![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Would I ever have the cynosure I've been anticipating for...
Will I ever meet the luminary I long to meet with...
Lets see the journey goes on...
আমার একজন আপনজনের স্তনে একটি লাম্প অথবা টিউমার ধরা পড়েছে। উনি এখন চট্টগ্রাম শহরে আছেন।
যদিও এই সপ্তাহে উনি Dr Khondker A K Azad সাহেবের সাথে যোগাযোগ করবেন, আপনারা যদি পূর্ব অভিজ্ঞতার আলোকে কিছু উপদেশ দিতেন তাহলে চিকিৎসার প্ল্যানটা করা যেত।
আমি দুর্ভাগ্যবশত দেশের বাহিরে, এখনও বোঝতে পারছিনা পরবর্তী পদক্ষেপ কি হবে।
অনুগ্রহ করে নিচের বিষয়ে আপনার মতামত দিন:
১) চট্টগ্রাম অথবা ঢাকায় কোন Dr/hospitals আপনি সাজেস্ট করবেন?
২) যদি ক্যান্সার ধরা পরে, আপনি কি মনে করেন দেশের বাহিরে নিয়ে যাওয়া অত্যাবশক?
৩) এই ব্যপারে দেশে চিকিৎসা কি করিয়েছেন, তাহলে আপনার অভিজ্ঞতা কি রকম? কোনো উপদেশ/টিপস্?
৪) উনাকে কোন ধরনের বিশেষজ্ঞ দেখালে ভাল হয়?
দোয়া করবেন যাতে ক্যান্সার ধরা না পরে অথবা প্রাথমিক পর্যায়ে থাকে।
আপনাদের সাহায্যের জন্য আগাম ধন্যবাদ।
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫
উজ্বল নক্ষত্র বলেছেন: আপনার শ শুভকামনার জন্য অনেক ধন্যবাদ।
২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৫১
সিদ্ধার্থ. বলেছেন: আমার মা এর লাম্প ধরা পরেছিল । তারপর কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হমীয়প্যাথী নিয়ে যাওয়ায় ঠিক হয়ে যায় ।
আর আমার এক বন্ধুর মার লাম্প থেকে ক্যান্সার হয়ে গিয়েছিল ।ঠাকুর পুকুর ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট এ নিয়ে যাওয়া হয় ।একটি অস্ত্রপ্রচার এবং ১৩ বার কেমো সিটিং দিয়ে সুস্থ আছেন । তবে ওই ক্ষেত্রে একটি স্তন কেটে বাদ দিতে হয় ।
আপনার প্রশ্ন গুলির উত্তর জানি না । যেটুকু জানি সেটুকুই শেয়ার করলাম ।ধন্যবাদ ।
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৬
উজ্বল নক্ষত্র বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৩
শাহ আজিজ বলেছেন: কোন প্রকার কাটাছেড়া বা FNAC ,biopsy করতে দেবেন না । পেট স্ক্যান করে নিশ্চিত হন যে টিউমারে সেলের অস্তিত্ত আছে কিনা । যদি না থাকে খুব ভালো । যদি থাকে তবে সবচে ভালো কলকাতায় টাটা বা ঠাকুরপুকুরে অনকোলজিসটের সাহায্য নিন । তিনি নিশ্চিত হয়ে আপনাকে গাইড দেবেন প্রাক অপারেশনে কটা রেডিওথেরাপি আর কেমো দিতে হবে । সারজারী , রেডিও , কেমো বাংলাদেশেই হবে । পিজিতে নতুন পেট স্ক্যান এসেছে । রেডিওথেরাপি ইউনাইটেডে প্যাকেজ আছে ৬৫ হাজারের মত । কেমো রেনেসা জিগাতলা । কেমো বিদেশী দামী ও দেশী দুটোই আছে। তবে স্কয়ারে ডাঃ সেলিম রেজার পরামর্ষ নিতে পারেন। দরকারে নক করুন ।
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
উজ্বল নক্ষত্র বলেছেন: অনেক ধন্যবাদ।
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬
উজ্বল নক্ষত্র বলেছেন: আজিজ ভাই, biopsy না করলে ক্যান্সার সেলের অস্তিত্ব কি ধরা পরবে? উনার biopsy'র জন্য রেফার করেছেন ডা:। আল্ট্রাসাউন্ডও দিয়েছেন। দেশের বাহিরে নেওয়ার ব্যাপার কিছু জিনিস জানার ছিল। আপনার সাথে কি ই-মেইলে যোগাযোর করা যাবে?
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭
মনিরা সুলতানা বলেছেন: লাম্প যদি বিনাইন মানে ক্ষতিকারক না হয়ে থাকে তাহলে তো চিন্তার কারন নেই ছোট্ট একটা সার্জারী করিয়ে নিলেই হয়, তবে অবশ্যই বায়প্সি করাবেন।
আর সেলের অস্থিত্ব থাকলে আজিজ ভাইয়ের মন্তব্য এ ভালভাবেই উত্তর পাবেন। তবে কোন রকম কাটা ছেড়ায় জাবেন না।
বাংলাদেশের ব্যাপারে চিকিৎসার ব্যাপারে ধারনা নেই
একজন ক্যান্সারের রোগি শুরু থেকে আমার বাসায় ছিল বিধায় অভিজ্ঞতা হয়েছে।
১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
উজ্বল নক্ষত্র বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৬
শাহ আজিজ বলেছেন: বায়প্সি করানোরও সাথে সাথেই ভিতরে থাকা সেল ( যদি থাকে) রক্তের সাথে মিশে ছড়িয়ে পড়তে শুরু করবে। এটাকে বলে খুচিয়ে দেওয়া। আধুনিক চিকিৎসায় প্রথমেই পেট স্ক্যান করে সেল কোথায় আছে বা অজানা টিউমারের উপস্থিতি ধরা পড়বে। সারজন সিদ্ধান্ত নিতে পারবেন যে তিনি কি ভাবে আক্রান্ত স্থান রিমুভ করবেন। প্রথমেই রেডিয়েশন এবং দুই সাইকেল কেমো তারপর সার্জারি । এরপর বাকি কেমো ও রেডিয়েশন। আমি ইউনাইটেডে একজন রোগীকে পেয়েছি যিনি ঠাকুরপুকুর থেকে অ্যাডভাইস এনেছেন এবং রেডিয়েশন নিচ্ছেন। আগে এর ওর কাছে শুনেছি, ক'মাস আগে প্রথম কাউকে পেলাম যে বলল সব। তার কেমো ও রেডিয়েশন ডোজ পর্যন্ত ঠিক করে দিয়েছেন ডাক্তার। আমার হাতে করা পেট স্ক্যান প্রিন্ট ও পি ডি এফ ভার্সনে পি সিতে দেখতে পাচ্ছি সেল লাংস ও গলায় ছড়িয়ে পড়েছে। আশা করি বুঝতে পারছেন । ওখানে রেডিয়েশন দেয়া যায়না। আজ ১১তম কার্বোপ্লাটিন কেমোর তারিখ। যেহেতু আমাদেরও লাম্পস দিয়ে শুরু এবং ভুল পথে পরিচালনা আজ এখানে পৌঁছে দিয়েছে সেহেতু আপনি সাহায্য চেয়েছেন , আমিও চাইব আপনি ভুল পথে পা দেবেন না। [email protected]
৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০৬
শাহ আজিজ বলেছেন: আমি বলতে চেয়েছি যে বাওপ্সির জন্য শরীর কেটে মাংসের টুকরো সংগ্রহ ও পরীক্ষা যাতে বোঝা যাবে ওখানে সেলের অস্তিত্ব আছে কিনা। এই কাটাছেড়া করতে নিষেধ করছি।
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৯
আরজু পনি বলেছেন:
আপনার পোস্টটি পড়ার পর মনে হলো কিছুই তো জানিনা !
অথচ আগাম জানা থাকলে ভালো হয়...
মন্তব্যটা করলাম তাতে প্রথম পাতার সাম্প্রতিক মন্তব্যের ঘরে এই পোস্টের শিরোনাম দেখে যদি কেউ আসে কোন সহযোগিতা করতে...আপনার আত্মীয়ের জন্যে শুভকামনা রইল ।