নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Tale of a migrant

We make a living by what we get, we make a life by what we give

উজ্বল নক্ষত্র

Would I ever have the cynosure I've been anticipating for...
Will I ever meet the luminary I long to meet with...
Lets see the journey goes on...

উজ্বল নক্ষত্র › বিস্তারিত পোস্টঃ

সাধু সাবধান...দুর্নীতি এখন ঘরে ঘরে। প্রসঙ্গ: বিয়ে..ইংল্যান্ডে অবস্হানরত পাত্র-পাত্রী

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৪০

গতবার যখন দেশে গিয়েছিলাম, তখন সামাজিকতার খাতিরে কিছু যোগ্য আংকেল আন্টির সাথে দেখা করার সুযোগ হয়েছিল। ছেলেদের ইংল্যান্ডে পাঠিয়ে আংকেল আন্টি ভালোই দিন কাটাচ্ছেন। এদের প্রোফাইল এন্যালাইসিস করলে বোঝা যায় খুবই সচ্ছল এবং ধনী মানুষ। বিপদ হল গিয়ে, ওনার বড় ছেলের জন্য বউ পাচ্ছেন না অথবা বলা চলে যোগ্য কন্যা পাওয়া যাচ্ছে না। উনার ছেলে আবার ৩৩ বছরে বয়সে পড়াশুনা শেষ করে স্হায়ী বসবাসের ইংল্যান্ডে অনুমতির অপেক্ষা করছেন।



আংকেলের খেয়াল এক বাপের এক মেয়ে বিবাহ করানো। উনি আবার ব্যাংক মেনেজার ছিলেন। বোঝতেই পারছেন ব্যবসাহিক হিসাবটা!



'ছেলেকে ৩০ অথবা ৩৫ লক্ষ্য টাকা দিয়ে পড়িয়েছি। ছেলে যতই অযোগ্য হোক না কেন, টাকাগুলোতো সুদে আসলে বের করতে হবে।'



যদিও খুলে বলেননি কিন্তু ব্যাপারটা আচ করা যায় যখন কিনা উনি আমার সাথে কিছু তথাকথিত যোগ্য পাত্রীর ইনফরমেশন শেয়ার করলেন। শুরুটা অনেকটা পাত্রীর বাবা এবং তাদের ধন সম্পত্তির কথা দিয়ে।



পরে আন্টি আবার চোখে চোখ রেখে বললেন উনার ছেলের বয়স এখনও ২৭ যখন আমি ভালো করেই জানি তিনি ৩২! আমি ভেবে পাই না মিথ্যা বলার প্রয়োজনটা!



এটা দুর্নীতি না হয়ে কি হতে পারে?



যাই হোক, আমি এই লেখার মাধ্যমে আপনাদের কাছে অনুরোধ করতে চায় এইরুপ ব্যবসার ফাদে পা না মাড়ানোর জন্য। যখন লন্ডন অথবা অন্যান্য দেশে/স্হানে অবস্হানরত পাত্র নিয়ে কথা হয়, নিম্নোক্ত বিষয়গুলোর দিখে নজর দিন।



১। পাত্রের / পাত্রীর সাথে একান্তে সরাসরি সাক্ষাত করুন



২। পাত্র / পাত্রী কি কর্মে আছেন তাহা দেশ থেকে অথবা অন্য কারো মাধ্যমে নিশ্চিত করুন।



৩। পা্ত্র / পাত্রী দেশ বিদেশে কোথায় পড়ালেখা করল তার খোজ নিন



৪। পড়ালেখা করে কি অবস্হায় আছেন তা বোঝার চেষ্টা করুন। মা-বাবা অথবা আত্নীয় সজনের চমকপ্রদ বিজ্ঞাপনে কান দেবেন না। কারন, আপনার মত উনারও প্রায় সময় বিদেশ বিভুইয়ে পথ মাড়ায়নি।



৫। অনেক সময় পাত্র 'পি এইচ ডি' অথবা ব্যারিস্টারি পড়ল সেটা বড় কথা নয়, সে ইহা দিয়ে কি করছে অথবা কি করবে তাহায় মুখ্য! অনেকে বৈদেশিক ডিগ্রীকে ডাল হিসেবে ব্যবহার করে থাকেন, কিন্তু ঠিক মত ইহা প্রয়োগ না করলে তাহার কি কোনো মূল্য আছে?



৬। আপনার লক্ষ্য ঠিক করুন। টাকা নাকি জীবন?



৭। ছেলে অথবা মেয়ের সাথে সরাসরি কথা বলুন এবং ভালোভাবে খোক খবর নিন।



৮। বাবা মায়ের সাথে কথা বলে দেখুন কোনো ব্যবসা/ধান্দার খেয়াল আছে কিনা?



লিস্টটা আপনাদের সহায়তায় আরো বড় করার ইচ্ছা আছে। অনুগ্রহ করে আপনার মন্তব্য/পয়েন্ট জানিয়ে দিন।



ধন্যবাদ...



[বি দ্র: এই লেখাটা মূলত বাংলাদেশ থেকে বাহিরে মাইগ্রেট করা ছেলে মেয়েদের নিয়ে...আপনার চেকলিস্ট পরিবর্তন হবে যদি ছেলে মেয়ের জন্ম বিদেশে হ।]









মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১০

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.