নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ে হৃদয় রাখিও
হৃদয় তোমারে দিয়াছি, হৃদয়ে রাখিতে
রাখিও যতনে নিত্য - হৃদয়ে।
হৃদয়ে হৃদয় রাখিও -
মম নিত্য ভালবাসিও (যতটুকু পারো)।
যবে যতদিন বাঁচি,
হৃদয়ে ধরিও - হৃদয়ে থাকিতে দিয়ো
হৃদয়ে বাঁধিয়ো প্রতিটি ক্ষণ
হৃদয়ে বাজিয়ো নিত্য সুর
হৃদয় জানিবে রয়েছো বা রাখিছো -
হৃদয় ও গহীনের অন্তঃপুর।
(পুন:প্রকাশিত)
ছবি: নেট থেকে।
২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ ডাঃ প্রকাশ চন্দ্র রায়।
ভালো থাকবেন - শুভ কামনা রইলো।
২| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৭
আরাফআহনাফ বলেছেন: প্রামানিক ভাই, আপনার ধন্যবাদ অান্তরিকতার সাথে গ্রহন করা হলো।
ভালো থাকুন নিরন্তর।
আপনার মঙ্গল কামনায়।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল না লাগলে যে কবিতা অবমাননা হয়। ভাল লেগেছে কবি। ভাল থাকবেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯
আরাফআহনাফ বলেছেন: অবমাননা আইন থেকে বাঁচিয়া গেলেন !
পাঠকের ভালো লাগাই , লেখার স্বার্থকতা। আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে।
ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার মনহর।