নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।

আরাফআহনাফ

আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই...

আরাফআহনাফ › বিস্তারিত পোস্টঃ

গচ্ছিত সুখ সমগ্র!

২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫০

গচ্ছিত সুখ সমগ্র!

তুমি গাংচিল হয়ে আকাশে ঐ
ভাসো দূর, বহু দূর, দূরে -
আমি ক্লান্ত ভালোবাসা নিয়ে -
থাকি বসে - নদীটির এই পাড়ে।

অনেক দৌড়ে ক্লান্ত আজ আমার ভালোবাসা
তারপরও সে না পায় নাগাল - না পায় তোমার দেখা।

তুমি স্রোতস্বিনী স্রোতো হয়ে
যাইছো বয়ে সমুদ্রপানে -
আমিই কেবল পড়ে থাকি
অবহেলে - এই উজানে।

কি করছো ঠিক এখুনি - কোথায় আছো কে জানে?
আমি পাগলপারা, দিশেহারা
সব ছেড়ে আজ ছন্নছাড়া -
নদীটির এই পাড়ে।

কেউ যদি কয় আসছে ঐ
ঐ যে দূরে ভেলা -
আমি হতাশ ঝেড়ে
যাই দাঁড়িয়ে - কোথায় ভালোবাসা?

ভেলাটুকু পাড়ে ভিড়ে কোথাও নেই যে তুমি
আসার আশায় আবার বাঁধি আশার ও - বসতি।
ভাঙ্গি আশা, গড়ি আশা - আশায় বাঁধি বুক
তোমার কাছেই রয়ে যে গেছে আমার সকল সুখ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯

বিজন রয় বলেছেন: সুন্দর।
+++

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৪

আরাফআহনাফ বলেছেন: বিজন রয় - আপনার মন্তব্যে সাহসের যোগান পাই ।
সবসময় পাশে থাকবেন - কবিতাদের নিয়ে থাকবেন - এই কামনা।

সুন্দর হোক আপনার প্রতিটি ক্ষণ।

+এর জন্য ধন্যবাদ।

২| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৭

আলোরিকা বলেছেন: 'গচ্ছিত সুখ সমগ্র! - তোমার কাছেই রয়ে যে গেছে আমার সকল সুখ।'--- ভালবাসা কখনও কখনও ভীষণ একমুখী , অন্ধ হয়ে যায় ! :)
কবিতাটি বেশ মিষ্টি হয়েছে ।

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৬

আরাফআহনাফ বলেছেন: আলোরিকা - আপনার মিস্টি মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ জানবেন।
পাঠক মন্তব্য সবসময় অনুপ্রেরনা ও সাহস যোগায়।

বলেছেন - "ভালবাসা কখনও কখনও ভীষণ একমুখী , অন্ধ হয়ে যায় !"
আসলে, উভমুখী বিক্রিয়াই ভালোবাসার রসায়ন।
প্রকৃত ভালোবাসা নিশ্চয়ই "ভীষণ একমুখী , অন্ধ " না হয়ে পুন:রায় কক্ষপথে ফিরবে - বিশ্বাস রাখুন।

অজস্র ভালো থাকুন - কবিতাদের সাথে নিয়ে।
শুভ কামনা রইলো।

৩| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ।্

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ "দিশেহারা রাজপুত্র"।
অজস্র ভালো লাগারা থাকুক আপনার চারপাশ ঘিরে - এই শুভ কামনা।

৪| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৩

সোজোন বাদিয়া বলেছেন: ভাঙ্গি আশা, গড়ি আশা - আশায় বাঁধি বুক
তোমার কাছেই রয়ে যে গেছে আমার সকল সুখ।
-সুন্দর হয়েছে। লিখে যান।

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২০

আরাফআহনাফ বলেছেন: সোজোন বাদিয়া - আপনি অসীম অনুপ্রেরনা দিয়ে ধন্য করলেন।
পাঠক মন্তব্য সবসময় অনুপ্রেরনা ও সাহস যোগায়।
অনেক অনেক ধন্যবাদ।

৫| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৬

ফারিহা নোভা বলেছেন: ভেলাটুকু পাড়ে ভিড়ে কোথাও নেই যে তুমি
আসার আশায় আবার বাঁধি আশার ও - বসতি।
চমৎকার

৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪১

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ জানবেন - ফারিহা নোভা।
পাঠক মন্তব্য সবসময় অনুপ্রেরনা যোগায়, সাহস যোগায়।

ভালো থাকুন সর্বক্ষন - কবিতাদের নিয়ে।

শুভ কামনা রইলো।

৬| ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২০

সাফিউল ইসলাম দিপ্ত বলেছেন: মুগ্ধতা নিয়ে পড়লাম।অসাধারন!!

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

আরাফআহনাফ বলেছেন: আপনার মুগ্ধতা আমার অনুপ্রেরনা।

ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.