![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেক্স অর্থাৎ কামজ বিষয়টি স্পর্শকাতর বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয়। যদিও কোনো কোনো দেশে এই জৈবিক চাহিদাকে সহজ ভাবে নেয়া হয়েছে আবার কোনো কোনো দেশে নেয়া হয়েছে ঠিক তার উল্টো। সেক্স নিয়ে যাতে বাড়াবাড়ি না হয় সে জন্য কঠোর আইন প্রনয়নও করা হয়েছে বেশ কয়েকটি দেশে। তাছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এই জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করার জন্য আলাদা আলাদা বিধি-নিষেধ জারী করা হয়েছে। এরপরও কোনো কোনো দেশের আইন প্রণেতাগণ, ভিনদেশের ধর্মীয় আলেম, চিন্তাবিদগণ কামজ বিষয়টি আরো বেশি নিয়ন্ত্রণ করার নামে যে সমস্ত উদ্ভট আইন ও বিধি প্রনয়ন করেছে যা রীতিমত হাস্যকর। বিশ্বের এমনি কয়েকটি দেশের আইন প্রনেতা ও ধর্মীয় আলেমদ্বারা সৃষ্টি বিরোধী ও অসঙ্গতিপূর্ণ কামজ আইন নিয়ে আজ সন্মানিত ব্লগারদের সাথে শেয়ার করছি ।
১। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নয় কিন্তু তার অধীনে, প্রশান্ত মহাসাগরে অবস্হিত এমন একটি দ্বীপের নাম গুয়াম। এই গুয়াম দ্বীপটিতে আইনবলে কুমারী মেয়েদের বিয়ে নিষিদ্ধ। সেখানে কোনো কুমারী মেয়ে বিয়ের পিড়িতে বসতে চাইলে আইনুযায়ী অবস্যই তাকে কুমারীত্ব বিসর্জন দেয়ার জন্য কোনো পুরুষের কাছে যেতে হয়। এখানে এমন পেশাদার পুরুষ পাওয়া যায় যারা কুমারী মেয়েদের কুমারীত্ব নাশ করার বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করে থাকে।
২।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের আইনে কুমারী মেয়েদের সাথে সহবাস নিষিদ্ধ। এমনকি বিয়ের পর বাসর রাতেও স্বামী তার কুমারী বধুর সাথে সহবাস করতে পারবে না। তবে কুমারী মেয়ে কিভাবে তার কুমারীত্ব বিসর্জন দিবে এ বিষয়ে কোনো আইনী ব্যাখ্যা দেয়া হয় নাই যেমনটি দেয়া হয়েছে গুয়ামের কুমারী মেয়েদের বেলায়।
৩। লেবাননের পুরুষদের গৃহপালিত প্রাণীর সাথে যৌন সর্ম্পক সৃষ্টি করতে আইনগত কোনো বাধা নাই। তবে শর্ত হচ্ছে যে প্রাণীর সাথে যৌন সর্ম্পক সৃষ্টি করবে সেটি অবস্যই মাদী প্রজাতির হতে হবে অন্যথায় আইন ভঙ্গের কারণে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হতে পারে।
৪।মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মেষ বা ভেড়া সাথে যৌন সর্ম্পক স্হাপন করাকে বৈধতা দেয়া আছে। তবে যে ভেড়ার সাথে যৌন সর্ম্পক স্হাপন করা হবে কোনো অবস্হায় তার গোস্ত খাওয়া চলবে না। এই বিষয়ে ফতোয়ায় বলা হয়েছে " ভেড়ার সাথে যৌন র্চ্চার পর তার গোস্তু ভোজন করা হবে মারাত্মক গুনাহ "।
৫।বাহরাইনের আইনে স্ত্রীরোগ বিষরদগণ স্ত্রীলোকদের যৌনাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে। কিন্তু উত্তেজনার বশত কোনো দুর্ঘটনা না ঘটতে পারে সে জন্য আইন প্রণেতাগণ ডাক্তাদের সরাসরি যৌনাঙ্গ দেখা নিষিদ্ধ করে দিয়ে সে ক্ষেত্রে আয়না ব্যবহার করে প্রতিবিম্বের মাধ্যমে রুগীর যৌনাঙ্গ দেখা ও পরীক্ষা করার অনুমতি দেয়।
৬। ইসলাম ধর্মে মৃত ব্যক্তির জননেন্দ্রিয় দেখা নিষেধ। এমনকি যারা মৃত ব্যাক্তির গোসল ও দাফন কার্যে অংশ নিবে তাদের বেলায়ও একই শর্ত থাকবে। আর এই কারণে গোসল দেয়ার সময় লাশের জননেন্দ্রিয় এর উপর ইটের টুকরা কিংবা কাঠের টুকরা রেখে গোসল দেয়া হয়।
৭।কলম্বিয়ার কালী অঞ্চলের আইনে মেয়েদের বিয়ের পর স্বামীর সাথে তার বাসর রাত মায়ের উপস্হিতিতেই যাপন করতে হয়।
৮। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বৈদুতিক বাতি জ্বালিয়ে সহবাস করা আইনত দন্ডনীয়।
৯। যুক্তরাষ্ট্রের উতাহ রাজ্যে এম্বুলেন্স এর ভিতর মেয়েদের যৌন সম্ভোগ করা নিষিদ্ধ। যদি কোনো মেয়ে এ কাজ করতে গিয়ে ধরা পড়ে বা প্রমানিত হয় তাহলে আইনবলে সেই মেয়ের ছবিসহ সকল কুকীর্তি স্হানীয় পত্রিকায়
প্রকাশিত হয় পক্ষান্তরে পুরুষের বেলায় হচ্ছে "সাত খুন মাফ"।
১০। হংকং এ কামজ বিষয়ে ধর্মীয় বিধি-নিষেধ নাই । তবে কোনো স্ত্রী যদি মনে করে তার স্বামী তাকে প্রতারিত করেছে বা সে যদি প্রমান পায় তার স্বামী একজন ব্যভিচারী তখন সে কেবল তার নিজ হস্তে স্বামীকে খুন করতে পারবে পক্ষান্তরে একই অপরাধ যদি স্ত্রী করে থাকে তাহলে যে কোনো উপায়ে স্বামী তাকে খুন করতে পারবে।
১১। বলিভিয়ার সান্তা ক্রুজ এর আইনে একই সময়ে মেয়ে এবং তার মায়ের সাথে পুরুষের যৌন সম্ভোগ অবৈধ করা হয়েছে ।
১২ । কাপড়ের ভেতর দিয়ে লিঙ্গ খাড়া অবস্হায় দৃষ্টিগোচর হয় এ ধরনের পোষাক পরিধান যুক্তরাষ্টের আরিজোনা এবং উইসকনসিন এ নিষিদ্ধ করা হয়েছে ।
১৩। ইন্দোনেশিয়ায় হস্তমৈথুন করা একটি বিশাল অপরাধ এবং এই অপরাধ করার জন্য শাস্তি মৃত্যুদন্ড ।
১৪। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় মাছের সাথে পুরুষের যৌন সম্পর্ক করা অবৈধ ।
১৫। সিঙ্গাপুরে ওরাল সেক্স সম্পূর্ণ অবৈধ যদি পরবর্তিতে সেটি যোনি পথে সঙ্গম না হয় ।
সূত্রঃ ইন্টারনেট
২৮ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪৬
রামন বলেছেন: ৩য় পক্ষটি কে সেটি জানতে পারলে হয়ত বিষয়টি আরো ইন্টারেস্টিং হতো
২| ২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ১০:১৪
ফিরোজ-২ বলেছেন: জানলাম ............
২৮ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৭
রামন বলেছেন: এই অর্জনে আর একধাপ সামনে আগালেন
৩| ২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৩২
মুন্ডুহীন বলেছেন: ঘটলা বলেছেন: এদের আইন দেখে মনে হচ্ছে কাম বিষয়ক কর্ম-সম্পাদনে ওখানে ৩য় পক্ষের উপস্থিতি অনিবার্য!!
২৮ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৮
রামন বলেছেন:
৪| ২৮ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:১৩
আঁধার রাত বলেছেন: রামন নাকি রমন
২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:৩১
রামন বলেছেন: আপনার কি মনে হয় ?
৫| ২৮ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩০
মো. আদম শফিউল্লাহ বলেছেন: মানুষের মাথার আইন এর চেয়ে ভালো আর কি হতে পারে। উদ্ভট!!!
২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:৫৮
রামন বলেছেন: হুমম ,ধন্যবাদ।
৬| ২৮ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৪২
স্বপ্নাদিষ্ট বলেছেন: "যুক্তরাষ্ট্রের মিনেসোটায় মাছের সাথে পুরুষের যৌন সম্পর্ক করা অবৈধ ।"
--বৈধ হলেই বা কি হতো?
২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:৫৭
রামন বলেছেন: যারা এই আইন করেছে, তারাই ভালো বলতে পারবে
৭| ২৮ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
এস বাসার বলেছেন:
২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:৪৯
রামন বলেছেন: কি হলো ?
৮| ২৮ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫৬
শাহেদ৬৯ বলেছেন: যৌনতা একটা শিল্প , তাই শিল্পের বিকাশে .।.।.।.।.।।
২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:৫৫
রামন বলেছেন: যৌনতা একটি শিল্প ........সহমত এবং ধন্যবাদ।
৯| ২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:৩৭
ফাও প্যাচাল বলেছেন: ওয়ান-ইলেভেন মতিউর রহমান ও প্রথম আলোর সেই সব ভূমিকা
১০| ২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:৪০
নীল_পদ্ম বলেছেন: গুয়াম দ্বীপে যামু
২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১:৪৮
রামন বলেছেন: এই মন্তব্যের জন্যই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। গ্রাম বাংলার মেয়েদের বিয়ে নিয়ে আপনার লেখাটি এইমাত্র পড়ে আসলাম, ভেবে দেখুন গুয়ামের মেয়েরা বাংলার মেয়েদের চেয়েও বেশি অসহায় ।
১১| ২৯ শে অক্টোবর, ২০১০ রাত ২:০৯
নষ্ট ছেলে বলেছেন: আমি গুয়াম দ্বীপে গিয়া ফ্রি সার্ভিস দিতে রাজী আছি
২৯ শে অক্টোবর, ২০১০ রাত ২:৩২
রামন বলেছেন: হা হা হা ,কথায় আছে পুরানো পাগলে ভাত পায় না, নতুন পাগলে করে বায়না। ওই দ্বীপটি হচ্ছে আম্রিকান সেনাবাহিনীর ঘাটি, দ্বীপের লীজ ওরাই নিছে, রক্ষনা -বেক্ষণ তারাই করে , বাহিরের লোকের চান্স নাই
১২| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ৯:২৩
জাফর সািদক রুমী বলেছেন: আজিব দুনিয়া ।
০৫ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:২২
রামন বলেছেন: এই আজিব দুনিয়ায় কতই না আজিব আইন !!!!
১৩| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৪৬
আমি তুমি আমরা বলেছেন: জাফর সািদক রুমী বলেছেন: আজিব দুনিয়া
০৭ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৪৩
রামন বলেছেন: সেটাই তো দেখছি |
মন্তব্য রাখার জন্য আপনাকে ধন্যবাদ
১৪| ০৮ ই নভেম্বর, ২০১০ রাত ৩:৩১
হাসান মাহবুব বলেছেন: খাইছে!
০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:০৯
রামন বলেছেন: কে আবার কাকে খাইলো!
১৫| ০৮ ই নভেম্বর, ২০১০ রাত ৩:৪৪
মিরাজ is বলেছেন:
০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:১০
রামন বলেছেন:
১৬| ০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:২২
মারুফ হোসেন বলেছেন: কয় কী এইগুলা???
০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৩৯
রামন বলেছেন: কোনগুলা????
১৭| ০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:২৬
পারভেজ আলম বলেছেন: পবিত্র গাভী।
০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৪০
রামন বলেছেন: পবিত্র গাভী ? এইটা আবার কি ভাই ?
১৮| ০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ৮:৫৯
মারুফ হোসেন বলেছেন: সবগুলা।
১৯| ০৮ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:০২
পারভেজ আলম বলেছেন: হোলি কাউ
২০| ১৬ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০৩
ভাবুক ভাই বলেছেন: মো. আদম শফিউল্লাহ বলেছেন: মানুষের মাথার আইন এর চেয়ে ভালো আর কি হতে পারে। উদ্ভট!!!
@ লেখক, "মুসলিম সমাজে গোসল দেয়ার সময় লাশের জননেন্দ্রিয় এর উপর ইটের টুকরা কিংবা কাঠের টুকরা রেখে গোসল দেয়া হয়।" এই তথ্য কোথায় পেলেন???
১৭ ই নভেম্বর, ২০১০ ভোর ৬:২৭
রামন বলেছেন: আমি তথ্য কোথায় পেয়েছি সেটি পোস্টে দেয়া আছে , আর মৃত ব্যক্তির জননেন্দ্রিয় ঢাকতে কাঠের টুকরা বা ইটের টুকরা ব্যবহার করা যে অবৈধ বা হারাম এর সাপেক্ষে প্রমান থাকলে সেটি উপস্থাপন করুন।
২১| ১৭ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৪
ভাবুক ভাই বলেছেন: আমার জানা মতে মৃত ব্যক্তির জননাংগ চাদর দিয়ে ঢেকে গোসল দেয়া হয়। কাঠের/ইটের টুকরার ব্যপারটা হাস্যকর।
১৭ ই নভেম্বর, ২০১০ রাত ৮:০০
রামন বলেছেন: এইতো এবার লাইনে আসেলন। এখানে যে সমস্ত বিধি বিধান উল্লেখ করা হয়েছে তা সবই হাস্যকর।
২২| ২৫ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:১০
নীলতারা বলেছেন: হলি হাম্বা
২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১:৫৭
রামন বলেছেন:
২৩| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১:০৩
মোহাম্মদ গোলাম মোস্তফা বলেছেন: পবিত্র গাভী।
২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১:৫৬
রামন বলেছেন: গঠনমূলক কিছু বলেন ভাই , কিছু শিখি
২৪| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ২:০৩
আসিফ মুভি পাগলা বলেছেন: লা লিগার খেলা শুরু হয়ে গেছে । পোস্টে পেলাচ । পড়ে পড়ব । তাকে তুলে রাখলাম ।
৩০ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৩৯
রামন বলেছেন: যদিও আমি বার্সার তবুও এত বিশাল গোলের ব্যবধানে জয় আশা করিনি। আসলে বড় বড় ম্যাচগুলোতে গোলের ছড়াছড়ি হলে খেলার মজাই নষ্ট হয়ে যায় , এখানেও তাই হয়েছে । ধন্যবাদ ।
২৫| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ৯:২৬
আসিফ মুভি পাগলা বলেছেন: আমি তো চরম মজা পাইসি খেলা দেইখা । পোস্টটা পড়লাম । জানার আছে অনেক কিছু ।
০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ২:১৩
রামন বলেছেন: সেটাই, জানার তো কোনো শেষ নাই ।
২৬| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৩৭
সৌম্য বলেছেন: হতবম্ভ।
০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ২:১৫
রামন বলেছেন: পৃথিবীটা বড়ই বিচিত্র, দাদা
২৭| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৪০
আলিম আল রাজি বলেছেন: আমাকে ভক্ষনাইছে।
০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ২:১৬
রামন বলেছেন:
২৮| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০৯
ম্যাভেরিক বলেছেন: ইন্টারনেট এক মজার জিনিস! রাম-শ্যাম-যদু-মদু কোনোদিন হয়ত একটা কৌতুক লিখল এতে, আর কিছুদিন পর জ্ঞানীরা তাদের গবেষণার অভিসন্দর্ভে ফ্যাক্ট-রেফারেন্স হিসেবে সেটি লিখা শুরু করল। মজার ব্যাপার হচ্ছে, সেই রেফারেন্স দেখে রাম-শ্যাম-যদু-মদু নিজেই আবার তা সত্যিই বিশ্বাস করা শুরু করল।
০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ২:৪৬
রামন বলেছেন: সত্য কোনদিন চাপা থাকে না। আর যা অসত্য সেটা তো একদিন না একদিন প্রকাশ পাবেই সে যদু মধু ,রাম সাম বা আপনি আমি যেই লিখি না কেন। তবে জ্ঞানী ব্যক্তিরা যা কিছু লিখেন সেটি অকট্য প্রমানের উপর ভিত্তি করেই লেখেন, আর এখানেই যদু মধু, রাম সাম এবং জ্ঞানীদের মধ্যে পার্থক্য । ধন্যবাদ ।
২৯| ০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ২:৫৫
গিগাবাইট বলেছেন: ব্যাক্কল হইয়া গেলুম
০১ লা ডিসেম্বর, ২০১০ রাত ৩:০৭
রামন বলেছেন: এখনই জ্ঞান হারায়েন না , সামনে আরো অনেক কিছুই জানার আছে।
৩০| ২৫ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৮
মুরাদ-ইচছামানুষ বলেছেন: মজার পোস্ট।প্লাস।
২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:০১
রামন বলেছেন: বিনেদনমূলক
ধন্যবাদ।
৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:১০
ফারহান আহমেদ বলেছেন: পোলাপাইন কতো কিছু জানে রে
২৬ শে ডিসেম্বর, ২০১০ ভোর ৪:০৭
রামন বলেছেন: অনর্থক কিছু বলেন নাই, নতুন প্রজন্মের পোলাপানরা সবকিছুই দ্রুত জেনে যায়
৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:৩৩
কাউসার রুশো বলেছেন: পুরাই আজিব !!!
২৬ শে ডিসেম্বর, ২০১০ ভোর ৪:০৯
রামন বলেছেন: সেটাই , ধন্যবাদ ।
৩৩| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৪
মিনহাজ০০৭ বলেছেন: "যুক্তরাষ্ট্রের মিনেসোটায় মাছের সাথে পুরুষের যৌন সম্পর্ক করা অবৈধ ।
--বৈধ হলেই বা কি হতো?
০৯ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৫২
রামন বলেছেন: বৈধ হলে কি হইতো বা অবৈধ হওয়াতে কি লাভ হইছে এটা সেই দেশের আইন প্রণেতারা বলতে পারবে,
আমি তো ভাই আদা ব্যবসায়ী
৩৪| ১২ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৪
ডট কম ০০৯ বলেছেন: জানলাম
আরো জানতে চাই।
১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৪২
রামন বলেছেন: (ক ) হল্যান্ডে ১২ বছর বয়সী ছেলে মেয়েদের সাথে যৌন সম্পর্ক বৈধ। তবে এ ক্ষেত্রে অবশ্যই তাদের সম্মতি থাকতে হবে।
( খ ) বৃটেনের আইনে নানী / দাদী তাদের নাতিনদের সাথে যৌন সম্পর্ক সৃষ্টি করতে পারবে পক্ষান্তরে মেয়েরা তাদের নানা / দাদার সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে না ।
(গ ) থাইল্যান্ডে অন্তর্বাস ব্যতিত মেয়েদের রাস্তায় বের হওয়া আইনত দন্ডনীয়। আইন অমান্য কারীকে ১ম বারের জন্য অর্থ জরিমানা এবং একই অপরাধ পুনরাবৃত্তি করার জন্য কারাবাসের বিধান রয়েছে ।
( ঘ) যুক্তরাষ্ট্রের নেভাডায় কনডন ব্যবহার ব্যতিত যৌনসম্ভোগ অবৈধ।
৩৫| ১২ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:০৬
কালোকাক বলেছেন: ১ নাম্বারের পুরুষরা অনেক লাকী।
১৩ নম্বরের আইন যদি বাংলাদেশে চালু করত, তবে তরুণ প্রজম্ম বলে কিছু থাকতো না।
১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৫০
রামন বলেছেন: ভাই আপনারা তো সব দেশের আইন এ দেশে চালাতে চান কিন্তু ইসলামী আইনের বেলায় আপনাদের যত আপত্তি
৩৬| ১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১:৩২
বাবুই চড়ুই বলেছেন: ৬। ইসলাম ধর্মে মৃত ব্যক্তির জননেন্দ্রিয় দেখা নিষেধ। এমনকি যারা মৃত ব্যাক্তির গোসল ও দাফন কার্যে অংশ নিবে তাদের বেলায়ও একই শর্ত থাকবে। আর এই কারণে গোসল দেয়ার সময় লাশের জননেন্দ্রিয় এর উপর ইটের টুকরা কিংবা কাঠের টুকরা রেখে গোসল দেয়া হয়।
কইথিকা পাইছেন এইটা?
১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৫৮
রামন বলেছেন: কি থেইক্যা পাইছি সেটা তো পোষ্টে বলা হয়েছে
মৃত ব্যক্তির জননেন্দ্রিয় ঢাকতে কাঠের টুকরা বা ইটের টুকরা ব্যবহার করা যে অবৈধ বা হারাম এর কোনো সাপেক্ষে কোনো রেফরেন্স জানা থাকলে সেটা দেন।
৩৭| ১৩ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:০২
কামরুল হাসান শািহ বলেছেন: নষ্ট ছেলে বলেছেন: আমি গুয়াম দ্বীপে গিয়া ফ্রি সার্ভিস দিতে রাজী আছি
আমিও
১৩ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:২৪
রামন বলেছেন:
৩৮| ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৮
বাবুই চড়ুই বলেছেন: লেখক বলেছেন:
মৃত ব্যক্তির জননেন্দ্রিয় ঢাকতে কাঠের টুকরা বা ইটের টুকরা ব্যবহার করা যে অবৈধ বা হারাম এর কোনো সাপেক্ষে কোনো রেফরেন্স জানা থাকলে সেটা দেন।
হারাম কি হালাল এইটা নিয়ে তো কিছু বলিনাই।
ভাই লিখে তো রাখসেন সূত্রঃ ইন্টারনেট।
এইটা কেমনতর রেফারেন্স বুঝলাম না।
সুত্রঃ অক্সফোর্ড ডিক্সনারী লিখলেই কি হয়ে গেল?
আরও স্পেসিফিক সূত্র দেন।
আর আমার আপত্তির জায়গাটা আপনি মনেহয় ধরতে পারেন নি। কি দিয়ে ঢাকা হয় টা নিয়ে আমার কিছু বলার নাই, আমি বোল্ড করে দিয়েছিলাম জননেন্দ্রিয় কথাটা।
জননেন্দ্রিয় দেখা নিষেধ এইটা আপ্নারে কে বলল?
জননেন্দ্রিয় নয়, ঢেকে রাখা হয় 'সতর' তথা হাঁটুর নিচ থেকে নাভি পর্যন্ত (পুরুষের) জন্য।
শব্দটা হবে জননেন্দ্রিয় নয়, সতর। এইটা দেখা জীবিত বা ম্রিত যেকোনো অবস্থায় নিষিদ্ধ।
১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৩৫
রামন বলেছেন: আপনার কাছে আমার একটি সহজ ও সাধারণ প্রশ্ন,
মানুষের জননেন্দ্রিয় নাভীর উপরে থাকে না কি হাটুর নিচে থাকে ?
আশা করি এই উত্তরের ভিতরে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
যদি কোনো কারণে মৃত ব্যক্তির গোসলের সময় তার যৌনাঙ্গ ঢাকার জন্য কাপড় না পাওয়া যায় তাহলে কাপড়ের পরিবর্তে ইটের টুকরা বা কাঠের টুকরা ব্যবহার করা যাবে কিন্তু কখনই তাকে নগ্ন অবস্থায় গোসল দেয়া যাবে না । আশাকরি সহজ কথাটি বুঝতে পেরেছেন।
৩৯| ১৪ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৫৩
বাবুই চড়ুই বলেছেন: যদি কোনো কারণে মৃত ব্যক্তির গোসলের সময় তার যৌনাঙ্গ ঢাকার জন্য কাপড় না পাওয়া যায় তাহলে কাপড়ের পরিবর্তে ইটের টুকরা বা কাঠের টুকরা ব্যবহার করা যাবে কিন্তু কখনই তাকে নগ্ন অবস্থায় গোসল দেয়া যাবে না ।[/si
কথাটা মূল পোস্টে লিখে দিতে পারতেন।
ইসলাম ধর্মে মৃত ব্যক্তির জননেন্দ্রিয় দেখা নিষেধ। এমনকি যারা মৃত ব্যাক্তির গোসল ও দাফন কার্যে অংশ নিবে তাদের বেলায়ও একই শর্ত থাকবে।
আমি ভুলটা করলাম কোথায় যে 'সহজ ও সাধারণ প্রশ্ন' করে নিশ্চিত হতে চাইছেন? ইসলামে শুধু জননেন্দ্রীয় দেখা নিষেধ না, আগের মনতব্যে উল্লিখিত অংশও দেখা নিষেধ।
যাইহোক প্যাঁচাল করা আমার উদ্দেশ্য না, কোনরকম বিভ্রান্তি যেন না হয় [ভাবুক ভাই এর মন্তব্য দেখুন] তাই তথ্য সংযোজন করলাম মাত্র।
ভাল থাকুন।
১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৪৮
রামন বলেছেন: ধন্যবাদ
৪০| ১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১:২৯
সাইফ বাঙ্গালী বলেছেন: " ভেড়ার সাথে যৌন র্চ্চার পর তার গোস্তু ভোজন করা হবে মারাত্মক গুনাহ "।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বৈদুতিক বাতি জ্বালিয়ে সহবাস করা আইনত দন্ডনীয়।
বলিভিয়ার সান্তা ক্রুজ এর আইনে একই সময়ে মেয়ে এবং তার মায়ের সাথে পুরুষের যৌন সম্ভোগ অবৈধ করা হয়েছে ।
কাপড়ের ভেতর দিয়ে লিঙ্গ খাড়া অবস্হায় দৃষ্টিগোচর হয় এ ধরনের পোষাক পরিধান যুক্তরাষ্টের আরিজোনা এবং উইসকনসিন এ নিষিদ্ধ করা হয়েছে ।
ইন্দোনেশিয়ায় হস্তমৈথুন করা একটি বিশাল অপরাধ এবং এই অপরাধ করার জন্য শাস্তি মৃত্যুদন্ড ।
১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৫০
রামন বলেছেন: বুঝলাম কিন্তু আপনার কাছে কি নতুন কোনো তথ্য আছে ?
৪১| ১৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫০
আরাফাত হোসেন অপু বলেছেন: হা হা হা হা হা................
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৫১
রামন বলেছেন:
৪২| ১৬ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৫৯
Eisenheim বলেছেন: নাহ ইন্দোনেশিয়া দেখছি বসবাসের অযোগ্য একটা দেশ !!
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৫৯
রামন বলেছেন: না, না বসবাসের অযোগ্য কেন হবে!? প্রকাশ্যে না হলেই হলো
৪৩| ১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৭
অর্ফিয়াস বলেছেন: আম্রিকাতেও এমন সব ছাগল আইন আছে?
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:০৮
রামন বলেছেন: আম্রিকার আইনরে ছাগল বললেন ! জাউক গা আমার ব্লগে কইছেন ব্যাপার না , বাহিরে কইয়েন না , জানলে সি এই এ আর এফ বি এই দুই দস্যুরে পাঠাইব আপনারে ধরার লইগ্যা
৪৪| ১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১৮
সাইফ বাঙ্গালী বলেছেন: না ভাই, আইংুলো দেখে মজা পেয়েছি, ইমো দেখে ভূলবুঝবেননা প্লিজ।
১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:০৯
রামন বলেছেন: ওক্কে ওক্কে
৪৫| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:২১
রাজসোহান বলেছেন:
১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৪১
রামন বলেছেন:
৪৬| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:২৪
আম-আঁটির ভেঁপু বলেছেন: আরেকটা মজার তথ্য হইল, বিধবা বিবাহ যখন ভারতবর্ষে প্রথমবারের মত বৈধ ঘোষণা করা হয়, তখনকার আইন ছিল এইরকম: "যদি কোন নারী অক্ষতযোণী (সাধাসিধা কথায়, কুমারী) অবস্থায় বিধবা হয়, তাহলে তা প্রমাণ সাপেক্ষে যে পুনারায় বিবাহ করিতে পারিবে।" এখন, এই অক্ষতযোণী- পরীক্ষা কে করবে, সেই ব্যাপারে ছিল ব্যাপক কনফিউশন। তৎকালিন ধর্মধ্বজাধারী ব্রাহ্মণসমাজ বিনা পারিশ্রমিকে এই দায়িত্ব নিজস্কন্ধে নিতে ব্যাপক আগ্রহী ছিল।
১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৫৮
রামন বলেছেন: বিধবারা যখন বিয়ে করতে পারবে তখন কুমারী কথাটা আসছে কেন ? কুমারীদের বিয়ে করার ক্ষেত্রে কি গুয়াম দেশের মত শর্ত ছিল ?
তৎকালিন ধর্মধ্বজাধারী ব্রাহ্মণসমাজ বিনা পারিশ্রমিকে এই দায়িত্ব নিজস্কন্ধে নিতে ব্যাপক আগ্রহী ছিল।
একেবারে হাটে হাড়ি ভেঙ্গে দিলেন ! যাই লেখটা নয়া দিগন্ত এর ই- মেইলে দিয়া আসি
৪৭| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:২৭
আম-আঁটির ভেঁপু বলেছেন: আরেকটা তথ্য: যুক্তরাষ্ট্রের নেভাডা ছাড়া বাকি সব রাজ্যে যৌনব্যবসা বেআইনী। কিন্তু, স্ট্রিপ ক্লাব থেকে শুরু করে, অন্যান্য সব ধরণের যৌনসেবা, যেগুলোতে কোন penetration হয়না- সেগুলো বৈধ।
১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৫৯
রামন বলেছেন: আজব
৪৮| ১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৩:৪৮
আম-আঁটির ভেঁপু বলেছেন: আমার এক বন্ধু আপনার লেখা পড়ে প্রশ্ন করেছে: ৩ নম্বর আইনটির বেলায়, মেয়েদের ক্ষেত্রে নিয়ম কি?
১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:০৩
রামন বলেছেন: সম্ভাবত মেয়েদের ক্ষেত্রে কিছু বলা হয় নাই, আপনি বরং ৩৪ নং মন্তব্যটি দেখুন ।
৪৯| ১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:০১
রূম্পা হোসেন বলেছেন: কি আজব আইন রে বাবা!!!!!!!
১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:০৫
রামন বলেছেন: হুমম, সে রকমই কিছু
৫০| ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২০
নেটওয়ার্ক-এর বাইরে থেকে বলেছেন: গুয়াম দ্বীপে যামু ***পুরাই ফ্রীতে!!!
১৮ ই জানুয়ারি, ২০১১ ভোর ৬:২০
রামন বলেছেন: দ্বীপটা আম্রিকার বাহিনী লিজ নিছে, ওখানকার রক্ষনা বেক্ষনের সব দায়িত্ব
তাদের হাতে।
বাহিরের লোকের চান্স নাই
৫১| ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৫
নেটওয়ার্ক-এর বাইরে থেকে বলেছেন: ৩৮ নং-এর সাথে সহমত
১৮ ই জানুয়ারি, ২০১১ ভোর ৬:২২
রামন বলেছেন: কার সাথে , প্রশ্ন না উত্তরের সাথে?
৫২| ২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ২:৫২
শিহাদ বলেছেন: জানার আছে অনেক কিছু.....++++++++
২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:১৪
রামন বলেছেন: হুমম ,সেটাই। ধন্যবাদ ।
৫৩| ২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩৫
অনিরূদ্ধ বলেছেন: যুক্তরাষ্ট্রের মিনেসোটায় মাছের সাথে পুরুষের যৌন সম্পর্ক করা অবৈধ ।
২৬ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:৪২
রামন বলেছেন: অবাক হলেন যে বড় ! আপনি কি চান সেখানকার পুরুষরা এই যৌনাচারটি করুক !?
৫৪| ২৭ শে জানুয়ারি, ২০১১ রাত ১:১৩
বিষন্ন একা বলেছেন: প্রথম ছবিটা দারুন
২৭ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:৩১
রামন বলেছেন: কেবল ছবিটাই কি দারুণ, ভেতরে দেয়া তথ্যগুলো!?
৫৫| ২৭ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:৩৩
সাব্বির শাহরিয়ার বলেছেন: হায়রে, শিক্ষার কুন শেষ নাইক্কা।
২৭ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:৫১
রামন বলেছেন: শিক্ষার কুন শেষ নাইক্কা # # হাঁচাকথা
৫৬| ২৭ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:৩৭
ফটো পাগল বলেছেন:
২৭ শে জানুয়ারি, ২০১১ ভোর ৫:৫১
রামন বলেছেন:
৫৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ২:০২
maruf.tripoly বলেছেন: এইসব আইন পইড়া তো মাথাডা আউলাইয়া গেলো।
সৌভাগ্য ইন্দোনিশিয়ার আইনটা বাংলাদেশে নাই আর
দূর্ভাগ্য গুয়ামের আইনটাও বাংলাদেশে নাই ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৬:১৯
রামন বলেছেন: আসলেই আমরা বড়ই সৌভাগ্যবান
৫৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৫
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: বেশ কিছু আইন অবিশ্বাস্য মনে হয়।
১১ ই মার্চ, ২০১১ সকাল ৯:০০
রামন বলেছেন: অবিশ্বাস্য হলেও ঘটনা সত্যি
৫৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৮
আকাশের তারাগুলি বলেছেন: সঠিক রেফারেন্স দেন
১১ ই মার্চ, ২০১১ সকাল ৯:০১
রামন বলেছেন: কোনটির রেফারেন্স চান?
৬০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৬
রোবট ভিশন বলেছেন: ভাইজান, কিছু মনে কইরেন না, আপনি কি উপ্রের কোন আইনে ধরা খাইছিলেন নাকি??
আচ্ছা বাংলাদেশে উপ্রের কোন আইন টা প্রয়োগত হইলে ভাল হত বলে আপনি মনে করেন???
১১ ই মার্চ, ২০১১ সকাল ৯:১৬
রামন বলেছেন: আইন অমান্য করার প্রশ্নই আসে না, কারণ আমি সকল দেশের আইনকে শ্রদ্ধা করি।
বাংলাদেশে আইনগুলো প্রয়োগের পূর্বে ভালো না খারাপ হবে কিছুই বলা যাচ্ছে না
৬১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:০১
পৃথিবীর আমি বলেছেন: সৌভাগ্য ইন্দোনিশিয়ার আইনটা বাংলাদেশে নাই আর
দূর্ভাগ্য গুয়ামের আইনটাও বাংলাদেশে নাই ।
১১ ই মার্চ, ২০১১ সকাল ৯:৫০
রামন বলেছেন: সৌভাগ্য আর দূর্ভাগ্য নিয়েই এই আমাদের দেশ
৬২| ১১ ই মার্চ, ২০১১ সকাল ১০:২২
সার্থক বলেছেন: গুয়াম - নামেই যার পরিচয়।
১১ ই মার্চ, ২০১১ সকাল ১০:২৯
রামন বলেছেন: কি পরিচয় পেলেন , যদি একটু বলে যেতেন
৬৩| ১৫ ই মার্চ, ২০১১ রাত ১১:৫৩
সাহারিয়ার বলেছেন: osadaron ek post
১৮ ই মার্চ, ২০১১ ভোর ৫:০৭
রামন বলেছেন: ধন্যবাদ
৬৪| ২৬ শে মার্চ, ২০১১ রাত ১:৩২
মুসাফির রকস বলেছেন:
আমাদের দেশে কিছু লোক আছে তারা গুয়াম দ্বীপের শাখা বাংলাদেশে খুলতে চায়।
০৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:২৭
রামন বলেছেন: দেশে সাড়ে ১৬ কোটি জনসংখ্যার মত বিশাল জনগোষ্ঠির ভেতর থেকে কিছু লোকের এমন চাওয়াতে অবাক হবার কিছুই নেই।
৬৫| ২৭ শে মার্চ, ২০১১ সকাল ৭:১৯
আইয়ুব(ঢাকা) বলেছেন: গুয়াম দ্বিপের কোন ভিসা দেয় না?
০৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৩০
রামন বলেছেন: আবেদন না করলে কিভাবে বুঝবেন ভিসা দেয় বা না দেয়।
৬৬| ২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩১
গোধূলী বেলায়.. বলেছেন: হায় রে দুনিয়া। আরো কত কি যে আছে সামনে.....
২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৫
রামন বলেছেন: সেটাই , দেখার জন্য ও মোকাবেলা করার জন্য অপেক্ষা করতে হবে বই কি।
৬৭| ২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০৭
সাহাদাত উদরাজী বলেছেন: আপনার উপস্থাপিত বিষয় নিয়ে ব্যপক আলোচলা চলতে পারে!
ইতিমধ্যে দেখছি অনেক আলোচনা হয়ে গেছে!
২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৬
রামন বলেছেন: আলোচনার দ্বার তো রুদ্ধ হয়ে যায়নি।
৬৮| ২২ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১৩
আলাভী বলেছেন:
২৩ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩৭
রামন বলেছেন:
৬৯| ২৮ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:১৮
একলা চাঁদ বলেছেন: ওকে ওকে সকল আইনই মাইনা নিলাম
১০ ই মে, ২০১১ সকাল ৯:৩০
রামন বলেছেন: মানাটাই বুদ্ধিমানের কাজ
৭০| ০৯ ই মে, ২০১১ রাত ৯:৪৫
মারুফ০০২ বলেছেন: মজার তো...
১০ ই মে, ২০১১ সকাল ৯:৩১
রামন বলেছেন: মজারই বটে
৭১| ১৪ ই মে, ২০১১ ভোর ৬:২০
ean25 বলেছেন: গুয়ামের সন্ধি বিচ্চেদ করেন তাইলেই
১৪ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:১৩
রামন বলেছেন: করলাম , তো হইলোটা কি ?
৭২| ১৪ ই মে, ২০১১ ভোর ৬:৩৭
মহাসচিব বিশ্ব ব্লগ সংস্থা বলেছেন: কি কমুরে ভাই।
১৪ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:১৮
রামন বলেছেন: যা মনে চায় কইয়া ফেলান
৭৩| ১৪ ই মে, ২০১১ সকাল ৯:১৫
ভাবসাধক বলেছেন: মো. আদম শফিউল্লাহ বলেছেন: মানুষের মাথার আইন এর চেয়ে ভালো আর কি হতে পারে। উদ্ভট!!!
১৪ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:২১
রামন বলেছেন: মাথার আইন ! বড়ই জটিল
৭৪| ১৮ ই মে, ২০১১ সকাল ১০:৫১
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: ব্রাদার, আপনার এই লেখাটা ফেসবুকে আমার এক পেইজের Notes এ শেয়ার করতে চাই।
সেখানে আসল লেখক হিসেবে আপনার নামই উল্লেখ করা হবে, সাথে আপনার এই মূল লেখার লিঙ্কও দিয়ে দেয়া হবে।
অনুমতি কী দেয়া যায়??
১৮ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৩৬
রামন বলেছেন:
অনেকেই আমার লেখাগুলো ইন্টারনেটের বিভিন্ন সাইটে ছেপেছে, সেক্ষেত্রে তারা অনুমুতি নেয়ার মত ভদ্রতা জ্ঞানটুকু দেখায় নাই। আপনার ভদ্রতা আমাকে বিমুগ্ধ করেছে । অবশ্যই আপনি এই লেখাটি যেখানে খুশি শেয়ার করতে পারেন ।ধন্যবাদ ।
৭৫| ১৯ শে মে, ২০১১ সকাল ৮:৩০
নিয়ম ভাঙার কারিগর বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৭৬| ১৯ শে জুন, ২০১১ রাত ৯:৪৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:
২১ শে জুন, ২০১১ রাত ২:৪০
রামন বলেছেন:
৭৭| ২০ শে জুন, ২০১১ রাত ৮:৩৪
মুহাম্মদ ফয়সল বলেছেন: গুয়াম এর সন্ধি বিচ্ছেদ কি হইতে পারে..গু+আম নাকি গুয়া+আম.....বুঝতাছি না, মাথা আউলায় গেছে...
২১ শে জুন, ২০১১ রাত ২:৩৯
রামন বলেছেন:
ভাইরে, মাথা ঠান্ডা করেন, গুয়াম আম্রিকার, তারে বিচ্ছেদ করার চেষ্টা থেকে বিরত থাকেন, নাইলে টেরোরিস্ট ফমুলায় ফেলাইয়া "লাদেন খুজা" খুঁজবো আপনারে !
৭৮| ১৮ ই আগস্ট, ২০১১ রাত ২:০৮
সন্জু ৩০৭ বলেছেন: খুব কষ্ট পাইলাম।
এ দুনি্য়ার সবচেয়ে পুরোনো, এক্কেবারে আদিম কাজ, পেশা, প্রাপ্তি, প্রয়োজন যাই বলেন না কেন তা হল সেক্স।
ইহা ছাড়া কোন অবস্থাতেই দুনিয়া হত না।
আর তা নিয়া এতো আইন!!!!!!!!!!!
খুব ই কষ্ট পেলাম।
৩১ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৬:০০
রামন বলেছেন:
কি আর করবেন, আইন যখন তারা করেই ফেলেছে , তবে ভাববেন না , আইনেরও ফাঁক আছে
৭৯| ২২ শে আগস্ট, ২০১১ রাত ২:৫৬
গাজী মোহাম্মদ সায়ীদ বলেছেন: প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে চললাম।চাকরি এইবার একটা হইবই
।
৩১ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৬:০৪
রামন বলেছেন:
যান , তবে সাবধান ওখানে আম্রিকান আছে, পিছে না যেন সব খুইয়ে বসেন
৮০| ০১ লা নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৫
শরিফুল ইসলাম সীমান বলেছেন: গাজী মোহাম্মদ সায়ীদ বলেছেন: প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে চললাম।চাকরি এইবার একটা হইবই!
বাংলার সকল বেকার কি এইবার গুয়াম ট্রান্সফার হয়ে যাবে নাকি?
৩১ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৬:০৬
রামন বলেছেন: বেকারদের যদি শেষ সম্বল হারানোর ভয় না থাকে তবে চেষ্টা করতে দোষ কি ?
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:২৮
ঘটলা বলেছেন: এদের আইন দেখে মনে হচ্ছে কাম বিষয়ক কর্ম-সম্পাদনে ওখানে ৩য় পক্ষের উপস্থিতি অনিবার্য!!