নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামিক দেহ এবং বৈদান্তিক মস্তিস্ক

সিদ্ধার্থ.

.....

সিদ্ধার্থ. › বিস্তারিত পোস্টঃ

গল্প জোড়া

০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪১

হাতে চাঁদ







আমাদের পাড়ায় থাকত একটা ছোট ছেলে ।না আছে চাল না আছে চুলো।ছেলে টি নিজেও জানে না তার বাব মা কে..পাড়ার মা কাকিমা দের ফুট ফরমাস খাটত।.তার বদলে পেত খেতে ।খোলা আকাশ ছিল তার বাড়ি .. ছেলে টির হারাবার কিছু ছিল না।এরকম ভাবেই দিন চলছিল..একদিন পাড়ায় চুরি হলো ..সমাদ্দার কাকিমা এর নেকলেস !!সবার সন্দেহ গিয়ে পড়ল ওই ছোট ছেলে টির উপর ..এদিকে ছেলে টি কেও পওয়া যাছে না।অনেক খোজার পর তাকে একটা বকুল তলা থেকে পাওয়া গেল...কিছু তেই সে নিজের হাতের মুঠু খুলছে না।পাড়ার ভাদ্র লোকেরা বলল "সালা চোর..আর একেই নাকি আমরা আশ্রয় দিয়েছিলাম"..তারপর জোর করে তার হাতের মুঠু টা খুলে দেখি..একটা বকুল ফল..ছেলে টির ওই ছোট্ট হাতে যেন চাঁদের মতই দেখাচ্ছিল!! ...(গল্প টি ছোট বেলায় শোনা. )







শুভ দৃষ্টি







শুভ দৃষ্টি ঘটেছিল আমার এক পিসি র জীবনে ।ট্রেন এ তাকে বসতে দিয়ে জায়গা ছেড়ে দিয়েছিল একটা কালো লম্বা ছেলে ।যাবার সময় তার দিকে তাকিয়ে ছিল এক ঝলক ...সেই দৃষ্টি তার মনে গেথে যায় এমন যে প্রায় ১০ বছর পরে ধর্মতলার বাস গুমটির কাছে তিনি ছেলেটিকে দাড়িয়ে থাকতে দেখে আনন্দে কাদতে শুরু করেন ।কাদতে কাদতেই বাড়ি ফেরেন তিনি..স্নান সেরে সাদা কাপড় পরেন ..মাছ মাংস ছেড়ে দেন ..আসলে ১০ বছরের ব্যবধানে ওই ছেলেটির গৃহী থেকে গেরুয়া ধারী তে রূপান্তর হয়ে গেছে.।আমি যখন টালার বাড়ি ছেড়ে আসছি,তখন মায়ের ওই পিসি র চোখে দেখেছি এক অন্তর ভেদী দৃষ্টি যার দিকে বেশিক্ষণ তাকানো যায় না। (সত্য ঘটনা অবলম্বনে )



....এটাকে কি বলব?প্লেটনিক ভালবাসা ?আমি জানি না..তবে মনে হয় চওয়া পাওয়া র বাইরেও ভালবাসা থাকতে পারে .।.

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

সিদ্ধার্থ. বলেছেন: বছর দুয়েক আগে এই ব্লগেই লেখাটা প্রকাশ করেছিলাম ।তখন ওয়াচ এ ছিলাম ,তাই বিশেষ পাঠক পাই নি ।

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

নাদিয়া জামান বলেছেন: :-0 :-0

১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

সিদ্ধার্থ. বলেছেন: নাদিয়া কোমানিচি কি আপনার রিলেটিভ ? B:-)

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো গল্প জোড়া।

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

সিদ্ধার্থ. বলেছেন: বাহ ! গল্প লিখে আপনার কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার আনন্দই আলাদা ।অনেক ধন্যবাদ ।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

ডানাহীন বলেছেন: দুটো গল্প বা প্লটই সুন্দর .. বিকশিত হতে দিলে ভালো করতেন ।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২

সিদ্ধার্থ. বলেছেন: আসলে আমি গল্প লিখতে পারি না ।আপনিই এটাকে একটু বিকশিত করে ফেলুন না ।

৫| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

নীল ভোমরা বলেছেন:

হুম!....প্লট ভাল, সত্যি ঘটনা হলেও উপস্থাপনযোগ্য!....কিন্তু লেখার স্টাইলটা 'গল্প বলা'র স্টাইল না হয়ে ‌প্রবন্ধ টাইপ গদ্য হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়েছে.......... শুভকামনা!

১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৩

সিদ্ধার্থ. বলেছেন: : আসলে আমি গল্প লিখতে পারি না |

আপনার সমলোচনা ভালো লাগলো ।ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.