নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।

আরাফআহনাফ

আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই...

আরাফআহনাফ › বিস্তারিত পোস্টঃ

কপি/পেস্ট সমস্যা, মাথা ব্যাথায় মাথা কেটে ফেলা ..... :(

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৫

গত সপ্তাহে ব্লগে এসে কয়েকটি লেখায় মন্তব্য লিখেছিলাম কোন সমস্যা ছাড়াই - আজ এসে লিখতে গিয়ে ভীষন সমস্যায় পড়লাম।
ধরে নিচ্ছি ব্লগ কর্তৃপক্ষ কিছু টেকনিক্যাল পরিবর্তন করেছেন যা সবার মন্গলের জন্য এবং এও ধরে নিচ্ছি সমসমায়িক "লেখা চুরি/স্বত্ত চুরি/নূন্যতম কৃতজ্ঞতা স্বীকার না করা" রোধে সামু কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নিয়েছেন কিন্তু সার্বিক বিবেচনায় মনে হচ্ছে ছোটখাট এমন সমস্যা বিরক্তিই উৎপাদন করবে বৈ ভালো কিছু বয়ে আনবে না। আশা করি সামু কর্তৃপক্ষ বিষয়টি সুন্দর সমাধান দৃস্টিতে দেখবেন।

প্রথমে বলে নেই সমস্যাগুলোর কথা:

১। চাইলেও এখন সামু থেকে কোন লেখার কিছু লাইন কপি/পেস্ট করা যাচ্ছে না।
২। মন্তব্যের ঘরেও মন্তব্য লেখার পর কপি/পেস্ট করা যাচ্ছে না।
৩। মাউসের "রাইট বাটন" এর কাজ অচল করে রাখা হয়েছে।
৪। মোবাইল/ট্যাব ডিভাইস থেকে "সিলেক্ট অল, কপি, পেস্ট " অচল করে রাখা হয়েছে।

এসব কারণে যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হচ্ছে :
১। কারো লেখায় মন্তব্য করতে গেলে ঐ লেখনীর কোন অংশ উদ্বৃত করা যাচ্ছে না - উদ্বৃত করতে হলে পুরো অংশটুকু মন্তব্যকারীকে লিখতে হচ্ছে - যা সময়/শ্রমসাধ্য আবার বিরক্তিকরও বটে।
২। একই ভাবে কোন মন্তব্যের প্রতিউত্তরও করতে গিয়েও একই সমস্যায় পড়তে হচ্ছে।
৩। কোন লেখনীতে কোন লিন্ক থাকলে পূর্বে তা সাধারণত "রাইট বাটন" ক্লিক করে "ওপেন নিউ ট্যাবের" মাধ্যমে দুটো পেইজই একসাথে দেখা যেত, যা এখন সম্ভব হচ্ছে না। লিন্কড পেজে যাওয়ার পর আবার মূল পেজে আসতে হচ্ছে "গো ব্যাক" বাটন ক্লিক করে।
৪। নেট সমস্যার কারণে পুরো লেখা বা মন্তব্য পোস্ট করার পর প্রকাশিত না হলে আবার নতুন করে লিখতে হচ্ছে - কপি/পেস্ট না থাকার কারনে আগের মতো কপি করে আলাদাভাবে সেভ করে রাখা যাচ্ছে না।
৫। ডেস্কটপ/লেপটপের চেয়ে আমরা যারা মোবাইল থেকে লিখি/মন্তব্য করি তাদের জন্য এ এক চরম ভোগান্তি।

আমার মতে,
১। মন্তব্যের/প্রতি-উত্তর এর ঘর এধরনের সীমাবদ্ধতার বাইরে রাখা।
২। ব্লগিংয়ের সহজ ব্যবহার (লেখা/মন্তব্য করা/উদ্ধৃতি ইত্যাদি) রোধ না করা।
যারা চুরি করার মানসিকতা নিয়ে ব্লগে আসেন তাদেরকে আসলে কোনভাবেই বিরত রাখা যাবে না -"কপি/পেস্ট" বন্ধ করে দিয়ে বিরত রাখা সম্ভব নয় এসব লেখা চোরদের। তারা তাদের কাজ করেই যাবে - এখন তাদের হ্য়তো লেখা চুরির সময় কস্ট করে টাইপ করতে হবে - এ ছাড়া বাড়তি আর কিছুই করতে হবে না - চুরি চলছিলো, চলবে। কিন্তু তাই বলে সাধারন ব্লগারদেরও একই কস্ট করতে হবে কেন? ব্লগে সাধারণ ব্লগারদের সহজ বিচরন নিশ্চিত করতে হবে - চোরকে প্রতিরোধ করতে গিয়ে সাধারন ব্লগাররা হয়রানিতে পড়বে, ব্লগ বিমুখ হবে , ব্লগের ক্ষতি হবে আর চোরেরা বহাল তবিয়তে চুরি চালাতে থাকবে - এমন হলে চাই না এমন সীমাবদ্ধতা। অবস্থাতো এমন হয়েছে - মাথা ব্যথা, তাই মাথা কেটে ফেল - ব্যথা সেরে যাবে ! ! ! !

মন্তব্য ৫১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০০

মোস্তফা সোহেল বলেছেন: আরাফআহনাফ ভাই, আশা করি ব্লগ কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিবেন।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৮

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।
দেখেন অবস্থা - আপনার নাম আগে কপি/পেস্ট করে বসাতাম, বানানের ভুল হওয়ার সম্ভাবনা থাকতো না আর এখন?????
কপি/পেস্ট নাই, রাইট বাটন নাই ! ! ! :(

২| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০১

শায়মা বলেছেন: হ্যাঁ সমাধান একটাই-

মন্তব্য, নতুন লেখা এসবে কপি পেস্ট অপশন বন্ধ করা যাবেনা।

মূল লেখায় কপি পেস্ট অপশন উঠায় দেওয়া হোক এবং অবশ্যই তা ব্যাবহারে দায়িত্ব / ক্ষমতা থাকবে লেখকের হাতে। কেউ চাইলে ইউজ করবে কেউ না চাইলে করবে না!

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১১

আরাফআহনাফ বলেছেন: শায়মা আপানাকে ধন্যবাদ, আপনার মূল্যবান পরার্মশ আর মন্তব্যের জন্য।
কেউ চাইলে ইউজ করবে, কেউ না চাইলে করবে না। (কপি/পেস্ট করতে পারলাম না)

ভালো থাকুন সবসময়।

৩| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২

আমপাবলিক বলেছেন: সামুর মোবাইল ভার্সন থেকে কপি করে সামু ছাড়া অন্যত্র পেষ্ট করা যাচ্ছে তাই বলা যায় লেখা চুরি বন্ধ হয়নি বরং ব্লগারেরা সমস্যায় পড়েছে।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

আরাফআহনাফ বলেছেন: আমপাবলিক, আপনার মন্তব্যে ধন্যবাদ জানবেন।
মোবাইল ভার্সনে এ ধরনের সীমাবদ্ধতা আরোপ করা যায় না - তাই বলছিলাম চোরের কাজ চোর করবে - আমরা যারা সাধারন ব্লগার তাদের কেন কস্ট পোহাতে হবে।

ভালো থাকুন।

৪| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১১

চানাচুর বলেছেন: পোস্টের সাথে সহমত।

আমপাবলিকের কথাও ঠিল।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৮

আরাফআহনাফ বলেছেন: সহমত পোষনের জন্য চানাচুর আপনাকেও ধন্যবাদ।
চিন্তা করেন তো , কেমন লাগে - চোর প্রতিরোধ করতে গিয়ে সাধারন ব্লগার প্রতিরোধ হয়ে যাচ্ছে ! !!!

ব্লগের মূল নীতিই হতে হবে - সহজবোধ্যতা, সহজ বিচরণ।

৫| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২২

শাহরিয়ার কবীর বলেছেন:

১। চাইলেও এখন সামু থেকে কোন লেখার কিছু লাইন কপি/পেস্ট করা যাচ্ছে না।
২। মন্তব্যের ঘরেও মন্তব্য লেখার পর কপি/পেস্ট করা যাচ্ছে না।
৩। মাউসের "রাইট বাটন" এর কাজ অচল করে রাখা হয়েছে।
৪। মোবাইল/ট্যাব ডিভাইস থেকে "সিলেক্ট অল, কপি, পেস্ট " অচল করে রাখা হয়েছে।

উপরের ২ ও ৪ নিয়ে যদি কৃতপক্ষের কিছু করার থাকে।তাহলে ব্যবস্থা নিক। বাকিগুলো ঠিক থাক ।।


১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

আরাফআহনাফ বলেছেন: সরি সরি...।
আপনাকে মন্তব্য করতে গিয়ে নিজের লেখায় নিজেই মন্তব্য করে ফেলেছি - আগে হলে কমেন্টটুকু কপি করে নিয়ে মুছে ফেলতাম আর পুনরায় আপনার মন্তব্যের প্রতিউত্তর করতাম পেস্ট করে - এখন কপি/পেস্ট করতে পারছি না বলে সে সুযোগ নেই !!!!! ৭ নং মন্তব্য আপনার জন্যই।

হ্যাপি ব্লগিং

৬| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৫

মোঃ গালিব মেহেদী খাঁন বলেছেন: আমি মুল লেখায় কপি পেষ্ট উঠিয়ে দেয়ার পক্ষে। এটা লেখকের লেখার স্বত্ব চুরি রোধে কার্যকরি। একই সাথে মোবাইল ভার্ষনের লেখার ক্ষেত্রেও একই পদক্ষেপ নেয়া উচিৎ বলে মনে করি।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৮

আরাফআহনাফ বলেছেন: মেহেদী ভাই, ধন্যবাদ।
কী ভাবে স্বত্বরোধ হবে- কপি/পেস্ট উঠিয়ে দিলে??
বরং এভাবে করা যেতে পারে - পুরো লেখার ব্যাক-গ্রাউন্ডে কোন ছবি এড করে তা প্রকাশ করা - তবে এটা কবিতা, ছড়া, চুটকী জাতীয় ছোট লেখার ক্ষেত্রে বেশী কার্যকর হবে।
সাধারন ব্লগারদেরও সহজ বিচরন নিশ্চিত করতে হবে।

ভালো থাকুন।

৭| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই আপনার মন্তব্যের জন্য।
চোরদের প্রতিরোধ করা জরূরী কিন্ত এ ধরনের সীমাবদ্ধতা আরোপ করে এদের প্রতিহত করা সম্ভব না - প্রয়োজন ব্লগ সচেতনতা আর ব্লগ আই.ডি. ব্লক/ব্যান করা।
প্রয়োজনীয় স্ক্রীন শট সহ প্রমান করে এদের সব বিচরনের জায়গায়(ফেবু,টুইট, ইনিস্টা তে) তা ছড়িয়ে দেয়া - যদিও এদের লাজ-লজ্জা থাকার কথা না ! !

৮| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪০

চানাচুর বলেছেন: এটা ঠিক যে সামু বা বিভিন্ন ব্লগ থেকে লেখা কপিপেস্ট করে ফেইসবুকে অথবা যত্রতত্র নিজের নামে চালিয়ে দেন অথবা লেখার উৎস উল্লেখ করেন না অনেক মানুষই আছে। সচেতন বা অসচেতন থেকে তারা কাজগুলো করে থাকেন। সেজন্য সামু থেকে ডিরেক্ট লেখা কপিপেস্ট না করতে পারার বিষয়টি একদিক দিয়ে ভাল।

কিন্তু গতকাল রাত ৪টায় আমি আমার নিজের লেখা সামুতে কপিপেস্ট করতে পারছিলাম না। লেখা টাইপ করা ছিল ফোনের নোটপ্যাডে। পরে মোবাইল ভার্শনে গিয়ে পেস্ট করলাম। তখন সম্পূর্ণ লেখা আসলো। এখন কথা হচ্ছে, আমি কখনোই সামুতে "নতুন ব্লগ লিখুন" এ গিয়ে টাইপ করিনা। ওয়ার্ডে অথবা ফোনে টাইপ করে তারপর কপিপেস্ট করি "নতুন ব্লগ লিখুন" এ। এই বিষয়টা আমার ভাল লাগেনি। সবসময় তো মানুষের কাছে ইন্টারনেট কানেকশন নাও থাকতে পারে। আর তাছাড়া যারা খুব গুছিয়ে লেখেন, তারাও বোধহয় আমার মতই অন্য জায়গা থেকে লিখে সামুতে কপিপেস্ট করে পোস্ট করে।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

আরাফআহনাফ বলেছেন: চানাচুর , চোরেরা সবসময় সচেতনভাবেই এসব কাজ করে থাকে।
আমি কিন্তু ব্লগের "নতুন ব্লগ লিখুন"/"মন্তব্য ঘর" এ লেখালেখির কাজ করে থাকি, এমনকি অফিসের টুকটাক বাংলা লেখার কাজও এখানে লিখে কপি/পেস্ট করে সেরে ফেলতাম ! !!! ! আমারতো কস্ট আরো বেশি বেড়ে গেল - এসব চোরদের কারনে.........!!!!

৯| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৫

গিরি গোহা বলেছেন: সহমত

বেশ ঝামেলা হচ্ছে

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫

আরাফআহনাফ বলেছেন: গিরি গোহা - সহমত পোষনে এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ জানবেন।

১০| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫০

শাহরিয়ার কবীর বলেছেন:

সব ঠিক আছে, আবার অনেক অসুবিধেও আছে।। বিশেষ করে, ডঃ এম এ আলী ভাই, জুন আপু , আহমেদ জি এস ভাই ও শয়মা আপু সহ অনেক ব্লগার ভীষণ অসুবিধে পড়বেন, কারণ তাদের বেশির ভাগ পোষ্ট বড় হয় ।। ওনাদের পোষ্টে ভিন্ন রেফারেন্স দিতে গেলে... কপি পেষ্ট করতে কষ্ট হয়ে যাবে। বা কোন অনুবাদ করে পেষ্ট করা। রাইট বাটন ডিজেবল হয়তো, ব্লগে এখন পরীক্ষা মূলক ভাবে চলছে ।দেখা যাক ব্লগার কি মতামত দেন। ব্লগারদের সুবিধা অসুবিধা অবশ্যই সামু বিবেচনা করবেন।।আশা করি, কিছু ব্যপার কৃতপক্ষ দেখবেন।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৯

আরাফআহনাফ বলেছেন: সুবিধা - অসুবিধা সব কিছুতেই থাকবে - কম আর বেশী।
সামু কর্তৃপক্ষকে দেখতে হবে সবার সুবিধা - সম্ভব না হলে নিদেন পক্ষে ব্যাপক/বড় অংশের ব্লগারদের সুবিধার কথা।
দেখা যাক কী বলে/ কী করে তাঁরা।

হ্যাপি ব্লগিং!!!

১১| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬

জাহিদ হাসান বলেছেন: লেখকের পোস্টের কোন অংশকে উদ্ধৃত করে মন্তব্য করতে চাইলে স্কিনশর্ট নিন।
সর্বোপরি সামুর সিদ্ধান্তটা ভালই লেগেছে আমার কাছে।
আমি এখন নিশ্চিন্তে লেখতে পারবো। কেউ চুরি করে নিবে কিনা এই ভয় আর থাকল না।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৩

আরাফআহনাফ বলেছেন: জাহিদ হাসান, ধন্যবাদ জানবেন।
স্ক্রিন-শট নিয়ে এরপর এডিট করে আবার লিন্ক করা এটা সহজ কাজ নয়, আবার এ সমস্যার সমাধানও হতে পারে না।

ভিন্ন মত আপনার থাকতেই পারে - তবে এভাবে কী লেখাচুরি বন্ধ করা যাবে?
আর যারা মোবাইল থেকে সামুতে লিখেন তাদের জন্যই বা সমাধান কী?

ভালো থাকুন সবসময়।

১২| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সমাধান অবশ্যই হবে একদিন.................................................................................

২/১ দিন এ নিয়ে পোস্ট, আলোচনা, সমালোচনা দেখে তারপর সামু পদক্ষেপ নেবে হয়েতো।

ধন্যবাদ।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৪

আরাফআহনাফ বলেছেন: সরকার ইচ্ছা করলে কী না হয় !!!!
জাস্ট জোকিং - B-)
ধন্যবাদ মাইদুল সরকার, আপনার ইচ্ছে পূরন করে সামু দ্রুতই পদক্ষেপ নিবে বলে আশা করছি।

আবারো ধন্যবাদ জানবেন।

১৩| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪

পুলক ঢালী বলেছেন: ভিক্ষা চাইনা মা কুত্তা সামলাও।
লেখা চুরি করবার মন চায় কিন্তুক চুরি করবার মত কিছু পাইতাছিনা ;) ;) :P :P
অভ্রতে লিখতে পারছিনা, ইমোো দিতে গিয়ে সব ডবল ডবল হচ্ছে মন্দ নয়।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

আরাফআহনাফ বলেছেন: ঢালী ভাই,
আপনার আমার সবার সমস্যা একই !!!!!!
"লেখা চুরি করবার মন চায় কিন্তুক চুরি করবার মত কিছু পাইতাছিনা ;) ;) :P :P " এইবার সামলান - পুরো একটা লাইন চুরি করে ফেললাম ! !!


ধন্যবাদ - মন্তব্যের জন্য।

১৪| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৬

চানাচুর বলেছেন: কি আর করবেন! অফিসের কাজের জন্য অভ্র ইন্সটল দিয়ে ফেলেন। আর ব্লগেরটা ব্লগেই লিখুন :(

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৭

আরাফআহনাফ বলেছেন: চানাচুর ---- পরামর্শে বাধিত করলেন!!!
সামু কী আর এমনি এমনি প্রাণের ব্লগ - এখানে লিখতেও কেমন জানি একটা ভালো লাগা জড়ানো থাকে - আরাম পাই।
দেখি অভ্রতে চেস্টা করে - তবে তাল মেলাতে সময় লাগবে হয়তো। (আগে কী সুন্দর দিন কাটাইতাম ! ! ! )

১৫| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

বিষাদ সময় বলেছেন: কাভা ভাই, জনা আপা আমাদের একটু অপেক্ষা করতে বলেছেন। তাদের টেকনিকাল টিম কাজ করছে। অপেক্ষা করে দেখা যাক কি হয়।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৮

আরাফআহনাফ বলেছেন: সুন্দরের অপেক্ষায় রইলাম - বিষাদ সময়।

ভালো থাকুন নিরন্তর।

১৬| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: এইরকম চললে অনেকেই পোষ্ট লেখার আগ্রহ হারিয়ে ফেলবে । অন্য কোনো উপায় বের করা উচিত যাতে চোর চুরি করতে না পারে আর আমরা যাতে শান্তি তে কিছু লিখতে পারি ।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ নূর-ই-হাফসা।
আপনাকে প্রতি-উত্তর করতে গিয়ে মন্তব্য ঘরে লিখা হয়ে গেছে !! !
কপি করতে পারলে এখানেই ওটা পেস্ট করে দিতাম ! !

১৭| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩

আরাফআহনাফ বলেছেন: সেটাই বলছিলাম লেখাতে - সাধারন ব্লগাররা হয়রানিতে যেন না পড়ে।
৬/১০এর প্রতিউত্তর ও ৭ নং মন্তব্যে আপনার দৃস্টি আকর্ষণ করছি।


ধন্যবাদ নূর-ই-হাফসা আপনাকে, ভালো থাকুন।

১৮| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৩

করুণাধারা বলেছেন: সহমত। খুব ঝামেলা হচ্ছে। আমি এমনকি বড় মন্তব্যও কপি পেস্ট করি। সেটা করতে পারছি না। অনেকেরই অসুবিধা হচ্ছে।

সামু মনে হচ্ছে পোস্ট খরায় ভুগতে যাচ্ছে।

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৩

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ আপনাকে করুণাধারা।
একই ভুল বারবার হচ্ছে - আবারো প্রতিউত্তর দিতে গিয়ে মন্তব্য ঘরে লিখে ফেলেছি। ! ! ! !
এমন ভুল আগেও হতো - তবে তখন মন্তব্যটি কপি করে রেখে মুছে ফেলতাম আর আবার প্রতি-উত্তর ঘরে গিয়ে পেস্ট করে দিতাম।
এখন আর কপি/পেস্ট নেই আর তাই মন্তব্য মুছতেও ইচ্ছে করছে না X((
কপি/পেস্টের সমস্যা দূর হয়ে যাক।

১৯| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২৮

আরাফআহনাফ বলেছেন: সহমত ও মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন করুণাধারা।

পোস্ট খরায় যেন না ভুগে - আশা করি সামু নিজ রূপে ফিরবে আমাদের মাঝে - সহসাই।
বোধদয় হোক সবার।

ভালো থাকুন সবসময়।

২০| ১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪

বিলিয়ার রহমান বলেছেন: আমি সিস্টেমেটিক্যাললি ন্যাচারাল ব্লগিং করতে পারছি আমার কোন সমস্যা হচ্ছে না !!:)

একই মন্তব্য আবার করলাম!!! আইমিন কমেন্ট কপি করে রাখা যাচ্ছে!! পেস্টও করা যাচ্ছে!! ব্লপোস্টের ক্ষেত্রেওেএকই কথা বলা যায়!! আপনার কেবল সিস্টেমটা জানতে হবে এই আরকি!!:)

হ্যাপি ব্লগিং!:)

১২ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯

আরাফআহনাফ বলেছেন: বিলিয়ার রহমান ভাই, ধন্যবাদ মন্তব্যের জন্য।
দয়া করে জানাবেন কী সেই সিস্টেমটা - কমেন্ট কপি করার।

আমি দেখলাম অনেক ব্লগে একই মন্তব্য করে এসেছেন - কিন্তু সিস্টেমটা জানাচ্ছেন না - জানিয়ে বাধিত করবেন আশা করি ।

আবারো ধন্যবাদ - অপেক্ষায় রইলাম।

২১| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

জলপাতা বলেছেন: নিজের লেখাতো নিজেই কপি করতে পারছি না। এটা কেমন হলো।লেখকের নিজের জন্য সেই সুবিধা রাখার অপশন থাকা উচিত

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

আরাফআহনাফ বলেছেন: জলপাতা, আপনাকে ধন্যবাদ।

শুধুমাত্র লেখক নয়, সবার জন্যই এ সুবিধা থাকা উচিত।
সামুর বুঝতে পারার কথা, সাধারন ব্লগারদের দূর্দশা।

২২| ১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রাইট বাটন ক্লিক ডিজেবল ব্যবস্থা তুলে দিয়ে আগের ব্যবস্থায় ফিরে যাওয়াই ভালো। বহুত সমস্যার মধ্যে আছি।

১২ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ।
হেনা ভাই, ব্লগে আসার পর কখনো এতো অসহায়বোধ হয়নি।
চোর আর সামুর উভয়ের শুভ বুদ্ধি উদয় হোক!!!!

২৩| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি নিজেও চাই না যে লেখা চুরি হোক। একটি মৌলিক লেখা লিখতে যে মেধা, শ্রম ও জ্ঞানের প্রয়োজন হয়, তা' অনেক কষ্টসাধ্য কাজের চেয়েও বেশি। সেই লেখা যখন অন্য কেউ চুরি করে নিজের নামে প্রকাশ করে বাহবা নেয়, তখন লেখকের মনের অবস্থা কী হয়, নিশ্চয় তা' সবাই অনুভব করতে পারেন। আমার নিজেরও বেশ কিছু লেখা এভাবে চুরি হয়ে গিয়েছে, যে কারণে গত কয়েক মাসে আমি পুরনো লেখা রি-পোস্ট, প্রবন্ধ, নিবন্ধ ইত্যাদি ছাড়া নতুন কোন মৌলিক লেখা ব্লগে দিইনি (মাত্র একটা ব্যতিক্রম আছে। কয়েকদিন আগে 'ফুলের বাগানে সাপ' শিরোনামে একটি মৌলিক লেখা ব্লগে দিয়েছি)।
আমি যেহেতু প্রিন্ট মিডিয়াতেও লেখালেখি করি, তাই ব্লগে নতুন ও মৌলিক লেখা দেওয়ার সম্ভাবনা কম। দিলেও হয়তো তিন মাসে ছয় মাসে একটা দিতে পারি। আর একটা ব্যাপার হলো ব্লগে আমার অধিকাংশ লেখাই আগে পত্রিকায় প্রকাশিত হয়েছে। তাই প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় আমার অনেক পাঠক আছেন। তারাই আমাকে চুরির খবর জানিয়ে দেন এবং তারাই প্রথম প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। তাদেরকে ধন্যবাদ।
কিন্তু এটা সত্যি যে যথেষ্ট পরিচিতি না থাকার কারণে অনেক ব্লগার বন্ধু জানতেই পারেন না যে তাদের লেখা চুরি করে কেউ অন্য কোথাও নিজের নামে প্রকাশ করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। তাই লেখা চুরি রোধ করার একটা নৈতিক দায়িত্ব ব্লগ কর্তৃপক্ষের রয়েছে। এই দায়িত্ববোধ থেকেই ব্লগ কর্তৃপক্ষ রাইট বাটন ডিজেবল ব্যবস্থাটি প্রবর্তন করেছেন। কিন্তু এতে হীতে বিপরীত হয়েছে। ব্লগাররা তো অসুবিধায় পড়েছেনই, ব্লগে নতুন পোস্ট আসাও আশঙ্কাজনকভাবে কমে যেতে পারে। ভিজিটরও কমে যেতে পারে। আনুষঙ্গিক আরও অনেক অসুবিধা দেখা দেবে বলে আমি মনে করি। অবিলম্বে পূর্বের ব্যবস্থায় ফিরে যাওয়া উচিৎ।

যখন অনলাইন ছিল না, তখন প্রিন্ট মিডিয়াতেও লেখা চুরির মতো গর্হিত কাজ নিয়মিতই হতো এবং এখনো হয়। রবীন্দ্রনাথ ও নজরুলের মতো কবিদের লেখাও চুরি হয়েছে। অন্যদের তো কথাই নেই। এই চুরি কখনো বন্ধ করা যায়নি, যাবেও না। চেষ্টা করতে হবে এমন কোন ব্যবস্থার প্রবর্তন করার, যার ফলে এই লেখা চুরি যথাসম্ভব কমিয়ে আনা যায়। ব্লগে বিভিন্ন পোস্টে অনেকেই অনেক পরামর্শ দিয়েছেন। কর্তৃপক্ষের উচিৎ সেই সব পরামর্শ পরীক্ষা নিরীক্ষা করে একটা ব্যবস্থা নেওয়া। রাইট বাটন ডিজেবল কোন সমাধান নয়, বরং একটা সমস্যা।

২২ নম্বর কমেন্টের সংক্ষিপ্ত বক্তব্যকে এখানে খোলাসা করলাম। ধন্যবাদ আরাফআহনাফ।

২৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এইমাত্র শ্রদ্ধেয়া জানা আপার নিচের মন্তব্যটি পড়লাম এবং টেস্ট করেও দেখলাম ঠিক আছে।


আমরা সমস্যাটি সমাধান করতে পেরেছি। অর্থাৎ চুরি ঠেকাতে RIGHT BUTTON disable korar fole আমাদের নিজেদের জন্যে রাইট প্যানেল থেকে বা মন্তব্যের ঘর থেকে কপি-পেষ্ট করতে যে সমস্যাটি তৈরী হয়েছিল তার সমাধান হয়েছে। পাশাপাশি যে মূল বিষয়ে আমরা ছিলাম অর্থাৎ চুরি বন্ধ, তাও বলবৎ আছে। মানে চৌর্য্যবৃত্তির পথটিও বন্ধ হয়েছে।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩২

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ আপনাকে সুখবরটি দেয়ার জন্য।

ধন্যবাদ সামুকে পাঠক পালস ধরতে পেরে তড়িৎ সমাধান দেয়ার জন্য।

২৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৩

ইমরান আশফাক বলেছেন: আর আমি ভেবেছিলাম আমার পিসিতেই কোন সমস্যার কারনে সামুতে কপি/পেস্ট করা জাচ্ছে না ............।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ ইমরান আশফাক।
সমস্যার সমাধান হয়েছে।

২৬| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সামুতে অনেক দিন ধরে আসিনা। আজকে ডু মেরে চক্ষু চড়াক গাছ। প্রায় সবগুলো আলোচিত পোষ্ট রাইট বাটন (কপি পেষ্ট) সম্পর্কে।
আমি বলব, সামু যদি একটি অপশন বন্ধ করে থাকে অপর দশটি অপশন খোলা আছে! (নিচের স্কিনশর্টের দিকে তাকান, ডেস্কটপ ভার্ষণ এবং সম্পর্ণ ফুল ভার্সণ মুডে কপি করে স্কিন শর্ট দিয়েছি।)

মানুষকে নৈতিক শিক্ষা না দিয়ে শুধু কিছু এন্টিবায়োটিক খাওয়ালে চুরেরা ভালো হয়ে যাবেনা!

নাহিদের ফাঁস করা প্রশ্ন দিয়ে যারা এ+ পেয়েছে তারা লেখা চোর হবেনা তো কি হবে?

সামুতে অনেক দিন ধরে আসিনা। আজকে ডু মেরে চক্ষু চড়াক গাছ। প্রায় সবগুলো আলোচিত পোষ্ট রাইট বাটন (কপি পেষ্ট) সম্পর্কে।
আমি বলব, সামু যদি একটি অপশন বন্ধ করে থাকে অপর দশটি অপশন খোলা আছে! (নিচের স্কিনশর্টের দিকে তাকান, ডেস্কটপ ভার্ষণ এবং সম্পর্ণ ফুল ভার্সণ মুডে কপি করে স্কিন শর্ট দিয়েছি।)

মানুষকে নৈতিক শিক্ষা না দিয়ে শুধু কিছু এন্টিবায়োটিক খাওয়ালে চুরেরা ভালো হয়ে যাবেনা!

নাহিদের ফাঁস করা প্রশ্ন দিয়ে যারা এ+ পেয়েছে তারা লেখা চোর হবেনা তো কি হবে?



সামুতে অনেক দিন ধরে আসিনা। আজকে ডু মেরে চক্ষু চড়াক গাছ। প্রায় সবগুলো আলোচিত পোষ্ট রাইট বাটন (কপি পেষ্ট) সম্পর্কে।
আমি বলব, সামু যদি একটি অপশন বন্ধ করে থাকে অপর দশটি অপশন খোলা আছে! (নিচের স্কিনশর্টের দিকে তাকান, ডেস্কটপ ভার্ষণ এবং সম্পর্ণ ফুল ভার্সণ মুডে কপি করে স্কিন শর্ট দিয়েছি।)

মানুষকে নৈতিক শিক্ষা না দিয়ে শুধু কিছু এন্টিবায়োটিক খাওয়ালে চুরেরা ভালো হয়ে যাবেনা!

নাহিদের ফাঁস করা প্রশ্ন দিয়ে যারা এ+ পেয়েছে তারা লেখা চোর হবেনা তো কি হবে?

সামুতে অনেক দিন ধরে আসিনা। আজকে ডু মেরে চক্ষু চড়াক গাছ। প্রায় সবগুলো আলোচিত পোষ্ট রাইট বাটন (কপি পেষ্ট) সম্পর্কে।
আমি বলব, সামু যদি একটি অপশন বন্ধ করে থাকে অপর দশটি অপশন খোলা আছে! (নিচের স্কিনশর্টের দিকে তাকান, ডেস্কটপ ভার্ষণ এবং সম্পর্ণ ফুল ভার্সণ মুডে কপি করে স্কিন শর্ট দিয়েছি।)

মানুষকে নৈতিক শিক্ষা না দিয়ে শুধু কিছু এন্টিবায়োটিক খাওয়ালে চুরেরা ভালো হয়ে যাবেনা!

নাহিদের ফাঁস করা প্রশ্ন দিয়ে যারা এ+ পেয়েছে তারা লেখা চোর হবেনা তো কি হবে?




সামুতে অনেক দিন ধরে আসিনা। আজকে ডু মেরে চক্ষু চড়াক গাছ। প্রায় সবগুলো আলোচিত পোষ্ট রাইট বাটন (কপি পেষ্ট) সম্পর্কে।
আমি বলব, সামু যদি একটি অপশন বন্ধ করে থাকে অপর দশটি অপশন খোলা আছে! (নিচের স্কিনশর্টের দিকে তাকান, ডেস্কটপ ভার্ষণ এবং সম্পর্ণ ফুল ভার্সণ মুডে কপি করে স্কিন শর্ট দিয়েছি।)

মানুষকে নৈতিক শিক্ষা না দিয়ে শুধু কিছু এন্টিবায়োটিক খাওয়ালে চুরেরা ভালো হয়ে যাবেনা!

নাহিদের ফাঁস করা প্রশ্ন দিয়ে যারা এ+ পেয়েছে তারা লেখা চোর হবেনা তো কি হবে?

সামুতে অনেক দিন ধরে আসিনা। আজকে ডু মেরে চক্ষু চড়াক গাছ। প্রায় সবগুলো আলোচিত পোষ্ট রাইট বাটন (কপি পেষ্ট) সম্পর্কে।
আমি বলব, সামু যদি একটি অপশন বন্ধ করে থাকে অপর দশটি অপশন খোলা আছে! (নিচের স্কিনশর্টের দিকে তাকান, ডেস্কটপ ভার্ষণ এবং সম্পর্ণ ফুল ভার্সণ মুডে কপি করে স্কিন শর্ট দিয়েছি।)

মানুষকে নৈতিক শিক্ষা না দিয়ে শুধু কিছু এন্টিবায়োটিক খাওয়ালে চুরেরা ভালো হয়ে যাবেনা!

নাহিদের ফাঁস করা প্রশ্ন দিয়ে যারা এ+ পেয়েছে তারা লেখা চোর হবেনা তো কি হবে?



সামুতে অনেক দিন ধরে আসিনা। আজকে ডু মেরে চক্ষু চড়াক গাছ। প্রায় সবগুলো আলোচিত পোষ্ট রাইট বাটন (কপি পেষ্ট) সম্পর্কে।
আমি বলব, সামু যদি একটি অপশন বন্ধ করে থাকে অপর দশটি অপশন খোলা আছে! (নিচের স্কিনশর্টের দিকে তাকান, ডেস্কটপ ভার্ষণ এবং সম্পর্ণ ফুল ভার্সণ মুডে কপি করে স্কিন শর্ট দিয়েছি।)

মানুষকে নৈতিক শিক্ষা না দিয়ে শুধু কিছু এন্টিবায়োটিক খাওয়ালে চুরেরা ভালো হয়ে যাবেনা!

নাহিদের ফাঁস করা প্রশ্ন দিয়ে যারা এ+ পেয়েছে তারা লেখা চোর হবেনা তো কি হবে?

সামুতে অনেক দিন ধরে আসিনা। আজকে ডু মেরে চক্ষু চড়াক গাছ। প্রায় সবগুলো আলোচিত পোষ্ট রাইট বাটন (কপি পেষ্ট) সম্পর্কে।
আমি বলব, সামু যদি একটি অপশন বন্ধ করে থাকে অপর দশটি অপশন খোলা আছে! (নিচের স্কিনশর্টের দিকে তাকান, ডেস্কটপ ভার্ষণ এবং সম্পর্ণ ফুল ভার্সণ মুডে কপি করে স্কিন শর্ট দিয়েছি।)

মানুষকে নৈতিক শিক্ষা না দিয়ে শুধু কিছু এন্টিবায়োটিক খাওয়ালে চুরেরা ভালো হয়ে যাবেনা!

নাহিদের ফাঁস করা প্রশ্ন দিয়ে যারা এ+ পেয়েছে তারা লেখা চোর হবেনা তো কি হবে?




২৭| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

আবু তালেব শেখ বলেছেন: মোবাইল/ট্যাব ডিভাইস থেকে "সিলেক্ট অল, কপি, পেস্ট " অচল করে রাখা হয়েছে।,,,,,হচ্চে তো

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৬

আরাফআহনাফ বলেছেন: ২৪ নং দেখুন।
আপনাকে ধন্যবাদ সাথে ধন্যবাদ সামুকেও, পাঠক পালস ধরতে পেরে তড়িৎ সমাধান দেয়ার জন্য।

২৮| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৯

উম্মে সায়মা বলেছেন: ফয়সাল ভাই, শায়মা আপুর মন্তব্য কোট করি :)

অপ্‌সরা বলেছেন: ঝানু না ছাই!!!!!!!!!!!

তার প্রমান এই বুদ্ধির নমুনা। একটা অপশান উঠানোর আগে মিটিং এ বসবে না!!!!!!!


এই অপশন উঠালে চোরের কি ক্ষতি আর নিজের বাড়ির লোকদের কি ক্ষতি এটা না ভেবেই দরজায় ইলেক্ট্রিক শক লাগায় রাখলো!!!!!!

যেন নিজের বাড়ির লোকও রোজ রোজ বাড়িতে ঢুকতে গেলে মরে আর চোর কস্মিন কালে আসলে মরে। এইদিকে বাড়ির লোকজন মরে ঝরে সব শেষ। ফাঁকা বাড়িতে চোরেরও উৎপাৎ নাই ! বাহ বাহ কি বুদ্ধির ঢেঁকি। যাঁতা। পাঁটা। নোড়া। শিল....... X((

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪০

আরাফআহনাফ বলেছেন: কপি/ পেস্টের সুযোগ ছাড়লেন না তাহলে!??? কোট করে দিলেন?
সুন্দর উদাহরন।

মন্তব্যে ধন্যবাদ জানবেন।

ভালো থাকুন অজস্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.