নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাই শুনতে,বলতে ও লিখতে !!!

রাইন অপরাজিত

অপরাজিত , সত্যজিৎ রায়ের সিনেমা থেকে নেওয়া।ভালোবাসি পড়তে ,আর মাঝে মাঝে একটু লেখার চেষ্টা , গান আমার খুব ভালো লাগে ,ইচ্ছে করে একা থাকতে । মানুষ ভালোবাসি ,চাই আরও মানবিক হোক মানুষ । হেমন্ত আর নজরুল আমার প্রিয় ,আর রবি ঠাকুরের সাথে চির বসবাস । তবে প্রেমিক মন ঠাই নেয় ঐ জীবনানন্দের কাছেই । ভালো থাকুক পৃথিবীর সকল জীব ।

রাইন অপরাজিত › বিস্তারিত পোস্টঃ

লাল ফুল

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০৫

“মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ”

তুমি এসেছিলে এই শহরে ।আমায় জানিয়েও ছিলে ,তবুও আমি দেখা করতে পারিনি তোমার সাথে । আমার মন একবার বলেছে “যা” আবার বলেছে “না” আমি কখনই ভাবিনি এমন সময়ও আসতে পারে এই জীবনে । তুমি ডাকলে আর আমি গেলাম না । এও কি হতে পারে ? আমি ভাবি শুধু ভেবেই যাই । মাত্র কয়েক মাস আগেও আমি ভাবতাম তুমি কি আসবে আবার এই স্মৃতিঘেরা শহরে ।আবার কি আমি পাব তোমার দেখা । কিন্তু আজ কি হল তুমি আমার এত কাছে তাও আমি পৌঁছতে পারছিনা । আমি তো কখনই এমন চাইনি ।সুব কিছু কেমন যেন হয়ে গেল । আজ তুমি চলে গেলে , তাও আমি পারলাম না তোমার কাছে যেতে ।কেন এমন হচ্ছে কেনই বা সব হারাচ্ছি আমরা ? আমি হারালাম তোমাকে কিন্তু তুমি কেন হারাচ্ছ নিজেকে ।আমি তো মেনেই নিয়েছিলাম সব কিছু সরল ভাবে হবে না ।তুমি যাতে খুশি ,তাতেই ভাল ভাবে থাক । আমি সবকিছু কিছু একটা মনে করে ফাইল বন্দি করে রাখব আর মাঝে মাঝে সেই ফাইল খুলে তোমার লেখা কবিতা পড়ব । মনে করব কোন এক বিদেশিনী এক গাদা প্রেমের কবিতা লিখে হাওয়া হয়ে গেছে ।আমি হারানো সংবাদ মনে করে সেটা পরছি আর লিখনেওয়ালির মুখ কল্পনা করছি

কি অবাক করা নাম তার “লাল ফুল” ।আমি ভাবি ?? এই ফুল কি গোলাপ নাকি কৃষ্ণচূড়া ?? লাল ফুল যখন তখন বোধহয় কৃষ্ণচূড়াই । আমি তোমাকে লাল টুকটুকে ভাবতেই ভালবাসি । তুমি আস আমার দুঃস্বপ্নে লাল শাড়ি আর একবাটি জঘন্য পাস্তা নিয়ে ।আমি কোনদিন পাস্তা খাইনা । খেতে ভালও বাসি না ।কিন্তু এখন খেতে চাই ।ঐ দিন জোর করেই খেয়েছিলাম । তুমি যখন বললে না খেলে পাশের ধানক্ষেতে সব ফেলে দেবে ।তখন সত্যি ভয় পেয়েছিলাম এর পর যদি ঐ বাটি দিয়ে আমার মাথায় বারি দাও । কিন্তু এখন আর ভয় পাইনা ,শুধু তোমাকে আর একবার চাইতাম ।কিন্তু কি হল এই সব ? তুমিই বল । সব সময় তো তুমিই সব ক্লিয়ার করতে আজ কেন তুমি চুপ ।

লাল ফুল ,শোন আমি তোমায় ভালবাসি

খুবই ভালবাসি

কিন্তু আজ আর বলার বল নেই

সব শেষ হয়ে গেছে।

আর লিখনা চিঠি, লিখনা ।

আমি আর পড়তে পারছিনা

আমি হারিয়ে গেছি ,যখন তুমিও গেছ ।

তুমি আসলেই পরবো ,প্লিজ আবার আগের মত ফিরে আস

একবার সাদা বিছানা থেকে উঠে দাড়াও ।

প্লিজ ।একবার

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: অনেক আকুতি ।

ভালো লাগলো +++++

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

রাইন অপরাজিত বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৯

রাজীব নুর বলেছেন: রক্ত জবা হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.