নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবসন্ন প্রতিক্ষার অবসানে
দুয়ারে তোমার কেউ একজন
দাঁড়িয়েছি প্রতিক্ষার অবসানে -
বুকের ঢিপঢিপটা বেশ শুনতে পাচ্ছি
হৃৎকম্পন উর্ধ্বমুখী, যেমন উর্ধ্বমুখী আমার ইচ্ছে আর স্বপ্নরা।
প্রতিনিয়ত নিজের সাথে নিজের স্বপ্ন-সত্য স্বপ্ন খেলা -
আমি আজ বড্ড ক্লান্ত, সত্যি বড্ড বেশিই ক্লান্ত।
কিন্তু থেমে যাইনি, অন্য পথেও যাইনি
ঠিক ঠিক পথ চিনে নিয়ে - দাঁড়িয়েছি দুয়ারে তোমার - প্রতিক্ষার অবসানে
হাজার বছরের প্রতিক্ষার কী প্রয়োজন আরো কিছু বেশি প্রতিক্ষার?
বুকের ঢিপঢিপটা বেশ শুনতে পাচ্ছি
কড়াৎ শব্দটা এখুনি বাজবে হয়তো,
শেকল ঝুলে পড়বে -
শেকল ঝুলে পড়বে দরজা, মন আর ব্যথিত কোন পূর্ব বাঁধনের,
ঠিক শেকল ঝুলে পড়বে, প্রতিক্ষার অবসানে।
এত দেরি কেন হচ্ছে? কেন হচ্ছে এত দেরি??
কেন শুনতে পাচ্ছিনা শেকল লুটানো গান?
আরো হাজারটা বছর প্রতিক্ষা করতে হলে- আমি যে মরে যাব, বাঁচবো না !
তুমি আমায় বাঁচতে দিও।
কেন এত দেরি হচ্ছে? কবে আর হবে প্রতিক্ষার অবসান?
কেন শুনতে পাচ্ছিনা শেকল লুটানো গান?
কেন শুনতে পাচ্ছিনা শেকল টুটানো গান?
ছবি: নেট থেকে।
১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ - আমিই মিসির আলী আপনাকে আপনার পাঠ, '+' ও মন্তব্যের জন্য।
ভালো থাকুন সবসময়।
২| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: উপভোগ্য কবিতা। পড়ে ভালো লাগলো।
ধন্যবাদ আরাফআহনাফ।
১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩১
আরাফআহনাফ বলেছেন: আপনার কাছে উপভোগ্য কবিতা আর আমার কাছে উপভোগ্য আপনার মন্তব্য।
আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি লাগছে - আমি পুলকিত।
ভালো থাকুন, সুস্থতায় প্রতিদিন।
সতত শুভকামনা জানবেন।
৩| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪১
মুসাফির নামা বলেছেন: আবৃতি করার মতো একটা কবিতা।
১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৭
আরাফআহনাফ বলেছেন: মুসাফির নামা - আপনার ভালো লাগায় অনুপ্রেরনা পেলাম।
নিজ ঢংয়ে বলে যাই এ কথামালা - জীবনঘেঁষা ও বিশদ বাস্তবতার প্রতিফলনমাত্র এর একএকটি বাক্য।
ধন্যবাদ, ভালো থাকবেন নিরন্তর।
অফুরান শুভ কামনা রইলো।
৪| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩
মিজানুর রহমান মিরান বলেছেন: চমৎকার কবিতা!
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২২
আরাফআহনাফ বলেছেন: মিজানুর রহমান মিরান - পাশে পাচ্ছি বরাবরের মতোই।
আপনার জন্য একরাশ বিমুগ্ধতা জানাচ্ছি কবিতাদের পাশে থাকার জন্য। অনুপ্রাণিতবোধ করছি সীমাহীন।
ভালো থাকবেন।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৯
প্রথমকথা বলেছেন: এত দেরি কেন হচ্ছে? কেন হচ্ছে এত দেরি??
কেন শুনতে পাচ্ছিনা শেকল লুটানো গান?
আরো হাজারটা বছর প্রতিক্ষা করতে হলে- আমি যে মরে যাব, বাঁচবো না !
তুমি আমায় বাঁচতে দিও।
খুব সুন্দর আহ্বান।
১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৭
আরাফআহনাফ বলেছেন: অনেক দেরিতে আপনার মন্তব্য দেখতে পেলাম , তাই উত্তরে সময় লাগলো - আন্তরিকভাবে দু:খিত।
মন্তব্য করে অনুপ্রানিত করার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন - সবসময়।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এখানে কমেন্ট না এটে গেলে কেমন জানি কৃপণতা হয়। ভাল লাগল কবিতা। কবিতা আমার প্রিয় গলা ছেড়ে আবৃতি করেছি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১০
আরাফআহনাফ বলেছেন: মন্তব্য সবর্দা প্রাথনীয় - সে ভালো হোক কিংবা মন্দ।
ভালো মন্তব্য অনুপ্রেরনা যোগায় আর সমালোচনা যোগায় আরো ভালো করার শক্তি।
আপনার উদারতায় আমি মুগ্ধ।
এভাবেই পাশে থাকুন - কবিতাদের সাথেই থাকুন।
সর্বদা আপনার শুভ কামনায় - - -
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৩
পুলক ঢালী বলেছেন: কবিতা আমি বলতে গেলে একদমই পড়িনা তারপরও আপনার পংক্তি মালা খুব সুন্দর এবং ভাল লাগলো। কবি সাহেব কিসের প্রতিক্ষা ? গতানুগতিক রুটিন এবং কর্মময় যান্ত্রিক জীবনে কবিতা ভাবনা কোমল এবং সংবেদনশীল মনের পরিচায়ক এই মন নিয়ে বেঁচে থাকুন অনেকদিন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬
আরাফআহনাফ বলেছেন: প্রতিক্ষীত প্রতিক্ষা,
প্রতিক্ষায় থেকে থেকে অবসন্ন প্রতিক্ষা
অবশেষে, সেই অবসন্ন প্রতিক্ষার অবসান ।
আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগছে।
ভালো থাকবেন হে শুভার্থী।
প্রাসন্গিক এ গান - আপনার জন্য
৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০১
মোস্তফা সোহেল বলেছেন: খুবই সুন্দর কবিতা।
০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১০
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ জানবেন মোস্তফা সোহেল।
সবসময় এভাবেই পাশে পাবো আশা করি।
শুভ কামনা সবসময়ের।
৯| ০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪২
উম্মে সায়মা বলেছেন: কেন এত দেরি হচ্ছে? কবে আর হবে প্রতিক্ষার অবসান?
কেন শুনতে পাচ্ছিনা শেকল লুটানো গান?
কেন শুনতে পাচ্ছিনা শেকল টুটানো গান?
কিছু কিছু প্রতিক্ষার অবসান ইহজনমে হয়না।
খুব সুন্দর হয়েছে কবিতা। আর লিখেন না কেন! আশা করি আবার এমন সুন্দর সুন্দর কবিতা পাবো।
০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৪
আরাফআহনাফ বলেছেন: উম্মে সায়মা আপনার পাঠ ও সুচিন্তিত মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। -
"কিছু কিছু প্রতিক্ষার অবসান ইহজনমে হয়না। " - এজন্যেইতো অবসন্ন প্রতিক্ষা।
পাঠক মন্তব্য পরবর্তী কাজের অনুপ্রেরনা - আশা করি পাশে থাকবেন সবসময়।
ভালো থাকুন - অজস্র।
১০| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫১
কানিজ রিনা বলেছেন: অনেক দিন পর সুন্দর কবিতা দিয়েছেন।
আমার কাছে সার্বজনিন কবিতা বলে মনে
হল। মানুষ মনের অগচরে কিছু না কিছুর
জন্য আশা অপেক্ষা করে জীবনের শেষ
অবধী পর্যন্ত। অনেক ধন্যবাদ।
০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৭
আরাফআহনাফ বলেছেন: কানিজ রিনা - আপনার সুন্দর মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ জানবেন।
কিছু কথা লিখে যাই - পাঠকেরা পড়বেন, আলোচনা-সমালোচনা করবেন, স্মৃতির পাতায় থাকবে(ব্লগে) এ চিন্তা করে।
আপনি বলেছেন - "সার্বজনিন কবিতা বলে মনে হল" ------- হতে পারে, তবে সার্বজনীনতার বিচার ভার পাঠকের হাতে তোলা রইলো।
ভালো থাকুন একরাশ - সবসময়।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭
আমিই মিসির আলী বলেছেন: কেন শুনতে পাচ্ছিনা শেকল লুটানো গান?
কেন শুনতে পাচ্ছিনা শেকল টুটানো গান?
চমৎকার।
+