![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন চলো নিজ নিকেতনে
সংসার বিদেশে বিদেশীরও বেশে ভ্রম কেন অকারণে।
মন চলো নিজ নিকেতনে।
বিষয়-পঞ্চক আর ভূতগণ সব তোর পর
কেহ নয় আপন। পরপ্রেমে কেন হয়ে অচেতন ভুলিছ আপনজনে
মন চলো নিজ নিকেতনে।
সত্যপথে মন কর আরোহণ, প্রেমের আলো জ্বালি চল অনুক্ষণ
সঙ্গেতে সম্বল রাখো পূণ্যধন গোপনে অতি যতনে
লোভ-মোহাদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বস্ব সমশন
পরম যতনে রাখোরে প্রহরী শম,দম দুইজনে
মন চলো নিজ নিকেতনে।
সাধুসঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম
পথভ্রান্ত হলে শুধাইবে পথ সে পান্থনিবাসী জনে।
যদি দেখ পথে ভয়েরও আকার
প্রাণপণে দিও দোহাই রাজার
সে পথে রাজার প্রবল প্রতাপ, শমণ ডরে যার শাসনে।
মন চলো নিজ নিকেতনে।
সংসার বিদেশে বিদেশীরও বেশে ভ্রম কেন অকারণে।
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫
সিদ্ধার্থ. বলেছেন: এটা তো আমার লেখা নয়|এটা ব্রাহ্ম গীতি |
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪
0গাংচিল বলেছেন: +++++++
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭
সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ ।তবে আমি শুধুই শেয়ার করেছি মাত্র ।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬
হাসান মাহবুব বলেছেন: চমৎকার! এইটা সুর দিয়ে ফেলেন!
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৭
সিদ্ধার্থ. বলেছেন: এটা একটা শতাব্দী প্রাচীন সুপার হিট বাংলা গান ।রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর যে (ব্রাহ্মধর্ম )ধর্মের প্রবর্তন করেছিলেন সেই ধর্মের গান ।এর জন্য এটাকে ব্রাহ্ম গীতি ও বলা হয়।এই গান পরবর্তী কালে স্বামী বিবেকানন্দ জনপ্রিয় করেন ।
View this link
গান টা অবশ্যই শুনেবেন ।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২
shfikul বলেছেন: +++
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮
সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ ।তবে আমি শুধুই শেয়ার করেছি মাত্র ।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭
*কুনোব্যাঙ* বলেছেন: শুধু কবিতাই নয় একটি সুন্দর ভাবনার বহিঃপ্রকাশ এখানে। অনেক ভালো লাগল। আশাকরি কোনদিন সুর সমেত একটি ডাউনোড লিংক পাব
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১
সিদ্ধার্থ. বলেছেন: কথা বলতেও ডরাই
না বলতেও ডরাই
মনে সন্দ হয়
পাছে তোমায় হারাই ।
হা -রাই
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩
সিদ্ধার্থ. বলেছেন: এই নেন ডাউনলোড লিংক ।
View this link
৬| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬
স্পাইসিস্পাই001 বলেছেন: +++
১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩
সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ স্পাইসিস্পাই001।তবে আমি শুধুই শেয়ার করেছি মাত্র ।
৭| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৭
স্পাইসিস্পাই001 বলেছেন: সিদ্ধার্থ দা আগের প্রো-পিক টা ভাল ছিল....
ধন্যবাদ .....ভাল থাকবেন...।
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৯
সিদ্ধার্থ. বলেছেন: কয়েকদিনের মধ্যেই আবার আগের প্রপিক নিয়ে আসবো ।শুভ কামনা ।
৮| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
শুকনোপাতা০০৭ বলেছেন: মন চলো নিজ নিকেতনে।
সংসার বিদেশে বিদেশীরও বেশে ভ্রম কেন অকারণে
চমৎকার..
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০
সিদ্ধার্থ. বলেছেন: শুকনো পাতার ভালো লেগেছে তা হলে ।
শুভ কামনা ।
৯| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২০
জুন বলেছেন: রবীন্দ্র নাথ নিজেও অনেকগুলো ব্রান্ম সংগীত লিখেছিলেন। রাজা রামমোহন রায় রায় সহ তারা অনেকেই তো তখন ঐ ধর্মের অনুসারী ছিলেন।
গানটা খুব সুন্দর সিদ্ধার্থ
+
১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫২
সিদ্ধার্থ. বলেছেন: হুম ,ঠিকই বলেছেন জুন দিদি ।এই গান টা শুনলে আমার কেমন সন্যাসী হয়ে যেতে ইচ্ছা করে ।
ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৯
দানবিক রাক্ষস বলেছেন: প্রথম ভাললাগা।
খুবই সুন্দর ভাই,
কবির প্রিতিভায় মুগ্ধ আমি।