নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।

আরাফআহনাফ

আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই...

আরাফআহনাফ › বিস্তারিত পোস্টঃ

বোবাকান্নার আর্তনাদ

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫




শান্ত কারনে
অশান্ত হৃদয়, সে হতেই পারে, এখন-
কেননা - অত পুড়িনি,
ফ্যাটম্যান আর লিটিল ব্য়
যখন পুড়িয়ে দিচ্ছিলো হিরোশিমা নাগাসাকি !

আমিও সে সময় সেখানেই ছিলাম, দুটো শহরে, যুগপৎ!
আর সবচেয়ে ছোট ফুলটিই আমি, নয়তো ছোট ফুলটিই আমার।


ছবি: নেট।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
নির্দ্বিধায় সব কি মনে রাখা যায়।

কিছুটা অস্পষ্ট। তবু ধ্বংসের মাঝে আত্মখোঁজ অনুচিত।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০

আরাফআহনাফ বলেছেন: রাজপুত্র - আপনাকে ধন্যবাদ।
দ্বিধাহীন থাকি এক ফিনিক্স পাখীর খোঁজে।
অস্পষ্টতা নির্দ্বিধায় নিজের জন্য, নিজেকে লুকানোর জন্য।

একরাশ ভালো লাগা ঘিরে থাকুক আপনাকে - সবসময়।

২| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৭

মিজানুর রহমান মিরান বলেছেন: চমৎকার বলেছেন!

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

আরাফআহনাফ বলেছেন: অশেষ ধন্যবাদ জানবেন মিরান।
বিক্ষিপ্ত মনের সাময়িক কষ্ট প্রকাশ এ কথামালা।

সাথে পাবো সবসময়ে - এ কামনা।
নিরন্তর ভালো থাকুন।

৩| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৩

প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল কাব্য কথা। ধন্যবাদ

১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৮

আরাফআহনাফ বলেছেন: প্রামানিক ভাই, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
কাব্য কথাগুলো হুট করেই আসা আর এরপর নিজেকে লুকানোর জন্য কিছুটা দূর্বোধ্য করে রাখা।


নিরুন্কুশ ভালো থাকবেন -শুভ কামনা রইলো।

৪| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২

কল্লোল আবেদীন বলেছেন: চমৎকার কাব্য কথা।

১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩

আরাফআহনাফ বলেছেন: কল্লোল আবেদীন - আপনার চমৎকার লেগেছে জেনে ধন্য হলাম।

পাশে পাবো আশা করি সবসময়।

ভালো থাকুন, কবিতাদের সাথে থাকুন।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৬

ফারিহা নোভা বলেছেন: চমৎকার , অনেক ভাল লাগা

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১

আরাফআহনাফ বলেছেন: ফারিহা নোভা আপনার "অনেক ভাল লাগা" সাদরে গৃহিত হলো।
"চমৎকার" মন্তব্যে অনুপ্রেরনা পেলাম।

ভালো থাকবেন সবসময় - কবিতাদের সাথে নিয়ে।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর উপস্থাপন , অল্পতে অনেক সুন্দর কবিতা
খুব ভাল লাগল,,,

১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

আরাফআহনাফ বলেছেন: এম এস আরেফীন ভুঁইয়া - আপনার পাঠ ও মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানবেন।
ক্ষণিকের আবেগ আর দুঃখের প্রকাশ হলো এ ছোট প্রান - ছোট কথা।

পাঠকদের ভালো লাগা মানেই সেখানে নিহিত লেখার সার্থকতা।

ভালো থাকবেন সবসময় - শুভ কামনা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.