নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামিক দেহ এবং বৈদান্তিক মস্তিস্ক

সিদ্ধার্থ.

.....

সিদ্ধার্থ. › বিস্তারিত পোস্টঃ

হিপোক্রেসীময় জগত ।X((:P;)

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬

হিপোক্রেসী -১

এম এফ হুসেন উলঙ্গ স্বরস্বতী একেছিলেন ।তার জন্য ভারত তারে কাতারে পাঠিয়ে দিল ,কিন্তু তসলিমা নাসরিন কে ভারতে আশ্রয় দিল ।X(



হিপোক্রেসী -২

ফ্রান্স বাক স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতার জন্য প্রসিদ্ধ ।সেখানে বরখা বা হিজাব পরা বেআইনি ।:-*



হিপোক্রেসী -৩

অস্ট্রেলিয়া তে প্রতি বছর ক্যাঙ্গারু মারা হয় নিয়ম করে ,অথচ অস্ট্রেলিয়ার লোকজন টাকা খরচা করে জাপানি দের তিমি মাছ মারা ঠেকায় ।:P



হিপোক্রেসী -৪

একই ঘটনা নেদারল্যান্ড এ ঘটে ।সেখানে ডলফিন মাছ মারা হয় উত্সব করে ,তবে তারা দাবি করে যে তারা পশু প্রেমী ।:P



হিপোক্রেসী -৫



আমেরিকায় প্রতি সপ্তাহে ২০০ মানুষ খুন হয় ।তারা আবার মুসলিম রাষ্ট্র গুলোকে টেররিস্ট আখ্যা দেয় ।X((



হিপোক্রেসী -৬

বাংলাদেশী ফেলানীর লাশ কাটাতারে ঝুলে থাকে ।আবার ২৮ জন বাংলাদেশী গ্রীসে গুলিবিদ্ধ হয় ।পার্থক্য -একটায় প্রতিবাদ হয় ,আরেকটায় হয় না ।;)



হিপোক্রেসী -৭



এই ব্লগের ব্লগার রা অরুন্ধুতী রয় কে নিয়ে মাতামাতি করে ,কিন্তু তসলিমা নাসরিন কে ডাস্টবিনে ছুড়ে দেয় ।B-)



হিপোক্রেসী -৮

বাংলাদেশীরা পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা চায় না ,কিন্তু কাশ্মীর এর স্বাধীনতা চায় ,ভারতীয় রা কাশ্মিরী দের স্বাধীনতা চায় না কিন্তু বেলুচিস্তানের স্বাধীনতা চায় ,পাকিস্তানিরা বেলুচিস্তান কিম্বা বাংলাদেশ কারুরই স্বাধীনতা চায় না ,কিন্তু ভারত চায় ।হিপোক্রেসির জীবন চক্র ।;)



হিপোক্রেসী -৯



ইসলাম আসলে শান্তির ধর্ম ।কিছু কতিপয় মানুষের কারণে ................:P:P।আমার প্রশ্ন -এই "কতিপয়" আসলে ঠিক কত জন ?



হিপোক্রেসী -১০



খ্রিস্টান রা দাবি করে মুসলিম রা টেররিস্ট ।কিন্তু ইতিহাস ঘটলে পওয়া যায় খ্রিস্টান দের হাত সবচেয়ে বেশি রক্ত রঞ্জিত ।X((



হিপোক্রেসী -১১



বৌদ্ধ রা (মহাযান )দাবি করে তারা নাকি প্রথাগত ইশ্বরে বিশ্বাস করে না ।অথচ তারাই বুদ্ধ কে ইশ্বর বানিয়ে পুজো করে ।:P



হিপোক্রেসী -১২



আপনি ১০ জন হিন্দু কে জিজ্ঞাসা করুন ,"আপনার ধর্ম গ্রন্থের নাম কি ?"-আমি সিওর ,আপনি দশ রকম উত্তর পাবেন ।:P:P











মন্তব্য ৪২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

মুহাম্মদ আশরাফুল আলম বলেছেন: আরে ভাই ভন্ডামী আছে বলেই তো বেঁচেঁ থেকে আনন্দ আছে।

২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

সিদ্ধার্থ. বলেছেন: হা হা হা ..........এই দেখুন সামুর ব্লগারদের ,এই পোস্ট টা এত লোক পড়ল ,কিন্তু কেউ কোনো কমেন্ট করছে না ।
এটাই মজা ।আসলে পুরো একমত ও হতে পারছে না ,আবার অস্বীকার ও করতে পারছে না ।
এই মজা টা দেখতেই আমি পোস্ট টা দিয়েছিলাম । B-))

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৪

জেনো বলেছেন: ভালোই তো বলছেন। 8-| 8-| 8-|

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০১

সিদ্ধার্থ. বলেছেন: এটা ব্লগার আর মডু দের উপর একটা সাইকোলজিকাল টেস্ট ছিল ।
টেস্ট টা সফল ।

যেমন ধরুন শুধু হিপোক্রেসী -৬ নিয়ে লিখলে এতক্ষণে আমার পোস্ট টা রিপোর্ট এর বন্যায় ভেসে যেত ।এমন কি ব্যান ও খাইতে পারতেম ।মজা টা এখানেই । B-))

৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: :) :) :)


+++++

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮

সিদ্ধার্থ. বলেছেন: থ্নেকু ,থেঙ্কু এবং ঠেঙ্কু !:#P

৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৫

এম হুসাইন বলেছেন: মাইরালা আম্রে মাইরালা......... =p~ :) ;)

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২০

সিদ্ধার্থ. বলেছেন: আমার ফাসি চাই .......আমার ফাসি চাই :-P

৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮

পরাবাস্তবতায় আটকে থাকা মানব বলেছেন: ভালো লিখসেন। একেকটা নিয়ে আলাদা আলাদা ভাবে পোস্ট দিতে পারেন :)

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৫

সিদ্ধার্থ. বলেছেন: আপনি কি আমার ব্যান চান ?

এগুলো নিয়ে আলাদা আলাদা করে লিখলে ধর্ম অনুভুতিতে আঘাত ,জাতীয়তাবাদ অনুভুতি তে আঘাত ,দেশের সার্বভৌমত্ব অনুভুতিতে আঘাত এরকম নানা অভিযোগে আমাকে ব্যান করা হইবেক ।

তবে আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত ।


৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২

হাসান রেজভী বলেছেন: ফাডাইলাইছেন ..... :)


+++++

২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০

সিদ্ধার্থ. বলেছেন: থ্নেকু ,থেঙ্কু এবং ঠেঙ্কু !:#P

৭| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হা হা হা পুরাই ফাডাইন্না পোস্ট!

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

সিদ্ধার্থ. বলেছেন: :D

৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১

হাসান মাহবুব বলেছেন: ওয়েল মেড পয়েন্টস!

০১ লা মে, ২০১৩ রাত ৯:১৩

সিদ্ধার্থ. বলেছেন: থেঙ্কু

৯| ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬

সায়েদা সোহেলী বলেছেন: যে যত বেশি চোখে ধুলো দিয়ে গলার জোরে নিজের মহৎ হউয়া প্রমান করতে পারবে সেই তত বেশি (.।.।.।.।.।)


ইহাকে হিপক্রেসি বলে না X( X( X( X( X( X(

০১ লা মে, ২০১৩ রাত ৯:১৪

সিদ্ধার্থ. বলেছেন: যে যত বেশি চোখে ধুলো দিয়ে গলার জোরে নিজের মহৎ হউয়া প্রমান করতে পারবে সেই তত বেশি ভন্ড ।

ইহাকে ভন্ডামি বলে ;)

১০| ০১ লা মে, ২০১৩ রাত ৮:৩৬

ফরিদ আলম বলেছেন: চরমভাবে ভালো লাগল।

০১ লা মে, ২০১৩ রাত ৯:১৬

সিদ্ধার্থ. বলেছেন: জানিয়া খুশি হইলাম ।
তা জনাব ,আমাদের ব্লগ তৈরির কথাবার্তার কি হলো ?

১১| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:৪৯

এরিস বলেছেন: ইউনিক টপিক। চলুন এক কাজ করি, পৃথিবীর নাম দেই হিপক্রেসি। এখানে হোমো সেপিয়েন্স থাকবেনা, সব থাকবে হিপক্রেট। লেখায় প্লাস। ( মিথ্যা কথা। প্লাস দিতে পারিনি। নেট স্লো) ++++++

০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:১৬

সিদ্ধার্থ. বলেছেন: আমরা সবাই হিপোক্রেট ।এটা সত্যি ।তবে কেউ নিজের টাও দেখতে পায় কেউ খালি অন্যের টা দেখে ।

এই বার প্লাস দিয়ে যান । B-))

১২| ০৩ রা মে, ২০১৩ রাত ৯:৫৫

ইমরাজ কবির মুন বলেছেন:
মারাত্মক

০৭ ই মে, ২০১৩ দুপুর ১২:১৭

সিদ্ধার্থ. বলেছেন: মারাত্মক সত্যি |

১৩| ০৮ ই মে, ২০১৩ সকাল ১০:৩৯

জুন বলেছেন: একদম পারফেক্ট। গৌতম বুদ্ধের কাহিনই তো অবাক করা বিষয়।

০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৪

সিদ্ধার্থ. বলেছেন: হ্যা ।জাতকের গল্প গুলো পুরোই আজগুবি ।তবে অনার জীবন আর জাতকের গল্প এক নয় ।

১৪| ০৯ ই মে, ২০১৩ বিকাল ৫:৫২

জুন বলেছেন: জাতকের জীবনি নয় আমি আপনার কথাটাই বলতে চেয়েছি। যে মুর্তি পুজোর বিরুদ্ধে নেমে নিজেই বড় মুর্তিতে পরিনত হলো আর পুঁজিত হচ্ছে আরো বিভিন্ন দেশে আরো সাড়ম্বরে ।

০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

সিদ্ধার্থ. বলেছেন: ওহ !! আমি ভুল বুঝেছিলাম ।থেঙ্কু জুন দিদি ।

১৫| ০৯ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার শেয়ার ।

১০ ই মে, ২০১৩ সকাল ১১:৩১

সিদ্ধার্থ. বলেছেন: :)

১৬| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:১০

কালা মনের ধলা মানুষ বলেছেন: হাহাহাহাহাহা

ভালো ধরসেন, মানতেও পারতাসিনা, আবার হজমও করতে পারতাসি না !!

১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:১১

সিদ্ধার্থ. বলেছেন: নাহ ! আপনি ধলা মনের মানুষ ।

১৭| ১৮ ই মে, ২০১৩ দুপুর ১:২৬

পুচকে ফড়িং বলেছেন:
হিপোক্রেসী -১৩


আম্রিকানরা রেপ কেসের আসামী রোমান পোলান্স্কিরে নিজের দেশে আশ্রয় দেয় আর জুলিয়ান অ্যাসান্জের রেপ কেসের বিচারের জন্য তার দেশে ফেরত পাঠাইতে চায়।

১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:১৭

সিদ্ধার্থ. বলেছেন: দেবেই তো ....উনি তো সব ফাস করে দিচ্ছিল ।

১৮| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:২৫

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল লিখছেন

হিপক্রেসিময় পৃথিবী

১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:১৮

সিদ্ধার্থ. বলেছেন: থেঙ্কু

১৯| ১৮ ই মে, ২০১৩ দুপুর ২:৪০

একজন আরমান বলেছেন:
ভালো গবেষণা।

আমরা কম বেশি সবাই হিপোক্রেট।

১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:১৯

সিদ্ধার্থ. বলেছেন: গো+ এষণা =গবেষণা

ঠিক

ধন্যবাদ ।

২০| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:২৬

ভাম_বেড়াল বলেছেন: মোটের উপর সহমত। হিপোক্রেসির শেষ নাই!

০৫ ই জুন, ২০১৩ রাত ৮:২৭

সিদ্ধার্থ. বলেছেন: হ্যা ।তবে সমাজ ব্যবস্থা উন্নত হলে হিপোক্রেসী কমে যায় ।ধন্যবাদ ।

২১| ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৪

মাঘের নীল আকাশ বলেছেন: এক বছর পরে পড়লাম....পোস্টে প্লাস!

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০২

সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.