নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাই শুনতে,বলতে ও লিখতে !!!

রাইন অপরাজিত

অপরাজিত , সত্যজিৎ রায়ের সিনেমা থেকে নেওয়া।ভালোবাসি পড়তে ,আর মাঝে মাঝে একটু লেখার চেষ্টা , গান আমার খুব ভালো লাগে ,ইচ্ছে করে একা থাকতে । মানুষ ভালোবাসি ,চাই আরও মানবিক হোক মানুষ । হেমন্ত আর নজরুল আমার প্রিয় ,আর রবি ঠাকুরের সাথে চির বসবাস । তবে প্রেমিক মন ঠাই নেয় ঐ জীবনানন্দের কাছেই । ভালো থাকুক পৃথিবীর সকল জীব ।

রাইন অপরাজিত › বিস্তারিত পোস্টঃ

আইসিস এবং এন্টি-রাশিয়ান প্রপাগাণ্ডা ।।

১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৬

সিরিয়ায় রাশিয়ানরা হামলার পর থেকেই বাতসে একটা কথাই ভাসছে ,রাশিয়ানরা নাকি সিরিয়ায় বাশার বিরোধিদের উপর হামলা করছে ।কিন্তু মাত্র ২ মাস আগেই ইউএস বলেছে ,তারা সিরিয়ায় মধ্যপন্থিদের হারিয়ে ফেলছে, ফলে তাদের নতুন মধ্যপন্থি দরকার ।আসলে এই মধ্যপন্থিদের আসলে হচ্ছেটা কি ?? আসলে এই সব মধ্যপন্থি কারা ? এই মধ্যপন্থিরা হল এফএসএফ এর দলছুট লোক ,এদের মধ্যে দুর্নিতিবাজ লোকও আছে ।এই সব মধ্যপন্থিরা আবার দলত্যাগ করে নুসরা ফ্রন্ট এবং আইসিসেও যোগ দিয়েছে ।আর এদের মধ্যে আবার এমন লোকও আছে যারা আমেরিকার কাছ থেকে পাওয়া অস্রগুলো খূবই উচ্চমুল্যে আইসিসের কাছে বেচে দিয়েছে।
কিন্তু মজার বিষয় হচ্ছে , রুশ হামলা শুরু হবার পর থেকেই আমেরিকানরা বলে বলে হয়রান যে, রুশরা সাহসি মধ্যপন্তিদের উপর হামলা করছে ।অথচ তারাই কিছুদিন আগে বলেছিলো মধ্যপন্তিদের অস্তিত্ত নাই ।



আরও কিছু মজার তথ্য্,
##রুশরা সিরিয়ায় প্রথম হামলা করে ,সিরিয়ার দূর উত্তর পশ্চিমের চেচেন যোদ্ধাদের গ্রামে , যে চেনেনদের রাশিয়া চেচেনিয়াতেই শেষ করতে চেয়েছিলো ।এই চেচেনরা আবার বাশাররের সিরিয়ান আর্মির উপর আক্রমনও করেছিলো সো এটা একটা কমন টার্গেট ।
##রাশিয়ানরা এর পর হামলা চালায় ,জয়েশ আল শামস এর উপর
এছাড়াও রাশিয়ানরা সালামিয়া আশেপাশে হামলা চালিয়েছে , আইসিস নিয়ন্ত্রিত রাকা এয়ারবেসেও হামলা চালিয়েছে ।
আর সিরিয়ায় যে সকল রুশ স্থল সেনা রয়েছে তারা শুধু ঘাটি পাহারা দিচ্ছে।রাশিয়া সব সময় চায় স্থল অভিযান সিরিয়া আর ইরানই পরিচালনা করুক ।
মোটের উপর বলা যায় , রাশিয়ানরা শুধু আইসিস তাড়াতে আসে নি , তারা একটা ছাপ রাখতেই এসেছে ।যে ছাপ রাশিয়াকে আবার লাইমলাইটে আসতে হেল্প করবে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩১

মাঘের নীল আকাশ বলেছেন: ছাপ রাখার দরকার আছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.