নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।

আরাফআহনাফ

আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই...

আরাফআহনাফ › বিস্তারিত পোস্টঃ

এই তুমি, শুনছো কী - ?

২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:১৫



এই তুমি, শুনছো কী ?

আমি চাই না আঁধার, চারপাশে আমার - চাই শুধু আলো
এই তুমি, শুনছো কী - ?

এক ঝড়ের রাতে
বাতাসের দাপাদাপিতে
উড়ে যায় সব কাগজ - ঘর করে এলোমেলো -
জানালাটা খুলে গিয়ে একপাশে
যেন বা দাঁড়ায়, সরে সলাজে
অগোছালো হয় সব - তছনছ হয়ে গিয়ে।
মোমদানির বাতিটা নিভু নিভু
হতাশায় নু্য়ে পড়ে, আবার প্রাণ পায় ফিরে
বারে বারে - আবার নুয়ে, আবার ফিরে।

দুচোখে দেখি সব,
ঘিরে অন্ধকার - আমাকে একাকী
আমি চাই না নিভে যাক সব আলো !
তাই -
বাড়িয়ে দু'হাত, করতল বন্ধনী
বাঁচাতে চাই আলোটাকে,
ঘিরে রেখে চারপাশ থেকে - সলতেটাকে
ঘিরে রেখে আলোটাকে।

এমনই করে -
আমি আছি ঘিরে, রেখেছি ঘিরে
আমার তুমিকে -
এই তুমি, শুনছো কী - ?
আমি চাই না আঁধার, চারপাশে আমার
চাই শুধু আলো
এই তুমি, শুনছো কী - ?



ছবি - গুগল থেকে।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:২১

শায়মা বলেছেন: অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি।

ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি!


এই কথাগুলি মনে পড়ে গেলো ভাইয়া......





যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে

জানি নাই তো তুমি এলে আমার ঘরে ॥

সব যে হয়ে গেল কালো, নিবে গেল দীপের আলো,

আকাশ-পানে হাত বাড়ালেম কাহার তরে?।

অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি।

ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি!

সকালবেলা চেয়ে দেখি, দাঁড়িয়ে আছ তুমি এ কি,

ঘর-ভরা মোর শূন্যতারই বুকের 'পরে ॥

২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৫

আরাফআহনাফ বলেছেন: তাই কী?!
হয়তো ঝড়, অন্ধকার,শুন্যতা এসবে মিল পেয়েছো কবিগুরুর সাথে - তাই এমন মনে হলো!

অনেক আগের লেখা (গত বরষায়) - কিছুটা এডিট করে প্রকাশ করলাম আজ।

পাশে থাকার জন্য ধন্যবাদ শায়মা - আপনাকে।

২| ২৫ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৩৩

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: মনোমুগ্ধকর, খুবই ভালো লাগলো আপনার কবিতা...

২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৭

আরাফআহনাফ বলেছেন: মাসুদুর রহমান (শাওন)আপনাকে অজস্র ধন্যবাদ ।
ভালো থাকুন - পাশে থাকুন, সুহৃদ।

৩| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে

২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৯

আরাফআহনাফ বলেছেন: কাজী ফাতেমা ছবিআন্তরিক শুভেচ্ছা জানবেন।

৪| ২৫ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:১৮

নেওয়াজ আলি বলেছেন: নিখুঁত কাব্য , ভালোলাগা অপরিসীম।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০০

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি, আপনাকে।
ভালো থাকুন।

৫| ২৬ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৩১

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০১

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর , আপনাকে।
ভালো থাকুন

সতত শুভ কামনা জানবেন।

৬| ২২ শে আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

উম্মে সায়মা বলেছেন: আরে বাহ! অনেক সুন্দর লিখেন তো। এসব প্রতিভা লুকিয়ে রাখেন কার জন্য? ;)

২০ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১১

আরাফআহনাফ বলেছেন:
অনেক দিন পর আপনার মন্তব্য দেখতে পেয়ে ভালো লাগলো।
কেমন আছেন আপনি?
"এসব প্রতিভা লুকিয়ে রাখেন কার জন্য?" - এইতো আপনার মত পাঠক/পাঠিকাদের জন্য।

ভালো থাকুন অজস্র।

৭| ১৭ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৫৫

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন! ছবি দুটোও সুন্দর।
ভাল কবিতা জনে জনে মনে মনে সংক্রমিত হয়ে পড়ে। এটাও তাই।
অনেক শুভকামনা রেখে গেলাম।

০৩ রা এপ্রিল, ২০২২ বিকাল ৩:২০

আরাফআহনাফ বলেছেন: আপনার শুভ কামনায় আবারো সিক্ত হলাম।
ভালো থাকুন সুপ্রিয় সুহৃদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.