নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পর্ব কাহন !
১ম পর্ব: (সূচনা লগ্ন)
কেহই পারেনি বুঝিতে তাহারে
কিবা চায় তাহার মন
বিধাতা তুমিই বুঝিয়া তাহা
আমারে করিছো - তাহারি নিত্যজন।
কৃতজ্ঞ আমি, চিরজনমেরো
কৃপাযুক্ত থাকিবা যেন,
ঘৃনার কৃপান দিয়ো হে,
করিতে আঘাত - শত অকৃতজ্ঞ জন।
২য় পর্ব: (প্রভাত পর্ব)
আমার জীবনে আশার কুঁড়ি ঝরেছিলো ফোটার অাগে,
তুমি এলে প্রাণ নিয়ে,
তুমি দিলে সঞ্চারি - ও সঞ্চারিণী,
তাই, ফুটে রয় সে ফুল - প্রতি প্রভাতে
আমার জীবনো ধ্যায়ান,
আমি সঁপেছি মনোপ্রাণ
অামি সঁপেছি সর্বস্ব তোমাতে।
৩য় পর্ব: (মধ্যগগন পর্ব)
ভালোবাসি সারাবেলা,
অনিয়ন্ত্রিত আবেগের নিয়ন্ত্রিত প্রকাশে -
অথচ তুমি আর আমি কতই না কাছে,
তুমি আর আমি কতই না কাছের!
তুমি অকাতরে নিত্য ভালোবাসিও,
তুমি সযতনের অঢেল ভালোবাসা জানিও।
৪র্থ পর্ব: (গোধুলী পর্ব)
হৃদয়ে হৃদয় রাখিও
গত দিন স্মরণে রাখিও
আনাগত দিন হয়তো ভালো
নয়তো ভেবো না সকলি গেলো
তখনো শুধুই হৃদয়ে ধারিও,
হৃদয়ে আমার হৃদয় রাখিও,
ও প্রাণ, হৃদয়ে আমারেই শুধু রাখিও।।
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:০১
আরাফআহনাফ বলেছেন: কঠিনেরে ভালোবাসিলাম।
ধন্যবাদ পাঠে ও মন্তব্যে।
২| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯
হামীম বলেছেন: দারুন
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:১২
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ হামীম, আপনার পাঠে ও মন্তব্যে।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮
সায়ন্তন রফিক বলেছেন: 'পর্ব কাহন' কথাটির মানে জানতে চাই।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯
আরাফআহনাফ বলেছেন: 'পর্ব কাহন' = কাহিনী পর্ব = পর্বে ভাগ করা কাহিনী= বিভিন্ন ভাগে ভাগ করা কাহিনী।(যে ভাবে প্রযোজ্য)
বিভিন্ন পর্বের কাহিনীর সংক্ষেপিত সংস্করন এ কথামালা।
সায়ন্তন রফিক - আপনাকে ধন্যবাদ, আশা করি উত্তর পেয়েছেন।
ভালো থাকবেন - কবিতাদের নিয়ে, সবসময়।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
মিজানুর রহমান মিরান বলেছেন: তয় পর্ব বেশি ভালো লেগেছে।
সব গুলোই সুন্দর।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৪
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ মিরান। মধ্যগগন মানে আধুনিক, মধ্যগগন মানে সুন্দর -তাই হয়তো তুলনামূলক বেশি ভালো লেগেছে আপনার।
সুন্দর মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৫
রাজসোহান বলেছেন: রবি বাবুর একটা ভাব আছে কবিতায়
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:২১
আরাফআহনাফ বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
রবি বাবু, জীবন বাবু, নজরুল এঁরাইতো আমাদের সর্বস্ব, ভাব বা প্রভাব থাকুক না, তাতে ক্ষতি কী?
শুভ কামনা জানবেন - সতত।
৬| ০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: পর্বকাহন ভাল লাগছে। ভাল পাইছি। ভাল থাকবেন।
০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:০৮
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই।
সাথেই থাকুন।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪
বিজন রয় বলেছেন: কঠিন সুন্দর।
++++