নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রামন

রামন › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসের সেরা ৫০টি বই ( প্রথমপর্ব )

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৩৪



১. ওয়ার এন্ড পিস





২. ১৯৮৪





৩. ইউলিসেস





৪. দি ইলিয়াড এন্ড ওডেসি





৫. ডিভাইন কমেডি





৬. দি থাউস্যান্ড এন্ড ওয়ান নাইটস





৭. হেমলেট





৮.দি পিকচার্স অফ দোরিয়ান গ্রেই





৯. জ্যাকেল





১০. প্রাইড এন্ড প্রেজুডিস





১১. লেস মিজারেবল





১২. দি মেটামরফোসিস





১৩. ওয়ান হানড্রেড ইয়ার্স অফ সলিচিউড





১৪. দি ক্যান্টেরবোরি টায়েল্স





১৫ . আই ক্লাউডিয়াস





১৬ . ইন সার্চ অফ লস্ট টাইম





১৭. ইন কোল্ড ব্লাড





১৮. দি লর্ড অফ দ্যা ফ্লাইস





১৯. ফ্রান্কেনস্টাইন





২০. গ্রেট এক্সপেক্টেসন্স





২১. দি ম্যাজিক মাউন্টেন





২২. এ ডলস হাউস





২৩. দি ফিফট মাউন্টেন







২৪. গ্রেফ্স অফ ওয়ার্থ





২৫.দি সাউন্ড এন্ড দি ফিউরি



শেষ পর্ব

মন্তব্য ৩৯ টি রেটিং +২৪/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৩৬

ঈষাম বলেছেন: জানানোর জন্যে ধন্যবাদ :)

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:১১

রামন বলেছেন:
পোস্ট দেখার জন্য আপনাকেও ধন্যবাদ

২| ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৪৫

রোজেল০০৭ বলেছেন: সরাসরি প্রিয়তে.।.।.।.।

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:১২

রামন বলেছেন:
ধন্যবাদ রোজেল০০৭

৩| ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৪৯

নূর আদনান বলেছেন: ভাই ডাউনলোড লিংক কই ????????????????????????????

??????????????????????????????????????????????

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:১৬

রামন বলেছেন:
বইগুলোর সব কয়টি আন্তর্জাতিক ভাবে প্রসিদ্ধ , কষ্ট করে নেটে সার্চ দিলেই ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ২:৫৮

নিশাচর নাইম বলেছেন: প্রিয়তে নিলাম।পরে সময় করে লিংক বের করে ডাউনলোডাব।

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:১৭

রামন বলেছেন:
ধন্যবাদ আপনাকে ।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:০৬

সাদরিল বলেছেন: দুই নম্বরে থাকা বইটির লেখক জর্জ আরওয়েলের অনেক নাম শুনেছি।ওনার কোন বই কি বাংলায় অনূদিত হয়েছে?

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:১৮

রামন বলেছেন:
আমি অনেক খুজেছি কিন্তু পাইনি। ধন্যবাদ ।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:১৫

একেলাপথিক বলেছেন: প্রথম বইটাই আমার মাথার উপ্রে দিয়া গেছে ।
বাকিগুলা কিছু কিছু পড়ছি ।

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:৪৬

রামন বলেছেন:
বইটিতে রাশিয়ায় নেপোলিয়ান এর যুদ্ধ থেকে শুরু করে উনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রাশিয়ার ৫০ বছরের যুদ্ধের ইতিহাসে নানা উত্থান পতন বর্ণনা করা হয়েছে।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:১৭

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: ১। পড়া শুরু করেছিলাম ,শেষ করতে পারি নাই
৪। এইটার কথা অনেক শুনেছি ,ট্রয় নগরীর গল্প কি এর উপর ভিত্তি করে রচিত?
৭। পড়েছি
৮। পড়েছি ,এর উপর নির্মিত সিনেমাও দেখেছি
১১। পড়েছি , অনেক কস্টে চোখের জল আটকে রেখেছিলাম । এই বইটির উপর ভিত্তি করে পৃথিবীর সবথেকে ছোট চিঠির উদ্ভব হয়েছিলো
১৯,২০ পড়েছি।

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:৫৮

রামন বলেছেন:
বইগুলো পড়েছেন জেনে ভালো লাগলো।
হ্যাঁ, এই মহাকাব্যে ট্রয় নগরী এবং যুদ্ধের কথা লেখা আছে।ধন্যবাদ।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:২৪

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: আফসোস আমার প্রিয় লেখকের একটি বই ও নেই । আর জর্জ ওরোয়েলের এনিম্যাল ফার্ম লিস্টে থাকা উচিত ছিলো , আমার পড়া সেরা স্যাটায়ার

২৮ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:৫৯

রামন বলেছেন:
দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকুন , সেখানে হয়ত থাকতে পারে ।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১২ ভোর ৪:২৯

তৌফিকতুহিন বলেছেন: ধন্যবাদ,প্রায় গুলাই সংগ্রহে আছে।আমার প্রিয় জ্যাক লন্ডনের কোন বই লিস্টে দেখলাম না।২য় পর্বে আশা করি।সী উলফ,কল অভ দ্য ওয়াল্ড,হোয়াইট ফ্যাং ইত্যাদি বই হলো এমন স্বাদের।যা এখনো পাঠকদের সমান টানে।নিকোলাই অস্ত্রভস্কির ইস্পাত,দস্তভয়স্কির বঞ্চিত লাঞ্চিত, আরো আছে অসংখ্য।আসলে ভাল বইয়ের তালিকা ৫০ না,ঠিকমত করলে ৩০০ তেও শেষ হবে না।

২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:৫১

রামন বলেছেন:

আপনার পছন্দের বই তালিকাতে পাওয়া না গেলে সেটা যে সেরা বইগুলোর মধ্যে পরে না তা কিন্তু বলছিনা। মন্তব্যের ঘরে আপনার পছন্দের বই দেয়া আছে, বিচারের ভার না হয় পাঠকদের উপর ছেড়ে দিলেন ।

১০| ২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ৭:৩৩

গরম সিঙ্গাড়া বলেছেন: পাপ্রি (প্লাস + প্রিয়)

২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ৮:৫২

রামন বলেছেন:
ধন্যবাদ গরম সিঙ্গাড়া

১১| ২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:১৪

বিতর্কিত বিতার্কিক বলেছেন: ভালো পোস্ট।
চেষ্টা করব পড়ার আর কালেকশনে বইগুলো রাখতে।
ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৫

রামন বলেছেন:
আপনাকেও ধন্যবাদ

১২| ২৮ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:০১

মানবীরকস বলেছেন: প্রিয়তে।

২৮ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৪৩

রামন বলেছেন:
ধন্যবাদ মানবীরকস।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৩৬

কাউসার রুশো বলেছেন: সেবা প্রকাশনীর কারনে অনেকগুলো বই পড়া আছে
থ্যাঙ্কস টু সেবা :)

২৮ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫০

রামন বলেছেন:
যেখানে বইগুলো বাংলায় অনুবাদ পাওয়া যাবে এমন কোনো সাইট আপনার জানা আছে ?

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০৮

তৌফিকতুহিন বলেছেন: কি কথার কি জবাব!

৩০ শে জানুয়ারি, ২০১২ ভোর ৪:২২

রামন বলেছেন:
কেন আমার দেয়া জবাব আপনার মনোপুত হয় নাই কারণ আমি ঠিকই বুঝতে পেরেছি। আপনি নিজেই বলেছেন তালিকা করা হলে ভালো বইয়ের সংখ্যা ৩০০তে শেষ হবেনা। অতএব আপনাকে বুঝতে হবে ক্ষুদ্র পরিসরে দেয়া ৫০টি বইয়ের তালিকায় আপনার পছন্দের বই নাও থাকে পারে। যেখানে আমার নিজের পছন্দের ৫০ থেকে ৬০টি বই বাদ পরেছে ।

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫৭

জুন বলেছেন: অনেকগুলোই পড়া রামন এই পর্বের । আমাদের দেশের বেশীরভাগ অনুবাদে বইয়ের আসল মজাটা কেনো জানি বজায় রাখতে পারে না ।আসলেই সংক্ষিপ্ত করলে অনেক প্রিয় বই ই বাদ পরে যায়।
ভালো সংকলন।
+

০৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৬

রামন বলেছেন:
আপনি মূল বই এবং অনুবাদ দুটো পড়েছেন বলেই না পার্থক্য ধরতে পেরেছেন। তবে আমি এটাকে স্বাভাবিক ভাবেই দেখি যেহেতু অনুবাদ করা চাট্টিখানি ব্যাপার নয় এরপর আবার স্পানিশ ও ফরাসী ভাষায় হলে তো আর কথাই নেই ।দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি এটা ভেবেই বিষয়টি সহজভাবে নিতে হবে ।ধন্যবাদ ,জুন ।

১৬| ০৮ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৫৫

আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: ভালো লাগল

০৯ ই অক্টোবর, ২০১২ ভোর ৪:৫০

রামন বলেছেন:

পোস্ট দেখার জন্য ধন্যবাদ ।

১৭| ১৫ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৪৭

নিয়নের আলো বলেছেন: এই রকম একটা জিনিস খুব কাজে দিবে,ইনফ্যাক্ট খুজছিলাম।কয়েকদিন আগে থেকেই ভাবছি সময় করে বই কিনতে যাব।

ধন্যবাদ।

১৬ ই অক্টোবর, ২০১২ রাত ৩:৫১

রামন বলেছেন:
চেষ্টা করলে নেট থেকেও বিনামূল্যে বইগুলো সংগ্রহ করতে পারবেন । ধন্যবাদ ।

১৮| ১৬ ই অক্টোবর, ২০১২ রাত ৩:৫৭

জালিস মাহমুদ বলেছেন: :) :) :)

১৯| ১৯ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৫৪

তুষার আহাসান বলেছেন: ২২ তম ভাল লাগা সহ প্রিয় তে।

২০ শে নভেম্বর, ২০১২ ভোর ৪:৪২

রামন বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে।

২০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩

আমি তুমি আমরা বলেছেন: ++++

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৪

রামন বলেছেন:
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.