![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপরাজিত , সত্যজিৎ রায়ের সিনেমা থেকে নেওয়া।ভালোবাসি পড়তে ,আর মাঝে মাঝে একটু লেখার চেষ্টা , গান আমার খুব ভালো লাগে ,ইচ্ছে করে একা থাকতে । মানুষ ভালোবাসি ,চাই আরও মানবিক হোক মানুষ । হেমন্ত আর নজরুল আমার প্রিয় ,আর রবি ঠাকুরের সাথে চির বসবাস । তবে প্রেমিক মন ঠাই নেয় ঐ জীবনানন্দের কাছেই । ভালো থাকুক পৃথিবীর সকল জীব ।
মনে হচ্ছে আজ আত্মহত্যা করি ।।
সামনে পূর্ণিমার আলোয় ঝলসে যাওয়া রাত আসছে
হাজার হাজার ফুল ঝরে পড়ার সময় আসছে
লাল লাল শাড়ি পড়ে একটি নারীকে গ্রহণ করার সময় আসছে
উন্মত্ত যৌবনে তরী ভাসিয়ে হারিয়ে যাবার সময় আসছে ।
তবুও তাও আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে ।
নিজের মাথার ভেতরের মগজটা গুলি করে উড়িয়ে দিতে ইচ্ছে করছে।
ভ্যানগগের মত চিনচিনে খুর দিয়ে নিজের কান দুটি কেটে প্রেয়সীর হাতে তুলে দিতে ইচ্ছে করছে
আজ আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে ।
জানি না কেমন হবে যখন ধীরে ধীরে অন্তের পথে আমি যাত্রা করবো ।
সে কি যৌবনের সুখের ন্যায় , নাকি হঠাৎ আগত কোনো সুরের ন্যায়
যাকে আমি ভালবাসি ।
তবে যাই হোক আজ রাতে আমি আত্মহত্যা করবো ।
নিশ্চিত এক তীক্ষ্ণ অনুভূতির অংশগ্রহন মূলক আচরন নিয়ে আজ আমি আত্মহত্যা করবো ।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সনেট কবি সাহেব এর সুরেই বলবো
আসলেই জটিল ভাবনা। জটিল কবিতা।। জটিল পরিস্থিতি
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫০
সনেট কবি বলেছেন: জটিল পরিস্থিতি!