নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামিক দেহ এবং বৈদান্তিক মস্তিস্ক

সিদ্ধার্থ.

.....

সিদ্ধার্থ. › বিস্তারিত পোস্টঃ

ট্রান্স মিউজিক ,বিনাউরাল বিট এবং সান বার্ন ফেস্টিভাল ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

সপ্তদশ শতাব্দী তে পর্তুগিজ রা যখন গোয়া তে পা রাখা শুরু করলেন ,তখন তাদের সাথে তাদের নিজেস্ব গান ,নিজেস্ব খাবার ,এককথায় নিজের সংস্কৃতিও গোয়া তে আমদানি করলেন ।ফলাফল টা প্রাথমিক অবস্থায় ভালো ছিল না ।স্থানীয় বাসিন্দা রা তাদের প্রথমে ভালো চোখে দেখল না ,কিন্তু ধীরে ধীরে ভারতে আসা অনান্য মানুষ দের মতো তারাও ভারতীয়দের সাথে মিশে গেলেন ।পারস্পরিক সাংস্কৃতিক আদান প্রদান বাড়তে থাকলো ।ক্রমেই ভারতীয় আধ্যাত্বিকতা প্রভাব বিস্তার করলো পর্তুগিজ দের উপর ।শুরু হলো সাম বেদের মন্ত্র গুলি গিটার এবং ড্রামের সাথে গাওয়া ।এই ট্র্যাডিসন চলতে থাকলো ।এর সাত্থে যোগ হলো সাইকোলজিকাল এফেক্ট ।আধ্যাত্বিকতা,আধুনিক বাদ্যযন্ত্র ,সাইকোলজিকাল এফেক্ট মিলে মিশে যেটা দাড়ালো সেটা ১৯৬০ -৭০ এরকম সময়ে বিশ্বজুড়ে জনপ্রিয় হল ।তারই ফলশ্রুতিতে ১৯৯০ সালে জার্মানি তে এই নতুন ধরণের মিউজিকের খোল নালচে একটু আদল বদল করে যে মিউজিক টি তৈরি হলো তারই নাম ট্রান্স ।



পপ ,রক ,জ্যাজ ,ব্লুজ ,এর পরে সবচেয়ে নবীনতম মিউজিক জেনার হলো ট্রান্স ।ট্রান্স মিউজিকের ফর্মাল ডেফিনেসন হলো -

যার মধ্যে পৃথিবীর সুরেলা তম গানের(হাউস মিউজিক ) থেকেও বেশি সুর থাকবে ,আবার একই সাথে সবচেয়ে দ্রুততম তাল (বিটস ) থাকবে ।সাধারনত ১২০ টা বিট পার মিনিট এর বেশি হতে হয় ।



ট্রান্স এর উপর ধর্মের প্রভাব -মূলত হিন্দু এবং ইহুদি ধর্মের প্রভাব দেখা যায় ।



ট্রান্স এর মধ্যে একটা সাইকোলজিকাল ব্যাপার সব সময় ছিল ।একটা অদ্ভুত ঘোর লাগা পরিবেশ সৃষ্টি করে ।নিজেকে যেন অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় ।একই রিদম প্রথমে বিরক্তিদায়ক মনে হলেও পরে সেটাই মানিয়ে যায় ,আর বারবার শুনতে ইচ্ছে করে ।ট্রান্স এর জাদু সবচেয়ে ভালো ভাবে উপলব্ধি করা যায় যদি হেডফোনে শোনা যায় ।স্পিকারে সেই জাদুটা পাওয়া যায় না ।



এর কারণ টা লুকিয়ে আছে binaural beats এর মধ্যে ।ধরুন আপনি হেড ফোনে গান শুনছেন আপনার এক কানে যদি ৪০ Hz এর শব্দ তরঙ্গ আসে আবার অন্য কানে যদি ৫০ Hz এর শব্দ তরঙ্গ আসে ,তাহলে binaural beats হলো ১০ Hz(৫০-৪০)।তখন আমাদের মস্তিস্ক এই দুই ধরণের বিট কে মিক্স করে ফেলে ,এবং যা সেই ঘর লাগার মুখ্য কারণ ।আমাদের শরীর কে পুরোপুরি রিলাক্স করে দেয় এবং একটা স্বর্গীয় অনুভুতির সৃষ্টি হয় ।



তবে মনে রাখতে হবে binaural beats যেন ৩০ Hz এর বেশি না হয় ।তাহলে দুটো কানে আলাদা আলাদা দুটো বিট শোনা যাবে ।কোনরকম মিক্স হবে না ।

binaural beats অনেক রকমের হয় ।তরঙ্গের পার্থক্য অনুসারে আলফা ,বিটা ,গামা ।যখন ৭-১৩ Hz হয় তখন ওই বিট কে বলে আলফা বিট ।সাধারনত এই আলফা বিটই সবচেয়ে বেশি ব্যবহার হয় ট্রান্স মিউজিক এ ।



আমরা যখন ঘুমাই তখন ভোরের দিকে আমাদের চোখের মনি একদিক থেকে অন্য পাশে নাচতে থাকে ।একে বলে রেপিড আই মুভমেন্ট ।এই সময় আমাদের সারাদিনের চিন্তা ভাবনা র সলেউসান মস্তিস্ক অটোমেটিক করতে থাকে ।আলফা বিট এই রেপিড আই মুভমেন্ট এর সময় কাজ করে ।যা আমাদের প্রবলেম সল্ভিং পাওয়ার কে বাড়িয়ে দেয় ।



মোটামুটি এই হলো ট্রান্স মিউজিকের জাদুর রহস্য ।ট্রান্স নতুন ধরণের মিউজিক বলে এর পরিচিতি খুবই কম ।এটি ভারত,ইসরাইল ,জার্মানি ,আমেরিকা নেদারল্যান্ড এবং ব্রাজিল এ জনপ্রিয়



ট্রান্সের মূলত অনেক স্তর আছে ।তার মধ্যে চারটে প্রধান ।এত কিছু এক সাথে জানলে মাথা আউলিয়া যাবার যোগার হয় ।উদাসী স্বপ্ন ভাই এর একটা লিংক দিলাম ,ওখানে স্তর গুলো সম্পর্কে বিস্তারিত লেখা আছে ।

মন্তব্য ২৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২

সিদ্ধার্থ. বলেছেন: পোস্ট টা বড় হয়ে যাচ্ছে সামু তাই পুরোটা নিতে পারছে না ।বাদবাকি টা কমেন্টে ।

ভারতে গোয়ায় এশিয়ার সবচেয়ে বড় ট্রান্স ফেস্টিভাল টি হয় যার নাম সান বার্ন ফেস্টিভাল ।সাধারনত ডিসেম্বর মাসে হয় ।সারা পৃথিবীর ট্রান্স প্রেমীরা ভির জমান ।গোয়ার উন্মুক্ত বিচে এই ফেস্টিভাল টি হয় ।জোত্স্নার আলোয় গোয়ার মোহময় বিচ ,ট্রান্স মিউজিক ,হাতে বিয়ারের ক্যান (যদি আপনি পান করেন তো ;) )।সারা পৃথিবীর সব শ্রেনীর মানুষের সাথে আপনার দেখা হয়ে যাবে ।সান বার্ন ফেস্টিভাল এর কয়েকটা ছবি -








ইংলান্ডের বিখ্যাত ডিস্কো জকি পল অকেন্ফল্ড ২০১০ সালে সানবর্ন ফেস্টিভালে এসে ট্রান্স মিউজিক দ্বারা প্রবল ভাবে অনুপ্রানিত হন এবং পরে ফিরে গিয়ে একটি ট্রান্স এলবাম বার করেন যার নাম সামার সল্ট ।এইবার ওই এলবামই টাইটেল সং আপনাদের জন্য ।গানটিতে আলফা বিটের মিক্স রয়েছে ।
View this link

ট্রান্স মিউজিক আমার ব্যাগ্তিগত ভাবে সবচেয়ে পছন্দের মিউজিক ।লেখা টা ব্যাগ্তিগত অভিজ্ঞতা বেস ।কিছু কিছু জায়গায় বিভিন্ন ওয়েবসাইট এর সাহায্য নিয়েছি ।সানবর্ন ফেস্টিভাল এর ছবি গুলি ইন্টারনেট থেকে নেওয়া ।

ট্রান্স মিউজিকের অংশ বিশেষ হয়ত আপনারা সবাই শুনেছেন ।বিভিন্ন ডিস্কো জকি মাঝে মাঝেই এটা ব্যবহার করেন ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০

সিদ্ধার্থ. বলেছেন: কোন শব্দ তরঙ্গ কেমন ভাবে কাজ করে নিচে একটা চার্ট দেওয়া হলো ---


ফ্রিকোয়েন্সি পরিসীমা > 40 Hz

নাম গামা তরঙ্গ

সাধারণত যুক্ত থাকে- উচ্চতর মানসিক উপলব্ধি, সমস্যা সমাধান, ভয়, চেতনা এবং কার্যকলাপ সমেত
ফ্রিকোয়েন্সি পরিসীমা 13-39 Hz নাম বিটা তরঙ্গ সাধারণত যুক্ত থাকে- ব্যস্ত বা চিন্তিত চিন্তা
ফ্রিকোয়েন্সি পরিসীমা 13-39 Hz নাম আলফা তরঙ্গ
সাধারণত যুক্ত থাকে- রিলাক্সেশন (যখন জাগ্রত), ঘুমানোর আগে এবং পরে ,স্বপ্ন ,এবং রাপিড আই মুভমেন্ট ঘুম ।
ফ্রিকোয়েন্সি পরিসীমা 8-12 Hz নাম মউ তরঙ্গ
ফ্রিকোয়েন্সি পরিসীমা 4-7 Hz নাম থীটা তরঙ্গ
সাধারণত যুক্ত থাকে- গভীর ধ্যান / শিথিলকরণ,
ফ্রিকোয়েন্সি পরিসীমা <4 Hz নাম ডেল্টা তরঙ্গ
সাধারণত যুক্ত থাকে- ডিপ স্বপ্নহীন শরীর সম্বন্ধে অসচেতন ঘুম, আধ্যাত্বিক অনুভুতি ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

মাক্স বলেছেন: নাইস পোস্ট+++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯

সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ ।ভালো থাকবেন ।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার পোষ্ট। নেট স্পিডটা বাড়লে প্লাস দিয়ে যাব :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

সিদ্ধার্থ. বলেছেন: আপনি আমার সাথে সব সময় থাকেন । অশেষ ধন্যবাদ ।এইবার একটা গোয়ান ট্রান্স আপনার জন্য -

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

উদাসী স্বপ্ন বলেছেন: আর্মিন, গ্যারেথ এমরি, মার্কাস শুলজ এদের নাম বাদ গেল যে? ভাই, আর্মিন, গ্যারেথ এমরি, মার্কাস শুলজ এদের নাম বাদ গেল যে? গোয়া ট্রান্স আমার ভালো লাগে না। কেন যেনো মনে হয় এই সাব জেনেরাটা এখনো ডেভেলপ হয় নাই। আপনে যেই ট্রান্সের কথা বলছেন সেটার নাম গোয়া ট্রান্স। ট্রান্সের অনেক ফেস্টিভাল আছে তবে ইবিজা হলো ট্রান্সের স্বর্গ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

সিদ্ধার্থ. বলেছেন: আপনি আগে লিখে ফেলছেন । :-* ভালই হলো ট্রান্স এর একটা বন্ধু পাওয়া গেল ।আমি যখন সান বার্ন গিয়েছিলাম তখন বিখ্যাত ডি জে রাও এক বাক্যে স্বীকার করেছিল হিপি সংস্কৃতি আর গোয়া ট্রান্স, আধুনিক ট্রান্স এর মূল ভিত্তি ।যাই হোক আমি এখানে ট্রান্স এর সাথে পরিচয় করিয়ে দেবার চেষ্টা করেছি ।তাই আর বিখ্যাত ডি জে দের নাম টানিনি ।

গোয়ান ট্রান্স এখন অনেক পপুলার ।আপনাকে কয়েকটা ট্রান্স আপলোড করে দেব, শুনে দেখবেন ।ভান ব্রাউন আমার পার্সোনালি ফেবারিট ।তবে সামার সল্ট শোনার পর থেকে পল অকেন্ফল্ড ।ইবিজা তো স্বর্গ ।ইদানিং ইনফেকটেড মাশরুম শুনছি ।খারাপ লাগছে না ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

সিদ্ধার্থ. বলেছেন: আপনার জন্য We're Going to Ibiza!

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: প্লাস দিয়ে গেলাম :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২১

সিদ্ধার্থ. বলেছেন: :)

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

রিজভি মাহমুদ বলেছেন: আয় হায় যাক ইলেক্ট্রনিক ড্যান্স মিউজিক শুনে এমন মানুষ দের এখানে পেলাম :D

আমি একটা পোস্ট করসিলাম কিন্তু কেও কমেন্ট ও করলো না :( :P

(ই ডি এম) ইলেক্ট্রনিক ড্যান্স মিউজিক

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

সিদ্ধার্থ. বলেছেন: দুনিয়ার ট্রান্স প্রেমী এক হয় ।আপনাকে পেয়ে ভালো লাগলো ।

আপনার পোস্ট টা পরে আসলাম ।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
জোস পোস্ট।
কমেন্ট ১ এর ২য় ছবিটা অসাম ||

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩

সিদ্ধার্থ. বলেছেন: আপনাকে আরো কয়েকটা ছবি দিলাম ।দেখুন তো কেমন লাগে ।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

হাসান মাহবুব বলেছেন: ওহ দারুণ! এমন কিছু চাইতেসিলাম। +++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ হাসান দা ।এরকম কিছু আরো লেখার চেষ্টা করব ।

আপনাকে একটা কথা বলি ,আপনার লেখা "ডাইনোসরের ডানায় " এত ভালো লেগেছিল যে আপনার অনুমতি না নিয়েই আসিফ ভাই এর ওয়াল এ শেয়ার করেছিলাম ।পরে আসিফ ভাই ওটাকে "Bangladesh Secular Humanist Movement" এর পেজে শেয়ার করে ।আশাকরি, কিছু মনে করেন নি ।:)

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

কুন্তল_এ বলেছেন: জটিল পোষ্ট। বিশেষ করে binaural beats এর ব্যাখ্যাটা দারুণ লাগলো। +++

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

সিদ্ধার্থ. বলেছেন: থেঙ্কু কুন্তল এ |

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

অশান্ত পৃথিবী বলেছেন: !:#P !:#P !:#P

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৯

সিদ্ধার্থ. বলেছেন: !:#P !:#P !:#P

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৬

উদাসী স্বপ্ন বলেছেন: গোয়া ট্রান্স, আপলিফটিং ট্রান্স খুব একটা পছন্দের না। আমি সবসময় উচ্চ ভলিউমে শুনতে পছন্দ করি হেড ফোন বা বড় ডেক সেটে। সেক্ষেত্রে ড্রাম আর বেসের সিগনিফিক্যান্ট ৪/৪ বীট গুলোতে আমার সমস্যা হয়। আমার পছন্দের সাব জেনেরা হলো ভোকাল ট্রান্স, ড্রিম ট্রান্স, প্রোগ্রেসিভ, সাই কোর, ডার্ক, এম্বায়েন্ট, গ্লীচ, ডিএনবি, জাঙ্গল, অল্ট্রা কোর ট্রেন্স গুলো।

আর ডিজে হিসেবে এখন কয়েকজনের পডকাস্ট শুনি নিয়মিত যার মধ্যে এলি এন্ড ফিলা, গারেথ এমেরী, আর্মিন এর এসোট, মার্কার শুলজের গ্লোবাল ডিজে, এভিসির সিঙ্গেল (এর পডকাস্ট এখনো ততটা ভালো হয় না) ইত্যাদি। ইউকেএফ মাঝে মাঝে ব্রেক বীটে কাজ করে যেগুলো অসাধারন। মেটালের নতুন কিছুতে ভালো তেমন নেই তাই ইউকেএফে মাঝে মাঝে ঝুকি।

পল ওকেনফিল্ডের গত দুবছরের পারফরম্যান্স হতাশাজনক। এই বয়সে রবি রিভিয়েরা তার চেয়ে ভালো কাজ দেখাইতে পারছে। ডিজে ম্যাগাজিনের র‌্যান্কিং তার অবস্হা ভয়বা হ খারাপ। ওর বুংকা আর হাতে গোনা দুয়েকটা নোট ছাড়া কোনো কিছুই আর ভালো লাগে না।

আপনি গোয়া ট্রেন্স যখন শুনেন তখন ডাইমেনশন৫ এর ট্রান্স ডাইমেনশন শুনে দেখতে পারেন।

আর নীচের সিঙ্গেলগুলো শুনেছিলাম কিছু দিন আগে। দেখেন কমন পড়ে কি না..... এগুলো কোর গোয়া ট্রেন্স

Twina - Communicating On Some Level
A.K.D (After Kick Developments) - New Style Reverse
Mythospheric - Reflex
Fire Starter - B.C.O.B
Querox - When I Remember
Reverse - Out Of Body Experience
Hi Profile - Knowledge
Plasma Corp. - Time Warp
Drukverdeler & DJ Bim - Push It
Lyctum - The Eclipse (Feat. Sideform)
Aerospace And Sonic Sense - Global Warming
Time In Motion vs. Egorythmia - Far From Hell
Space Hypnose vs. Static Movement - Another World
Sonic Entity - Quantum
ManMachine - Elves
Digital Sun - Aphrodite
Pulsar & Source Code & Liquid Sound - Sea Tales (Original Mix)
Champa - Bingo Jingo

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩

সিদ্ধার্থ. বলেছেন: আসলে আমি একটা খুব সুন্দর গোয়ান ট্রান্স খুজছিলাম ,সেটা পেলে আপলোড করে আপনাকে শোনাব এই ছিল প্ল্যান ।তা আর হইলো না ,আমিও খুঁজে পেলাম না ।

আর্মিন এর এসোট, মার্কার শুলজের গ্লোবাল ডিজে, এভিসির সিঙ্গেল ....এই গুলা তো বস জিনিষ ।

কিন্তু ৪/৪ বীট এ ক্ষেত্রে তো হেড ফোন অসুবিধা করবার কথা না ।

আসলে আমি একটু স্পিরিচুয়াল ইফেক্ট ওয়ালা ট্রান্স পছন্দ করি ।এর জন্য ব্রাজিল এবং ইসরাইল এর অনামী ব্যান্ডেরও ট্রান্স শুনি ।

আপনার দেওয়া সবকটা কমন পরে নাই ।শুনে দেখি।
অনেক দেরিতে উত্তর দেবার জন্য দুখিত ।

১৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৫

মশামামা বলেছেন: খায়ালচে!!!!!

শায়মা বুড়ি আমার ফারামনিরে খায়ালচে!!!!

হালার নিকডাই খুলছিলাম এই জন্য। এখন এমুন চোক আমি কুনে পাই????????

সান্তনুরে গদাম দেয়া আমার এক সেকেন্ডের ব্যাপার আচিলো।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১

সিদ্ধার্থ. বলেছেন: এই ধরণের ব্যক্তিগত বিদ্বেষ মূলক কমেন্ট ঘৃনা করি । X((

১৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৩

এম হুসাইন বলেছেন: এই রকম আরও পোস্ট চাই। কারন এই রকম মৌলিক লেখার বড়ই অভাব আজ।

অসাধারন।
++++++++++++

২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪

সিদ্ধার্থ. বলেছেন: সেই কবে কমেন্ট করেছেন ।খুবই দুঃখিত ।

ধন্যবাদ ভ্রাতা ।শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.