![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়। কিম্পিউটারের নতুন বিষয়গুলি ভালো লাগে।
অনন্দ উল্লাসে ভরা মাতোয়ারা যৌবন
কেন থাকে না সজিব সারাজীবন।
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
খোদার সৃষ্টি এই মহৎ বন্ধন
কেন থাকে না অটুট চির জীবন।
মায়া মমতার বন্ধন
পিতা-মাতা সন্তান-সন্ততি বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন
জরিয়ে রাখে সারাক্ষন।
কেন করি জীবনের মায়া
মোদের এই ক্ষণিকের জীবন।
২২ শে মার্চ, ২০১০ সকাল ৮:১২
মাসুদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ
সৈকত ভাই
২| ২১ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৩৭
রেজোওয়ানা বলেছেন: বাহ, মাসুদ ভাইয়া; আপনি কবিতাও লেখেন!!
চমৎকার।
একটা ব্যাপার, মনে হয়"চির জীবন"হবে.......'চীর" হলে মানেটা ভিন্ন হয়ে যায়।
ভাল লাগলো, তবে শেষ লাইনটা একটু বোধহয় খাপছাড়া হয়ে গেল।
২২ শে মার্চ, ২০১০ সকাল ৮:২৩
মাসুদ চৌধুরী বলেছেন: রেজোওয়ানা আপা খুব ভালো লাগলো আপনার মন্তব্য আমি খুব খুশি হয়েছি আমি সফল ঠিক করে দিলাম। কবিতা লিখার চেষ্টা করছি। আপনার সহযোগীতা একান্ত দরকার।
৩| ২১ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৩০
িময়াজী বলেছেন: সাময়িক এ যৌবন
সাময়িক এ জীবন
হেথা আছ কিছুক্ষণ।
থাকবেনা চির জীবন,
তাইতো বলি বন্ধু স্বজন
কর পরকালের স্বাধন
২২ শে মার্চ, ২০১০ সকাল ৮:২৪
মাসুদ চৌধুরী বলেছেন: বাহ!!!
দারুন বলেছেন ভাই
ধন্যবাদ
৪| ২১ শে মার্চ, ২০১০ বিকাল ৫:৪৮
বাংল০০০ বলেছেন: বাহ্ ! চমৎকার , কবিতার মন্তব্য কবিতা দিয়ে।
২২ শে মার্চ, ২০১০ সকাল ৮:২৬
মাসুদ চৌধুরী বলেছেন: অত্যান্ত মূল্যবাদ মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১০ বিকাল ৪:২১
আবদুল মুনয়েম সৈকত বলেছেন: +