নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসার জয়গান

"In dying we are born to eternal lifeand fly as bird over the sea" " মৃত্যু মাত্রই আমরা জন্মি এক অমর জীবনে এবং সমুদ্দুর পথে উড়তে থাকি পাখিদের মতন।" www.deshbidesh.tk

মাসুদ চৌধুরী

ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। কিম্পিউটারের নতুন বিষয়গুলি ভালো লাগে।

মাসুদ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

মায়া মমতা

২১ শে মার্চ, ২০১০ বিকাল ৩:১৯



অনন্দ উল্লাসে ভরা মাতোয়ারা যৌবন

কেন থাকে না সজিব সারাজীবন।

বন্ধু বান্ধব আত্মীয় স্বজন

খোদার সৃষ্টি এই মহৎ বন্ধন

কেন থাকে না অটুট চির জীবন।



মায়া মমতার বন্ধন

পিতা-মাতা সন্তান-সন্ততি বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন

জরিয়ে রাখে সারাক্ষন।

কেন করি জীবনের মায়া

মোদের এই ক্ষণিকের জীবন।



মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২১

আবদুল মুনয়েম সৈকত বলেছেন: +

২২ শে মার্চ, ২০১০ সকাল ৮:১২

মাসুদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ
সৈকত ভাই

২| ২১ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৩৭

রেজোওয়ানা বলেছেন: বাহ, মাসুদ ভাইয়া; আপনি কবিতাও লেখেন!!
চমৎকার।

একটা ব্যাপার, মনে হয়"চির জীবন"হবে.......'চীর" হলে মানেটা ভিন্ন হয়ে যায়।

ভাল লাগলো, তবে শেষ লাইনটা একটু বোধহয় খাপছাড়া হয়ে গেল।

২২ শে মার্চ, ২০১০ সকাল ৮:২৩

মাসুদ চৌধুরী বলেছেন: রেজোওয়ানা আপা খুব ভালো লাগলো আপনার মন্তব্য আমি খুব খুশি হয়েছি আমি সফল ঠিক করে দিলাম। কবিতা লিখার চেষ্টা করছি। আপনার সহযোগীতা একান্ত দরকার।

৩| ২১ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৩০

িময়াজী বলেছেন: সাময়িক এ যৌবন
সাময়িক এ জীবন
হেথা আছ কিছুক্ষণ।
থাকবেনা চির জীবন,
তাইতো বলি বন্ধু স্বজন
কর পরকালের স্বাধন

২২ শে মার্চ, ২০১০ সকাল ৮:২৪

মাসুদ চৌধুরী বলেছেন: বাহ!!!
দারুন বলেছেন ভাই
ধন্যবাদ

৪| ২১ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৪৮

বাংল০০০ বলেছেন: বাহ্ ! চমৎকার , কবিতার মন্তব্য কবিতা দিয়ে।

২২ শে মার্চ, ২০১০ সকাল ৮:২৬

মাসুদ চৌধুরী বলেছেন: অত্যান্ত মূল্যবাদ মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.