নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সপ্তপর্ণী,
এখন সময় নিকশ অন্ধকারের
আর তুমি বিলাও সুগন্ধ তোমার -
কী আশ্চর্য!
বুক ভার হয়ে আসে,
নি:শ্বাসের প্রয়োজনীয় অক্সিজেনটুকু যেন
শুষে নিয়েছো রাতের বাতাস থেকে,
নিজেকে বিলায়ে....।
চারপাশের এতো সুবাসিত স্নিগ্ধতা - চুপচাপ!
ত্রস্ত পায়ে সবাই গেছে সরে,
কেবল আমি দূরে সরে যেতে চাইনি!!
সপ্তপর্ণী,
তুমি রাতের ঘুমটুকু কেড়ে নিতে এসেছো
খোলা জানালায়,
মায়াবী চাঁদের আলোয় দেখি - দাঁড়িয়ে আছো
বাড়নো হাতে, রেখে হাত।
পাশে বসবে? - এসো, বসো!
না আসোনি - দূরে সরে গেছো!!
কেবল আমি দূরে সরে যেতে চাইনি!!!
সপ্তপর্ণী,
বুক ভারী করা সুগন্ধ বিলিয়ে
আজ কোথায় হারিয়ে গেলে?
দূর থেকে দূরেই থেকে গেলে - সপ্তপর্ণী।
কেবল আমি দূরে সরে যেতে চাইনি!
কেবল আমি দূরে সরে যাইনি!!
অনুভবে টের কী পাও-
কোনো এক ক্ষণিকে - ...........সপ্তপর্ণী?
ছবি: অন্তর্জাল
২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৪
আরাফআহনাফ বলেছেন: একদম ঠিক বলেছেন।
২| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:০২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা
২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৪
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ সুহৃদ।
৩| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন সুগন্ধী যুক্ত কবিতা মাশাআল্লাহ
২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৫
আরাফআহনাফ বলেছেন: মন্তব্যে প্রীতবোধ করছি।
ধন্যবাদ।
৪| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৯
এ পথের পথিক বলেছেন: খুব সুন্দর হয়েছে সপ্তপর্ণী
২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৬
আরাফআহনাফ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন।
৫| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১০
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার কবিতা
২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৬
আরাফআহনাফ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
৬| ২১ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এবছর ছাতিম খুব নাম কামিয়েছে।
২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩১
আরাফআহনাফ বলেছেন: যারা পরিচিত এ ফুলের সাথে তাদের কাছে সে সবসময়ই সমাদৃত আবার অনেকের কাছে নাম, পরিচয়হীন এ ফুল।
তার আয়ুস্কাল খুব স্বল্প সময় - অথচ সরব উপস্থিতি - গাঢ় অথচ মোলায়েম!
মন্তব্যের জন্য ধন্যবাদ @মরুভূমির জলদস্যু
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৯
মেহবুবা বলেছেন: সপ্তপর্ণী অর্থাৎ ছাতিম ফুল, কি গাঢ় গন্ধ অথচ কেমন হালকা ছোয়া!