লজ্জাবতী,
আমি বৃত্তবন্দী, সদা ঘুরি, কী এক ঘোরে।।
বাহ!সুন্দর কবিতা।
২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪
আরাফআহনাফ বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন কবি।
ভালো থাকবেন সবসময় - শুভ কামনা।
৭| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১:৩৩
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ
২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৬
আরাফআহনাফ বলেছেন:
প্রামানিক ভাই, আপনাকেও অশেষ ধন্যবাদ।
আপনার মন্তব্য অনুপ্রেরনাদায়ী -সবসময়।
আপনার শুভ কামনায়।
৮| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৯
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আহা! দারুন লিখেছেন।
প্লাস!
৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬
আরাফআহনাফ বলেছেন: "আহা! "টুকু গভীর অন্তর থেকে নিশ্চয়ই?
অন্তরের " আহা!" টুকু অন্তর দিয়েই ধারন করলাম।
দারুন মন্তব্যের জন্য ধন্যবাদ চন্দ্ররথা রাজশ্রী- আপনাকে।
ভালো থাকুন - কবিতাদের নিয়ে থাকুন।
সতত শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৪
বিজন রয় বলেছেন: ওহ!!