নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।

আরাফআহনাফ

আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই...

আরাফআহনাফ › বিস্তারিত পোস্টঃ

তুমি পড়ে নিও

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১০



তুমি পড়ে নিও

পাঠিয়ে দিলাম কবিতা তোমাকে......
তুমি পড়ে নিও।

অবেলায় যদি আসে ঘুম,
ঘুমকে আড়ি দিয়ে -
তুমি পড়ে নিও।

বোশেখের এলোমলো হাওয়া
যদি ঝড় তোলে তোমার গোছানো ড্রয়িংরুমে,
এলোমেলোটুকু গুছিয়ে নিয়ে -
তুমি পড়ে নিও।

আষাঢ়ের ঘন মেঘে যদি,
আঁধারে ঢাকে চারপাশ,
বৃস্টিতে ভেজার আগেই,
তুমি পড়ে নিও।

শ্রাবনের অঝোরে ঝরার সময়
যদি জানালায় দাঁড়িয়ে,
হয়ে পরো আনমনা,
তবে জানালা ভেজিয়ে, আধো আলোয়,
তুমি পড়ে নিও।

বর্ষা শেষে,
ঝকঝকে নীলাকাশ আর শুভ্র ভাসা মেঘ,
দেখতে যদি দাঁড়াও তুমি, একটু অনির্মেষ।
তবে আগল থেকে একটু সরে,
তুমি পড়ে নিও।

এরি মাঝে, হেমন্ত যদি এলো অগোচরে
ধানে ভরা মাঠের সু-ঘ্রান নিও,
তোমার মতোই করে।
ফুল ফসলের আগাম ডাকের আগেই -
তুমি পড়ি নিও।

ভরা শীতের কুয়াশা ভেঙ্গে
হিম করা জল ছুঁয়ে দিয়ে,
রোজবেলাকার স্নানের আগেই -
তুমি পড়ে নিও।

বসন্তেরই পাগলা সমীরনে
মন যদি হু হু,
কোকিল ডাকা ক্ষনে,
দুচোখ জুড়ে ক্লান্তি আসার আগেই -
তুমি পড়ে নিও।


পাঠিয়ে দিলাম কবিতা তোমাকে........
তুমি পড়ে নিও।

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: পাঠিয়ে দিলাম কবিতা তোমাকে........
তুমি পড়ে নিও।
পড়ে নিলাম

সুন্দর হয়েছে কবিতা

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৬

আরাফআহনাফ বলেছেন: পড়েছেন এতেই আমি তৃপ্ত।
সুন্দর মন্তব্য করে অনুপ্রানিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ভালো থাকুন -সবসময়।

২| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৫

অতঃপর হৃদয় বলেছেন: ভাল লাগলো কবিতা।

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২১

আরাফআহনাফ বলেছেন: "অতঃপর হৃদয়" আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে।

অজস্র ভালো থাকুন - কবিতাদের সাথেই থাকুন।

শুভ কামনা সবসময়ের।

৩| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২২

মোস্তফা সোহেল বলেছেন: বসন্তের এই শেষ বিকেলে আপনার সুন্দর কবিতা আমিও পড়ে নিলাম।
আর যাকে এই কবিতা লিখেছেন সেও পড়ে নিতে পারে সেই কামনা করি।

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩১

আরাফআহনাফ বলেছেন: "মোস্তফা সোহেল" আন্তরিক শুভেচ্ছা জানবেন।
সবার জন্য লেখা এ লাইনগুলো আপনার "বসন্তের এই শেষ বিকেলে" ভালো লেগেছে জেনে আমি অানন্দিত।
পাঠক মন্তব্য অনুপ্রেরনা যোগায় - সাহস যোগায় পরবর্তী প্রকাশে।
আশা করি এমনভাবেই পাশে পাবো -সবসময়।

ভালো থাকুন অযুত - নিযুত।

৪| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৮

অতঃপর হৃদয় বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ লেখক। লিখে যান পড়ার জন্য তো আমরা আছিই।

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৫

আরাফআহনাফ বলেছেন: পাশে আছেন, থাকবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন - সবসময় আশা করি ।
পাঠক মন্তব্য অনুপ্রেরনা যোগায় অবিরত।

ভালো কাটুক আপনার প্রতিটি ক্ষণ - সতত শুভ কামনা।

৫| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: চেষ্টা করি সবার লেখায় পড়তে। তবে আমি কবিতা বেশি পছন্দ করি।
একটু আগে পোষ্ট দেওয়া আমার অল্প বয়সের কবিতা গুলি পড়ার আমন্ত্রন রইল।

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৮

আরাফআহনাফ বলেছেন: আবারো আমার ব্লগ উঠোনে আসার জন্য ধন্যবাদ।
আপনার আমন্ত্রন গ্রহণ করলাম - ঘুরে আসব অবশ্যই।

ভালো থাকুন, কবিতাদের নিয়ে।

৬| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:



পাঠিয়ে দিলাম কবিতা তোমাকে......
তুমি পড়ে নিও।


অসাধারণ শুরু ও শেষ। তোমার এই কবিতা পড়ে আমি তোমার ফ্যান হয়ে গেলাম। কী দুর্দান্ত রোমান্টিক একটা কবিতা লিখেছ! বিভিন্ন ঋতুর সেগমেন্টে কবিতাকে ভাগ করে ভালোবাসার অকৃত্রিম প্রকাশ।

অসাধারন! ধন্যবাদ আরাফআহনাফ।

৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০০

আরাফআহনাফ বলেছেন: সালাম জানবেন শ্রদ্ধেয় হেনা ভাই।
আপনার মন্তব্য আমার কাছে আর্শীবাদ স্বরূপ।
"দুর্দান্ত রোমান্টিক" বলে কেমন যেন একটা চাপ অনুভুতি বইয়ে দিলেন....আরো ভালো করার চাপ।

এভাবেই পাশে পাবো আপনাকে - আলোচক/সমালোচক হয়ে - আশা সবসময়ের।

আপনার দীর্ঘায়ু কামনা করছি - ভালো থাকুন অহর্নিশ।

৭| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমিতো আপনার কবিতা পড়ে নিয়েছি
সে ও যেন পড়ে নেয় যাকে পড়তে বলেছেন।
ভাল থাকবেন সবসময়, বিশ্বাস আপনার লিখনীতে সহস্র কবিতা হাঁসবে।

০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১৬

আরাফআহনাফ বলেছেন: "আমিতো আপনার কবিতা পড়ে নিয়েছি
সে ও যেন পড়ে নেয় যাকে পড়তে বলেছেন।"
----ভালোই বললেন।
আমারতো মনে হয় মনে কিছু লাইন আসলে এখন থেকে আর লেখা যাবে না (!!!)
- সবসময় "যাকে/যে/সে" উল্লেখ করে কি কিছু লেখা যায়?

"ভাল থাকবেন সবসময়, বিশ্বাস আপনার লিখনীতে সহস্র কবিতা হাঁসবে।" - আপনার বিশ্বাসের জায়গাটুকু যেন ধরে রাখতে পারি।
আপনার জন্যও রইলো শুভ কামনা।

৮| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১০:২১

মনস্বিনী বলেছেন: কয়েকটা বানান ভুল আছে
সে পড়ার আগে
তুমি ঠিক করে দিয়ো।

পুনশ্চ - ভাবনাটা খুব সুন্দর।

০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৩

আরাফআহনাফ বলেছেন: "কয়েকটা বানান ভুল আছে
সে পড়ার আগে
তুমি ঠিক করে দিয়ো। "
ধন্যবাদ জানবেন - ঠিক কোন কোন বানানগুলো জানাবেন কী?

ভাবনাটা আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে- আশা করি পাশে থাকবেন গঠনমূলক আলোচনা/সমালোচনা নিয়ে।

শত সহস্র শুভ কামনা রইলো।

৯| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৯

ধ্রুবক আলো বলেছেন: খুব ভালো লাগলো +

০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৩৫

আরাফআহনাফ বলেছেন: "ধ্রুবক আলো" আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
"+" দিয়ে ধন্য করলেন।
আরো ভালো কিছু লেখার অনুপ্রেরনা পেলাম।

সতত ভালো থাকুন - নিরন্তর কামনা।

১০| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১২:২২

কানিজ রিনা বলেছেন: সবাই পড়ে নিল,

০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৩

আরাফআহনাফ বলেছেন: মন্তব্যে প্রীতবোধ করছি - আপনার রসবোধেরও প্রশংসা করছি।

বলেছেন "সবাই পড়ে নিল," --------- হুম, সবার পড়ার জন্যইতো দিলাম এখানে। নির্দিস্ট কারো জন্যতো নয়।!! ! !
মনের কথা সাজাই শুধু মনের সাধে।

ভালো থাকুন সবসময়।

১১| ১৩ ই মে, ২০১৭ রাত ১:১৭

ওমেরা বলেছেন: পড়লাম ,খুব সুন্দর হয়েছে ।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:১৬

আরাফআহনাফ বলেছেন: ওমেরা আপনাকে আমার ব্লগ উঠোনে স্বাগতম।
মন্তব্য দিয়ে মতামত জানানোর জন্য অজস্র ধন্যবাদ জানবেন।

পাঠক মন্তব্য লেখকের অনুপ্রেরনা - সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত করে গেলেন।
ব্লগ উঠোনের বাকী লেখাগুলো পড়বেন - গঠনমূলক সমালোচনা করবেন - এ প্রত্যাশায়,

ভালো থাকুন সবসময়।

১২| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:২৩

কল্লোল পথিক বলেছেন: বাহ!চমৎকার হয়েছে কবিতা।
ভালোবাসা রেখে গেলাম।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:১২

আরাফআহনাফ বলেছেন: অনেকদিন পর আপনার দেখা পেলাম - আমার প্রিয় কবির।
আপনার ভালোবাসা সাদরে গৃহিত হলো - আপনার ভালোবাসায় আমি সম্মানিতবোধ করছি।

আপনি ভালো থাকুন - নিয়ত।

১৩| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:১৪

শায়মা বলেছেন: একটা চিঠিই কি সারা বছরের জন্য লিখেছো ভাইয়া?

১৫ ই মে, ২০১৭ দুপুর ১:০৬

আরাফআহনাফ বলেছেন: হা হা হা !
মন্তব্যে প্রীতবোধ করছি।

আরো কী চিঠি লিখতে হবে? এক চিঠিতেই তো সব বলে দিলাম!


অনুরোধ, আমার ব্লগের বাকি লেখাগুলো যেন এমন "আন্তরিক মন্তব্য" থেকে বঞ্চিত না হ্য়।
ধন্যবাদ সহ শুভ কামনা রইলো, সবসময়ের জন্য।

১৪| ২৩ শে মে, ২০১৭ সকাল ১১:৫৬

ইসফানদিয়র বলেছেন: কবিতা পাখি হয়ে উড়ে যাও

২৩ শে মে, ২০১৭ দুপুর ১:৫৭

আরাফআহনাফ বলেছেন: ইসফানদিয়র - আমার ব্লগ উঠোনে স্বাগতম।
কবিতারাতো পাখী হয়েই উড়ে - মনে মনে।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভালো থাকুন অজস্র।

১৫| ২৫ শে মে, ২০১৭ রাত ৮:৩৬

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: কবিতা তো পাঠিয়ে দিলেন। ফাঁকে পড়ে নিলাম আমিও। গ্রীষ্মের এই দাবদাহের ভিতরেও যেন একটু স্বস্তি পেলাম এমন আবেগঘন কবিতা পাঠে।
শুভকামনা রইল।

২৭ শে মে, ২০১৭ সকাল ৮:২৮

আরাফআহনাফ বলেছেন: এস,এম,মনিরুজ্জামান মিন্টু, আপনার দারুন মন্তব্যে প্রীতবোধ করছি।
পাঠকদের পড়ার জন্যই এ লেখা, পাঠক মন্তব্য সবসময় অনুপ্রেরনা যোগায়।
সাথে থাকবেন এটাই আশা।
একরাশ ভালোবাসা জানবেন, ভালো থাকুন অজস্র।

১৬| ২৬ শে মে, ২০১৭ রাত ৮:২২

উম্মে সায়মা বলেছেন: পড়ে নিলাম কবিতাখানি। প্রত্যেক ঋতুর জন্য আলাদা আলাদা কবিতা হবে নাকি সব মিলিয়ে একটাই? :) খুব সুন্দর হয়েছে আরাফআহনাফ ভাই।

২৭ শে মে, ২০১৭ সকাল ৮:৪৬

আরাফআহনাফ বলেছেন: সায়মা, আপনাকে অশেষ ধন্যবাদ আমার ব্লগ উঠোন ঘুরে যাওয়ার জন্য।
সব ঋতুকে একত্রিত করেইতো লিখলাম।
আমার অনুপ্রেরনা আপনাদের আন্তরিক মন্তব্য, আশা করি পাশেই থাকবেন।
অনেক অনেক শুভ কামনা জানবেন।

১৭| ০৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০২

খায়রুল আহসান বলেছেন: অবেলায় যদি আসে ঘুম,
ঘুমকে আড়ি দিয়ে -
তুমি পড়ে নিও
-- সে রকম চিঠি এলে বেলা অবেলার সব ঘুমই পালিয়ে যাবার কথা!
দুচোখ জুড়ে ক্লান্তি আসার আগেই -
তুমি পড়ে নিও
- চিঠি পেলে ক্লান্তি আসেনা।
কবিতায় ভাল লাগা + +
মনস্বিনী এবং শায়মা এর মন্তব্যদুটো ভাল লাগলো।

২১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৪

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ, জনাব খায়রুল আহসান আপনাকে - আপনার মন্তব্যের জন্য। দেরীতে উত্তর দেয়ার জন্য দু:খ প্রকাশ করছি।

"সে রকম চিঠি এলে বেলা অবেলার সব ঘুমই পালিয়ে যাবার কথা!" দারুন বলেছেন।
"চিঠি পেলে ক্লান্তি আসেনা" - চিঠি পড়তে পড়তে ঘুম কী আসতে পারে?

মনস্বিনী এবং শায়মা এর মন্তব্যের উত্তর দিয়েছি - আশা করি তাঁরা উত্তর পেয়েছেন। মনস্বিনীর মতো কী চোখে কিছু পড়লো? পড়লে জানাবেন নিশ্চয়ই।

আন্তরিক মন্তব্য করে আমায় বাধিত করলেন - ভালো থাকুন সবসময়।

১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৬

মাহবুবুল আজাদ বলেছেন: ব্যাপক চমৎকার :) একরাশ ভাল লাগা

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৮

আরাফআহনাফ বলেছেন: সুপ্রিয়,
আপনার চমৎকার মন্তব্যের জন্য আমার আন্তরিক ধন্যবাদ জানবেন।
ভালো থাকুন সবসময়।

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মুগ্ধ, মুগ্ধ এবং মুগ্ধ! অনেক দিন হয়েছে কিছু লিখেন না।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৫

আরাফআহনাফ বলেছেন: অয়ন, আপনার মুগ্ধতার মন্তব্যে প্রীতবোধ করছি।
"অনেক দিন হয়েছে কিছু লিখেন না।" - আপনার এ অান্তরিকতাকে সম্মান জানাই - শীঘ্রই নতুন কিছু লেখার চেস্টা করবো। আমার ব্লগের বাকী কবিতাগুলোও পড়ে দেখবেন - ভাল/মন্দ মন্তব্যে জানাবেন আশা করি।

নিয়ত ভালো থাকুন।

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আড্ডাঘরে নেই যে?

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৬

আরাফআহনাফ বলেছেন: এইতো আছি- অয়ন ভাই।

২১| ১২ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২১

ভ্রমরের ডানা বলেছেন: বেশ ভাল লিখেছেন!

১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ ভ্রমরের ডানা।
ভালো থাকুন নিয়ত।

২২| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৯

আখেনাটেন বলেছেন: সহজ ও সুন্দর!

বেশ ভালো!!!!!!!!!!!

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৭

আরাফআহনাফ বলেছেন: আখেনাটেন - আমার ব্লগ উঠোনে স্বাগতম, আপনাকে অনেক ধন্যবাদ আপনার "সহজ ও সুন্দর" মন্তব্যের জন্য।
আশা করি বাকী লেখাগুলোও পড়ে মন্তব্য জানাবেন।

ভালো থাকুন সবসময় - এই শুভ কামনা।

২৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: দুয়া করি নতুন বছরে যাতে আল্লাহ আপনাকে কল্যাণময় জিনিস দিয়ে জর্জরিত করে ফেলে! :D


আর তো কবিতা লিখলেন না। এরকম বা এর থেকেও সুন্দর আরেকটা কবিতা উপহার কি পেতে পারি আমরা? :)

০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২১

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্য ও শুভ কামনার জন্য।

"আর তো কবিতা লিখলেন না। এরকম বা এর থেকেও সুন্দর আরেকটা কবিতা উপহার কি পেতে পারি আমরা?"

এইতো হাতে সময় পেলেই না হয় লিখে ফেলবো আরেকটি।


ভালো থাকুন সবসময়।

২৪| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এক বছর পার করে ফেলল এই কবিতা । :)

০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৫

আরাফআহনাফ বলেছেন: মোহেবুল্লাহ অয়ন - আপনার আন্তরিকতায় আমার মুগ্ধতা জানবেন।
কী অাশ্চর্য ! ১ বছর হয়ে গেল অথচ মনে হচ্ছে এইতো সেদিনের কথা ! ! !

নাহ- আসলেই অনেক সময় চলে গেছে - লিখতে হবে কবিতা ।

ভালো থাকুন নিরন্তর - এক পশলা অান্তরিকতা বুলিয়ে দিয়ে পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ।

২৫| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

২০ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৯

আরাফআহনাফ বলেছেন: মন্তব্যে অনুপ্রানিত হলাম।
ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.