নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বিশ্বাস
এক বিকেলে পাখিরা আর গাইবেনা - শুধুই আমি গাইবো
- শুধু আমিই গাইবো।
নিস্তরঙ্গ জলরাশি ঐ সরোবরের - তারাও চুপ থাকবে
- তারা চুপও থাকবে।
ভেসে আসা মেঘেরাও থমকে দাঁড়াবে - বৃষ্টি ঝরে পরবে না
মন আকুলিয়া বাতাস বইবে না - হু হু করে,
শেষ বিকেলের আলো ছড়াবেনা তার মায়াময়তা।
আমি যে সবটুকু ধারন করি আমাতে - সবটুকুই
পাখি , জল , মেঘ , আলো , মায়াময়তা, বাতাস -
এ আমার বিশ্বাস, এ আমার বিশ্বাস, এ আমার বিশ্বাস -
আমি যে সবটুকু ধারন করি আমাতে - সবটুকুই ।।
(পুনঃপ্রকাশ)
০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:২৯
আরাফআহনাফ বলেছেন: আপনার মন্তব্যের ধরনটা খুব পছন্দ হলো আমার।
ভালো থাকবেন, কবিতাদের সাথে নিয়ে, কবিতাদের জন্য।
শুভ কামনা রইলো।
২| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৮
কল্লোল পথিক বলেছেন: ভাল লেগেছে।
০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৩১
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ জানবেন কবি।
সহস্র অনুপ্রেরনা যুগিয়ে যাচ্ছেন অবিরত - মন্তব্য ও পাঠে।
শুভ কামনা রইলো।
৩| ০৩ রা মে, ২০১৬ সকাল ১০:০৫
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: ভেসে আসা মেঘেরাও থমকে দাঁড়াবে - বৃষ্টি ঝরে পরবে না
মন আকুলিয়া বাতাস বইবে না - হু হু করে,
শেষ বিকেলের আলো ছড়াবেনা তার মায়াময়তা।
খুব ভাল লেগেছে।
০৩ রা মে, ২০১৬ দুপুর ১২:৩২
আরাফআহনাফ বলেছেন: এম এস আরেফীন ভুঁইয়া আপনার মন্তব্যে অনুপ্রেরনা পেলাম।
ভালো থাকবেন, সবসময়।
শুভ কামনা রইলো।
৪| ০৩ রা মে, ২০১৬ দুপুর ১:২৭
প্রামানিক বলেছেন: কবিতা অনেক ভাল লাগল। ধন্যবাদ
০৩ রা মে, ২০১৬ দুপুর ২:১৫
আরাফআহনাফ বলেছেন: প্রামানিক ভাই, ধন্যবাদ জানবেন।
সবসময় এভাবেই পাবো - আশা রাখি।
ভালো থাকুন - শুভ কামনা।
৫| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:৩৬
খায়রুল আহসান বলেছেন: আমি যে সবটুকু ধারন করি আমাতে - সবটুকুই
সব কথার শেষ কথাটা বেশ চমৎকার লাগলো।
০৬ ই মে, ২০১৬ সকাল ১০:০৬
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ জানবেন সাথে অনি:শেষ শ্রদ্ধা।
সব কথামালার মধ্যে "আমি যে সবটুকু ধারন করি আমাতে - সবটুকুই ।।" এটাই মূল কথা।
ভালো থাকবেন অনেক অনেক।
৬| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:১২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৫
আরাফআহনাফ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০১
মুসাফির নামা বলেছেন: হেবী লাগছে,ভায়া।