নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামিক দেহ এবং বৈদান্তিক মস্তিস্ক

সিদ্ধার্থ.

.....

সিদ্ধার্থ. › বিস্তারিত পোস্টঃ

সামুর ইতিহাস জানুন ।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

ব্লগের প্রথম ক্যাচাল ।



প্রথম ভ্রমণ কাহিনী ।



প্রথম ভারত বিরোধী পোস্ট ।





প্রথম ধর্মীয় পোস্ট ।(ইসলাম )



প্রথম জামাতে ইসলাম বিরোধী পোস্ট ।



প্রথম পূর্ণ মাত্রায় রাজনৈতিক পোস্ট ।



প্রথম গান নিয়ে কোনো পোস্ট ।



প্রথম খেলা নিয়ে কোনো পোস্ট ।(দাবা )



প্রথম ভারত ভ্রমন নিয়ে পোস্ট ।(জামশেদপুর )



এবং প্রথম ধর্ম বিরোধী পোস্ট ।সামু ব্লগের প্রথম নাস্তিক এর দ্বিতীয় পোস্ট ।পোস্ট টা টাইটেল বিহীন ।সম্ভবত সামু এই একটি পোস্ট ই টাইটেল বিহীন ।পোস্টে লেখা ছিল -



বহূল প্রচলিত মন্তব্য বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ইতিহাস কি এমন সাক্ষ্য দেয়? এই দেশে নিয়মবেধে বাউল নিধন হয়েছে আশরাফ আতরাফ আর শ্রেনী বর্ণ গোত্র বিভাগ ধারণ করে এ কোন সম্প্রীতি? আর অভাব মানুষের শ্রেনীবোধ গিলে খায় তাই সর্বহারার কোন ধর্মপরিচয় নেই। আমাদের ধমর্ীয় সম্প্রীতি সর্বহারার যৌথলড়াই টিকে থাকার।



একই সাথে এটাই প্রথম বাম পন্থী পোস্ট ।



পোস্ট নিয়মিত আপডেট হবে |



আপডেট - প্রথম কবিতা পোস্ট ।



প্রথম জাফর ইকবাল কে নিয়ে পোস্ট ।



প্রথম বি এস এফ হত্যা কান্ডের পোস্ট ।খেয়াল করবেন যিনি পোস্ট দিয়েছেন তার ইউসার আই ডি "ইন্ডিয়া "।আর তার সব পোস্ট ই বি এস এফ বিরোধী ।



দাড়িপাল্লার কার্টুন এর কথা মনে আছে ?সামুর প্রথম ইসলাম নিয়ে কার্টুন ।

পোস্ট টি "কাজ নেই তো খই ভাজ" ব্যানারে প্রকাশিত হয়েছে ।



ভুল হলে ধরিয়ে দেবেন ।













মন্তব্য ৫২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

ববিজী বলেছেন: ধন্যবাদ, ভাল একটি পোষ্ট।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬

সিদ্ধার্থ. বলেছেন: এইডা ভালো !!! B:-)

ধন্যবাদ আপনাকে ।

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২২

এম হুসাইন বলেছেন: এত্ত ছোট কেন পোস্ট? :-* ;)

আপডেট করতে থাকুন।
++++++

শুভকামনা।
ভালো থাকুন।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৭

সিদ্ধার্থ. বলেছেন: করতে থাকব ।আসলে এখন অনেক সময় দিতে পারছি ।দেখি কতদূর কি হয় ।শুভ কামনা ।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩

লেজ কাটা শেয়াল বলেছেন: (y)&+

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

সিদ্ধার্থ. বলেছেন: প্রিয়তে এবং প্লাস ।
বুঝলাম ।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: +++++++++

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১

সিদ্ধার্থ. বলেছেন: আরো কয়টা দরকার ।আর দুটা দেবেন দাদা ?





থেঙ্কু

৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫

হাসান মাহবুব বলেছেন: আপনি একেবারে শেষপাতায় চলে গিয়ে একে একে সব পোস্ট পড়া শুরু করসেন! খাইসে! এরই নাম নেশা। সামুর নেশা। অন্য কোন ব্লগই এতটা নেশাময় না। আরো জিনিস এ্যাড করতে থাকেন। মেগাপোস্ট হৈব এইডা।

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩২

সিদ্ধার্থ. বলেছেন: আপনাকেও সাহায্য করতে হবেক ।আপাতত ২০০৫ শেষ করে ২০০৬ এর ফেব্রুয়ারী তে আছি ।দেখা যাক ।

৬| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদ্যোগ সামুর পথপরিক্রমা ,স্মৃতিমন্থনের দারুন একটা সুযোগ সৃষ্টি হলো।মহতী উদ্যোগে স্বাগত জানাই।

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯

সিদ্ধার্থ. বলেছেন: :)

৭| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা ব্যাপার। অপেক্ষায় আছি, দেখা যাক আর কি কি যোগ হয়। :)

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০

সিদ্ধার্থ. বলেছেন: আরো কিছু আজকে যোগ করব ।দেখি কি করা যায় ।

৮| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭

আল ইফরান বলেছেন: অনেক নতুন কিছু জানলাম :) :) :)
ভালো লাগলো :-B

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০১

সিদ্ধার্থ. বলেছেন: :)

৯| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯

s r jony বলেছেন: পোস্ট পর্যাপেক্ষনে রাখি। আপনেকে ধন্যবাদ এইরকম এইডিয়ার জন্যে

১০| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯

s r jony বলেছেন: পোস্ট পর্যাপেক্ষনে রাখি। আপনেকে ধন্যবাদ এইরকম এইডিয়ার জন্যে

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:২৮

সিদ্ধার্থ. বলেছেন: কিছু আপডেট করেছি ।ধন্যবাদ ।

১১| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮

রমনা টেক বলেছেন: আমি কি আর কমু। শুধু প্লাসই দিই।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৩০

সিদ্ধার্থ. বলেছেন: আপনার সেই হ্যান্ডসাম প্রপিক এর কি হল ?

১২| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৯

অচিন.... বলেছেন: + এন্ড প্রিয়

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৩১

সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ এন্ড থেঙ্কু

১৩| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

জুন বলেছেন:

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৩

সিদ্ধার্থ. বলেছেন: ছবির ক্যাপশন হবে "গীতাঞ্জলী যখন সিলিং এ "
কাকতালীয় তবে আজ পঁচিশে বৈশাখ ।ধন্যবাদ জুন দিদি ।

১৪| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০

চুক্কা বাঙ্গী বলেছেন: সামুর ইতিহাস জানতে পেরে ভাল লাগলো। অপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৪

সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ চুক্কা বাঙ্গী

১৫| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

অর্ণব আর্ক বলেছেন: একটা মেগাপোস্টের অপেক্ষায় রইলাম। এইটাকে আরো আপডেট করা হোক।
আর মডুদের দৃষ্টি আকর্ষণ করছি পোস্টটি নির্বাচিত করা হোক।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৫

সিদ্ধার্থ. বলেছেন: কিছু আপডেট করেছি ।আপনারাও একটু হাত লাগান ।

১৬| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

তানিয়া হাসান খান বলেছেন: ধন্যবাদ, ভাল একটি পোষ্ট।
প্রিয়তে এবং প্লাস ।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৫

সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ এন্ড থেঙ্কু

১৭| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৭

আমিনুর রহমান বলেছেন:

"কাজ নেই তো খই ভাজ" এর ব্যনারে আমিও একখানা পোষ্ট দিয়া যাই

প্রথম কবিতা পোষ্ট

কেউ কেউ অবশ্য এর আগে অন্যের কবিতা পোষ্ট করেছে কিন্তু এটা পোষ্ট দাতার নিজের কবিতা ছিলো।


পোষ্টে +++

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৬

সিদ্ধার্থ. বলেছেন: থেঙ্কু থেঙ্কু ।আরো একটু হেল্প করুন ।

১৮| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৬

নাজিম-উদ-দৌলা বলেছেন: প্রথম গল্প, প্রথম কবিতা এইগুলা তো দিলেন না।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৭

সিদ্ধার্থ. বলেছেন: প্রথম কবিতা দিয়েছি ।আসতে আসতে সব দিব ।

১৯| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৩

মামুন রশিদ বলেছেন: ভালো পোস্ট । আরো আপডেটের অপেক্ষায় থাকলাম ।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৮

সিদ্ধার্থ. বলেছেন: প্রথম আপডেট হয়েছে ।

২০| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮

মনিরা সুলতানা বলেছেন: পোস্ট এর সাথে থাকলাম ।। :)







০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৩৯

সিদ্ধার্থ. বলেছেন: থেঙ্কু ।দিল্লি তে কেমন গরম ?

২১| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: দারুণ ব্যাপার ! আপডেট করতে থাকুন! পোস্ট প্লাস সহ প্রিয়তে!

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৪০

সিদ্ধার্থ. বলেছেন: ওকে ।ওকে ।

২২| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২

আমি তুমি আমরা বলেছেন: সামুর ইতিহাস জানতে পেরে ভাল লাগলো।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৪২

সিদ্ধার্থ. বলেছেন: আপনি তো সামুর ব্যাপারে মেলা কিছু জানেন ।আপনি কিছু দিন না । :)

২৩| ১০ ই মে, ২০১৩ বিকাল ৩:৩৪

সোহাগ সকাল বলেছেন: হেহেহে!

সামুর প্রথম ব্যান খায় কোন ব্লগার?

১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:২১

সিদ্ধার্থ. বলেছেন: কঠিন প্রশ্ন ।উত্তর টা বলে দিন । :(

২৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২০

মশিকুর বলেছেন:
সাথেই আছি। আপডেট চলুক..

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩

সিদ্ধার্থ. বলেছেন: :)

২৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৫:৫৮

জানা বলেছেন: বাহ্‌, দারুণ উদ্যোগ। সামহোয়্যার ইন ব্লগের জন্মদিন উপলক্ষ্যে চমৎকার একটি উপহার হিসেবে এই পোস্টটি পুরনোদের স্মৃতিচারণে আনন্দ দেবে এবং নতুনদের সামহোয়্যারইন ব্লগ সম্পর্কে অনেক কিছুই জানতে সাহায্য করবে। সময় করে আবারও আসবো, কতখানি এবং কিভাবে পোস্টটি সমৃদ্ধ হচ্ছে তা উপভোগ করতে।

অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মঙ্গলময় হোক আমাদের যাবতীয় ভাবনা এবং কাজকর্ম। ভাল থাকবেন সিদ্ধার্থ. ।

২৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪২

জানা বলেছেন: অতীত বা ইতিহাসকে অস্বীকার করার কোন উপায় নেই। এই ব্লগটির জন্ম এমন একটি সময়ে যখন বাংলাদেশে টোটাল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বড়জোর দু'লক্ষ্য ছিল। আর 'ব্লগ' (অবশ্যই ইংরেজীতে, বাংলায় নয়) শব্দটি এদেশে হাতে গোনা ক'জনের জানাজানির মধ্যে সীমাবদ্ধ ছিল। 'সোশ্যাল মিডিয়া' বা সামাজিক মাধ্যমের ধারণা সেই সময় বাংলাদেশে আলোর মুখ দেখেনি। ঠিক এমন একটি সময়ে ২০০৫ সালে মাতৃভাষা বাংলায় পৃথিবীর সর্বপ্রথম কমিউনিটি ব্লগ সামহোয়্যার ইন এর জন্ম। বাংলাদেশের সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম হিসেবে মানুষের মত প্রকাশের পথ তৈরী করে দিল সামহোয়্যার ইন ব্লগ- এই গল্পটি পত্র-পল্লবে, ফুলে-ফলে, কন্টকে-যাতনায়, আনন্দ-বেদনায় দ্রুত বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষির মনে জোরালো ঠাঁই করে নিল------।

এটুকুই সবকথা নয়। এই প্ল্যাটফর্মটি মাথা উঁচু করে, শক্ত পায়ে দাঁড়াতে যাঁদের অবদান হীরন্ময়, তাঁরা হলেন ব্লগার। এরপর আরও অনেক অনেক কিছু। সামহোয়্যার ইন ব্লগ একটি বিশেষ গবেষনার জায়গা হিসেবে গড়ে উঠেছে অনেক আগেই। আপনার 'নেশা'র গভীরতা থাকলে ঠিকই আপনি এই বিস্তীর্ণ মুক্ত জায়গাটির কানায় কানায় পোঁছুতে পারবেন।

আপনার এই পোস্টটি একটি দায়িত্বশীল সফল পরিণতি পাক। শুভেচ্ছা।



২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ জানা । আমি বাংলা ব্লগ মূলত পড়তে শুরু করি ২০০৭-০৮ এর দিকে ।তখন আমি নেহাতই ছেলে ছোকরা ।এসেছিলাম লিখতে নয়, পড়তে ।জানতে এসেছিলাম বাংলাদেশীরা কেমন ভাবে চিন্তা করে ।মুখ্য উদ্যেশ্য ছিল সেটাই ।তারপর এ ব্লগ সে ব্লগ হয়ে সামুতে ।"মনের মানুষ " নিক নিয়েছিলাম শুধু কমেন্ট করবার জন্য ।তারপর খুঁজে পেলাম ইমন জুবায়ের আর হাসান মাহাবুব মতো লেখকদের ।ইমন জুবায়ের মহাশয় চিরদিনই হয়তো "আন্ডার রেটেড " হয়ে থাকবেন ।ওনার যথার্থ মূল্যায়ন হলো না ।আপনার কাছে আমার একটাই আশা ,সামুর জন্মদিনে ইমন জুবায়ের স্মৃতিতে যেন কিছু একটা হয় ।

সামু এগিয়ে যাক বাঁধ ভাঙার আওয়াজ হয়েই ।যুক্তি ,তর্ক,চিন্তাশীলতা ,মননশীলতার কেন্দ্রবিন্দু হয়ে ।
আবারো ধন্যবাদ ।ভালো থাকবেন ।

২৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৬

রাফা বলেছেন: সর্টকার্টে ব্লগের ইতিহাস জানতে সহায়তা করবে নতুন পুরোনো সবাইকে।

ধন্যবাদ,সিদ্ধার্থ- আপনার প্রচেষ্টার জন্য।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩০

সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ রাফা ..... শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.