নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।

আরাফআহনাফ

আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই...

আরাফআহনাফ › বিস্তারিত পোস্টঃ

হরিদ্রাভ সোনালু তুমি

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫১



হরিদ্রাভ সোনালু তুমি


হরিদ্রাভ সোনালু তুমি স্নিগ্ধতার আবরনে,
আমার পরতে পরতে জড়িয়ে -
মনে পড়ে?
ঐ সবুজ পাড়ের সোনালু -
আমার সলজ্জ মুগ্ধতা?

জানতে চাইলে, মুগ্ধতা কি এখনো আগের মতোই?

ভাবলাম,
রকম ফের কিছু হতে পারে হয়তোবা,
কমেনি নিশ্চিত, বেড়েছে তাও নিশ্চিত।
নিশ্চয়তা নিয়ে মুগ্ধ ছিলাম না তখন,
আর এখন?
নিশ্চিত নিশ্চয়তায় তুমি আমার
আর আমি বিমুগ্ধ হই নিয়ত, ক্রমে ক্রমে।


এর আগে

কোথাও কেউ নেই - ধু ধু প্রান্তর
জলহীন জীবন, যেখানে যেমন
সীমাহীন রোদ - সেও কিছু নয়
তবুও জীবনবাজি,
রয়ে গেছি একাকি, কেননা
দিগন্তরেখায় ধুলোঝড় যদি হয়, তোমার আগমনী বার্তা!


আর এখন?

বলো, কেন দূরে তবে?
অজস্র ফুল নয়, নয় একটি ফুলও।
চাই একটি ফুলের একটিমাত্র পাঁপড়ি - আমার হৃদয় আঙ্গিনায়।
খুব বেশী কী আশা বেঁধেছিলাম? খুব বেশী?

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৫

কল্লোল আবেদীন বলেছেন:



চমৎকার কবিতা।

২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪০

আরাফআহনাফ বলেছেন: কল্লোল আবেদীন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ভালো থাকুন সবসময়।

২| ২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।
আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে।

৩| ২০ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দারুণ কবিতা।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪১

আরাফআহনাফ বলেছেন: আপনার দারুন বলা আমার শত অনুপ্রেরনা।
আন্তরিক ধন্যবাদ জানবেন।
ভালো থাকবেন সতত।

৪| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭

মো: ইমরান আল হাদী বলেছেন: অনেক সুন্দর কবিতা, অনেক ভাললাগা।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

আরাফআহনাফ বলেছেন: মো: ইমরান আল হাদী -আন্তরিক ধন্যবাদ জানবেন।
ভালো থাকবেন সবসময়- শুভ কামনা রইলো।

৫| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬

মুসাফির নামা বলেছেন: মোটামমটি লেগেছে।

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ২:২৫

আরাফআহনাফ বলেছেন: পড়েছেন এবং মন্তব্য করেছেন এতেই আমি ধন্য।
সচেষ্ট থাকব আরো ভালো কিছু নিয়ে আসার, সাথে থাকবেন নিশ্চয়।
ভালো থাকুন, কবিতাদের সাথে নিয়ে -সসবসময়।

৬| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১২

শরতের ছবি বলেছেন: অজস্র ফুল নয়, নয় একটি ফুলও।
চাই একটি ফুলের একটিমাত্র পাঁপড়ি - আমার হৃদয় আঙ্গিনায়।
খুব বেশী কী আশা বেঁধেছিলাম? খুব বেশী?

এইটুকু তো চাইতেই পারেন ।এটি মোটেই বেশি কিছু নয় ।
ভাল হয়েছে কবিতা ।

২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২১

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
এইটুকু পেলেই চলে - যা চেয়েছি।

ভালো থাকুন।

৭| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৭

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।

১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৩

আরাফআহনাফ বলেছেন: আপনার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ মোস্তফা সোহেল ।
ভালো থাকুন নিয়ত।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০০

মোস্তফা সোহেল বলেছেন: আবার পড়লাম, ভাল লাগল।

২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬

আরাফআহনাফ বলেছেন: আবার ফিরে এসে মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।

ভালো থাকুন সুপ্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.