নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন যাচ্ছে চলে, জীবনের নিয়মে।

আরাফআহনাফ

আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই...

আরাফআহনাফ › বিস্তারিত পোস্টঃ

সপ্তপর্ণী

১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৩




সপ্তপর্ণী,
এখন সময় নিকশ অন্ধকারের
আর তুমি বিলাও সুগন্ধ তোমার -
কী আশ্চর্য!
বুক ভার হয়ে আসে,
নি:শ্বাসের প্রয়োজনীয় অক্সিজেনটুকু যেন
শুষে নিয়েছো রাতের বাতাস থেকে,
নিজেকে বিলায়ে....।
চারপাশের এতো সুবাসিত স্নিগ্ধতা - চুপচাপ!
ত্রস্ত পায়ে সবাই গেছে সরে,
কেবল আমি দূরে সরে যেতে চাইনি!!

সপ্তপর্ণী,
তুমি রাতের ঘুমটুকু কেড়ে নিতে এসেছো
খোলা জানালায়,
মায়াবী চাঁদের আলোয় দেখি - দাঁড়িয়ে আছো
বাড়নো হাতে, রেখে হাত।
পাশে বসবে? - এসো, বসো!
না আসোনি - দূরে সরে গেছো!!
কেবল আমি দূরে সরে যেতে চাইনি!!!

সপ্তপর্ণী,
বুক ভারী করা সুগন্ধ বিলিয়ে
আজ কোথায় হারিয়ে গেলে?
দূর থেকে দূরেই থেকে গেলে - সপ্তপর্ণী।
কেবল আমি দূরে সরে যেতে চাইনি!
কেবল আমি দূরে সরে যাইনি!!

অনুভবে টের কী পাও-
কোনো এক ক্ষণিকে - ...........সপ্তপর্ণী?



ছবি: অন্তর্জাল

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৯

মেহবুবা বলেছেন: সপ্তপর্ণী অর্থাৎ ছাতিম ফুল, কি গাঢ় গন্ধ অথচ কেমন হালকা ছোয়া!

২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৪

আরাফআহনাফ বলেছেন: একদম ঠিক বলেছেন।

২| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা

২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৪

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ সুহৃদ।

৩| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন সুগন্ধী যুক্ত কবিতা মাশাআল্লাহ

২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৫

আরাফআহনাফ বলেছেন: মন্তব্যে প্রীতবোধ করছি।
ধন্যবাদ।

৪| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

এ পথের পথিক বলেছেন: খুব সুন্দর হয়েছে সপ্তপর্ণী

২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৬

আরাফআহনাফ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।

৫| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১০

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা

২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৬

আরাফআহনাফ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৬| ২১ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এবছর ছাতিম খুব নাম কামিয়েছে।

২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩১

আরাফআহনাফ বলেছেন: যারা পরিচিত এ ফুলের সাথে তাদের কাছে সে সবসময়ই সমাদৃত আবার অনেকের কাছে নাম, পরিচয়হীন এ ফুল।
তার আয়ুস্কাল খুব স্বল্প সময় - অথচ সরব উপস্থিতি - গাঢ় অথচ মোলায়েম!

মন্তব্যের জন্য ধন্যবাদ @মরুভূমির জলদস্যু

৭| ১১ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৪৪

খায়রুল আহসান বলেছেন: সপ্তপর্ণী- নামটাও কি সুন্দর!
স্নিগ্ধ, সুবাসিত ফুলের মতই হয়েছে আপনার এই কবিতাটি।
প্লাস। +

১৭ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:৪৬

আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ আপনাকে খায়রুল আহসান/

সপ্তপর্ণীর আরেকটা নাম ছাতিম (Devil's tree) - এ ফুলের ঘ্রাণ এতো ভারী যে বুক জমে যায়।
শুধু রাতেই সে তার সুবাস ছড়ায়।

আপনার কাছে লেখনি ভালো লেগেছে জেনে কৃতার্থ হলাম।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.