নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।

আরাফআহনাফ

আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই...

আরাফআহনাফ › বিস্তারিত পোস্টঃ

বসে থাকি যখন

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৩


বসে থাকি যখন

বসে থাকা মানেই প্রতিক্ষা
যখন,
অনেক কাজের ভীড়েও বসে থাকি সব কাজ ফেলে,
বসে থাকি এক ফোঁটা তোমায় দেখব আশায়।

বসে থাকি এক রত্তির ছোঁয়া পাবো বলে -
তোমার গনগনে আঙ্গুলের কিংবা ওষ্ঠের, সবার অলক্ষ্যে।

বসে থাকি আদুরে এক ভর্ৎসনা শুনবো বলে -
কবে যেন সেই বলেছিলে, অসভ্য কোথাকার!

বসে থাকি প্রাণের এক ডাক ডাকবে হঠাৎ করে -
এইইই, কইগো, আমি এইতো?

বসে থাকি পাহাড়ের ঢাল ভাঙ্গা আল পাশে -
কবে, দূর কবে, এখানেইতো হয়েছিলো দেখা, আমাদের দুটি প্রাণে।

বসে থাকি গোল পাহাড়ে, বসে থাকি চা দোকানে,
বসে থাকি আলসে রংয়ে কালচে হওয়া সাঁঝ বেলাতে,
বসেই ভাবি - আর একটুকু কী বেশী পারলাম, তোমায় ভালোবাসতে?

কেমন করেই যেন থাকি, থাকি বসে সে সারাবেলা,
অলক্ষ্যে আমার, আমার উঠোন - কবে যেন হয়ে গেছে,
পাঁপড়ি বিছানো, রোদ্দুর ভোরবেলা!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বেশ ভাল লাগল।

১৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৬

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ ডাঃ প্রকাশ চন্দ্র রায়।
মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

আপনি ভালো থাকুন, একরাশ ভালো লাগা জড়িয়ে থাকুক আপনাকে।
আন্তরিক শুভেচ্ছা জানবেন।

২| ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২

কল্লোল আবেদীন বলেছেন: চমৎকার লিখেছেন।

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩০

আরাফআহনাফ বলেছেন: আপনার চমৎকার লেগেছে জেনে ভালো লাগছে।
সার্থক তবে এ লেখা।

অনেক ধন্যবাদ জানবেন।

৩| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:২১

আরাফআহনাফ বলেছেন: আপনার মোটামোটি লেগেছে - চেস্টা করবো আরো গুছিয়ে লিখতে
পাশে থাকুন - ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.