নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Comillaweb

The First Online Newspaper of Comilla District

কুমিল্লা ওয়েব

[email protected]

কুমিল্লা ওয়েব › বিস্তারিত পোস্টঃ

কুবিতে আমারদেশ বন্ধ করে দিয়েছে ভিসি : শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভ

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮



কুবি প্রতিনিধি:–

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রী পাঠাগারে দেশের সবচেয়ে জনপ্রিয় প্রত্রিকা দৈনিক আমারদেশ পত্রিকা রাখা বন্ধ করে দিয়েছে ভিসি ড. আমির হোসেন খান। গত সোমবার তিনি সহকারী লাইব্রেরিয়ান তারিক ভুইয়াকে ডেকে দৈনিক আমারদেশ না রাখার জন্য বলা হয়। ফলে পরদিন মঙ্গলবার থেকে কেন্দ্রীয় পাঠাগারে শিক্ষার্থীরা প্রিয় পত্রিকা আমারদেশ না পেয়ে এ প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করে। এ ব্যাপারে সহকারী লাইব্রেরীয়ান তারিক ভুইয়ার কাছে জানতে চাইলে তিনি জানান উপরের নির্দেশে পত্রিকা রাখা বন্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় পত্রিকা হকারদের আমারদেশ বিক্রি না করতেও হুমকি দেয়া হয়েছে বলে জানায় হকাররা। তবে কে বা কারা হুমকি দিয়েছে তা প্রকাশ করেনি। সাদা দলের শিক্ষকরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন সত্যনিষ্ঠন সম্পাদক মাহমুদুর রহমান সত্য প্রকাশের বলিষ্ঠ সৈনিক। তাঁর সম্পাদনায় আমারদেশ এখন দেশের গণমানুষের পত্রিকায় রূপ নিয়েছে। ভিসি বিশ্ববিদ্যালয় পাঠাগার থেকে আমারদেশ বন্ধ করলেও শিক্ষার্থীদের সঠিক তথ্য থেকে বিরত রাখছেন। অবিলম্বে বিশ্ববিদ্যায় পাঠাগারে আমারদেশ রাখার দাবী জানান তাঁরা। বিশ্ববিদ্যালয়ের একাধীক কর্মকর্তা জানান, ভিসি পাঠাগার থেকে আমারদেশ বন্ধ করে হীনমন্যতার পরিচয় দিয়েছে। তারা আরও বলেন আমারদেশ সকল পাঠকের অন্তরে স্থান করে নিয়েছে। । এছারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পাঠাগারে আমারদেশ বন্ধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, কুমিল্লা সাংবাদিক সমিতিরি সভাপতি আমিনুল হক ও শাহজাদা এমরান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমিজ খানস প্রমুখ।





বৃহত্তর কুমিল্লার তাজা খবর পড়তে ..............

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: নয়াদিগন্ত তো আছে... অইডা পড়া আর আমার দেশ পড়া একই কথা।

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

কুমিল্লা ওয়েব বলেছেন: ঠিক আছে সবাইরে বইলা দেমু।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৬

মাক্স বলেছেন: শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: নয়াদিগন্ত তো আছে... অইডা পড়া আর আমার দেশ পড়া একই কথা।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫

পত্রনবিস বলেছেন: ও ভাই গাঞ্জা খাইয়া লিখসেন নি আমার ছোট ভাই তো অইখানে পরে টার কাছ থিকা তো অন্য কিছু শুনলাম

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০

কুমিল্লা ওয়েব বলেছেন: যারা গাঞ্জা খাইয়া পড়ে তারাই উলটা পালটা দেখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.