![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*ইউটোপিয়া, তুমি থাক বা না থাক, নৃত্যরতা, তুমি দেখা দাও বা না দাও, আমি আসবো। আমি আমার মত করে গড়ে নেব শান্তি-সুখের জগত আর ডান্সরিয়ালিজম, মাসে ঘন্টাখানেকের জন্যে প্রচুর অর্থ এবং স্বাস্থ্যের বিনিময়ে হলেও...*
এটুকু বলেই সুচেতনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম ।সুচেতনা আপন মনে রজনীগন্ধা দিয়ে ফুলদানি সাজাচ্ছে ।সদ্য স্নান করে এসেছে ।হালকা ভেজা চুল কপালে গালে লেপ্টে রয়েছে কামুক পুরুষের মতো ,সিন্গ্ধ একটা গন্ধ সুচেতনার শরীর থেকে পাচ্ছি ,হ্যা স্পষ্ট পাচ্ছি ।বেশ কিছুক্ষণ পর সুচেতনা আমার দিকে মুখ ফিরিয়ে বলল
-প্রচুর অর্থ এবং স্বাস্থ্যের বিনিময়ে মাসে ঘন্টাখানেকের জন্যে যে সুখ শান্তির জগত ,যে ইউটোপিয়া ,তা বাস্তব কে অস্বীকার করা নয়তো ?
সুচেতনা যে দিনে দিনে একটা গবেট হয়েছে তা বেশ বুঝতে পারছি ।কোথায় সেই কলেজের তন্বী মেয়েটি ,যে তার প্রেমিকের সাথে দেখা করবার জন্য গভীর রাতে বৃষ্টির মধ্যে একাকী আমার ফ্ল্যাটে এসেছিল ,তার সমস্ত শরীর মন উত্সর্গ করেছিল আমার কবিতার কাছে ।যে কলেজ ক্যাম্পাস মাতিয়ে রাখত রঙ্গিন প্রজাপতির মত ,গুন গুন করে গান শোনাত ভ্রমরের মতো ।
আজ সে আমাকে আমার সুখ শান্তির জগত কে ,আমার বাস্তব কে ,তার বাস্তব দিয়ে অস্বীকার করেছে ?
ধুর সবই আপেক্ষিক ।সংসার করতে গেলে ঐসব ছেদো কাব্যি যে জানালা দিয়ে পালায় ,সেটা আমি না বুঝলেও ,সুচেতনা কিন্তু ঠিকই বুঝছে ।
বিরক্তি এড়াতে আরেক পাত্র সুরা গলাস্থ করে একটু কাপট গম্ভীর স্বরে বললাম
-আজ রাতে কি করেছ ?
-চিকেন
-ধুর বাল ! প্রতিদিন এই চিকেন খেয়ে খেয়ে নিজেই চিকেন হয়ে যাচ্ছি ।
-বাজারে না গেলে আমি কি করব বল ?
-তোমাকে তো বলেছি আমার ওই বাজারে যেতে ভালোলাগে না ।তুমি যাও না কেন ?তোমার আবার কি কাজ ?
-বাহ !বাজার করা টাও আমার কাজ ?
দিন দিন বউ টা ঝগরাটে হয়ে যাচ্ছে ।একটু নরম হয়ে বললাম ,কি বলছিলে যেন তুমি ?
-কি বলছিলাম ?
-আরে ওই বাস্তব থেকে পালানো , না কি সব
-ওহ !! থাক আর শুনতে হবে না ।
- আরে বলই না
-না না রাত হয়েছে ,এবার খেয়ে ঘুমিয়ে পর ।কাল আবার অফিস আছে না ।
-সেই মিডল ক্লাস মেন্টালিটি ।প্রচন্ড বিরক্তি নিয়ে কথা টা বললাম ।
জানি এবার সব চুপ চাপ থাকবে ।অন্তত দু দিন সুচেতনা আমার সাথে আর কথা বলবে না ।
পরিস্থিতি একটু নরম করবার জন্য বললাম
-এই ধর ,যেমন তুমি ।সকালে হাসপাতালে যাও ,বাড়িতে কাজের লোক রাখো না ,এসে সব কাজ আবার নিজের হাতে করো ।সেই এক কাজ প্রতিদিন ।তোমার স্বধীনতা কোথায় ?তোমার আত্মা কোথায় বেচে আছে ?
-স্বাধীনতা !স্বাধীনতা কোনো সামাজিক চুক্তি না বরং মনের একটা অবস্থা ।একটু গম্ভীর মুখে সুচেতনা জবাব দিল ।
-তত্ব কথা দিয়ে কি হবে !!আদপে তুমি পরাধীন তোমার বাস্তবের কাছে ।
-আমার বাস্তব আমি বাড়িয়ে দিয়েছি ।
-মানে ?কি বলতে চাইছ ?
-যেমন হাসপাতালের প্রতিটা রুগী বাস্তব আমার কাছে তেমন তুমিও বাস্তব আমার কাছে ।আর বাস্তবতার সীমা কে আমি এতটাই বাড়িয়ে দিয়েছি ,যে নিজেকে সকলের মাঝে খুঁজে পাই ।আমার সীমাবদ্ধ মন অসীমে গিয়েও শেষ হয় না ।অদ্ভুত আনন্দে মন প্রাণ ভরে থাকে |আমার ইউটোপিয়া তুমি ,আমার ইউটোপিয়া হাসপাতালের রুগীরা ,আমার ইউটোপিয়া ময়দানে বেহালা বাজানো লোক টা ,আমার ইউটোপিয়া আমাদের বাস্তব ।
আজ সুচেতনা যেন প্রাণ খুলে কথা বলছে ।আমি অবাক বিস্ময়ে সুচেতনার দিকে তাকিয়ে আছি ।দেখে মনে হছে আমার সামনে যেন এক কিন্নরী দাড়িয়ে আছে ।আমি মুগ্ধ দৃষ্টি তে তাকিয়ে আছি ।
সুচেতনা ধীরে ধীরে আমার কাছে এসে বসে ।ঠোটে আলতো চুম্বন একে দেয় ।কানের কাছে ফিস ফিস করে বলে "যখনি মনে সংশয় হবে ,নিজের শরণ নেবে ,নিজেকে প্রশ্ন করবে ,অন্যের শরণ নেবে না ......আত্ম ভব শরণং "এই কথা টা কে বলেছিল জানো ?
-না
-গৌতম বুদ্ধ ।
আজ অনেকদিন পর শহরে বৃষ্টি নেমেছে ।শহরের গ্লানি ধুয়ে দেবার জন্য হ্যালোজিনের উপর থেকে হলদে বৃষ্টির ফোটা মাটিতে মিশে যাছে ।ব্যালকুনি তে একটা সিগারেট হাতে দাড়ালাম ।বৃষ্টির ঠান্ডা ছাট গায়ে লাগছে । দুরে কোথাও আজান শুরু হলো ,মন্দির গুলো তেও সন্ধ্যাকালীন আরতি শুরু হয়েছে ।আশ্চর্য আজ আজান ,আরতি আমার কাছে যেন একটা বার্তাই দিচ্ছে -.......আত্ম ভব শরণং ......আত্ম ভব শরণং
* দেওয়া লাইনটা ব্লগার হাসান মাহবুব এর ইউটোপিয়া গল্প থেকে নেওয়া হয়েছে ।
১৮ ই মে, ২০১৩ রাত ৮:৩২
সিদ্ধার্থ. বলেছেন: সামুর পাঠক গণ বিচক্ষণ ।
হ্যা, লাইন টা হামা ভাই এরই ।হামা ভাই এর গল্প টার শেষ লাইন টা দিয়ে আমি আমার গল্প শুরু করলাম ।এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন ।
ধন্যবাদ ।
২| ১৯ শে মে, ২০১৩ সকাল ১০:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
স্বাধীনতা !স্বাধীনতা কোনো সামাজিক চুক্তি না বরং মনের একটা অবস্থা ।
জীবনের স্বাধীনতার সঠিক স্বরূপ।
১৯ শে মে, ২০১৩ দুপুর ১:২৪
সিদ্ধার্থ. বলেছেন: হ্যা ।আমার তাই মনে হয় ।
৩| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো গল্পটা। মেসেজটা সুন্দর।
প্রথম কটা লাইন যে আমার গল্প থেকে নেয়া সেটা উল্লেখ করা উচিত ছিল :-<
১৯ শে মে, ২০১৩ দুপুর ১:২৯
সিদ্ধার্থ. বলেছেন: আসলে ট্যাগে লিখে দিয়েছিলাম ।আরো স্পষ্ট ভাবে লেখা উচিত ছিল ।এর পর থেকে ব্যাপার গুলো মাথায় রাখব ।
থেঙ্কু ।
৪| ১৯ শে মে, ২০১৩ দুপুর ১:১৬
সন্দীপ হালদার বলেছেন: দয়া করে হাসান মাহবুব ভাইয়ের লেখা লাইন গুলোর সাথে তার নামটা উল্লেখ করুন। এক্সপেরিমেন্ট ঠিক আছে তবে লেখকের নাম লেখায় স্বীকার করাটাও দায়িত্ব।
১৯ শে মে, ২০১৩ দুপুর ১:৩৪
সিদ্ধার্থ. বলেছেন: আপনার কমেন্টের আগেই আমি ওটা এডিট করে দিয়েছিলাম ।
ধন্যবাদ ।
৫| ২০ শে মে, ২০১৩ রাত ৩:২৫
*কুনোব্যাঙ* বলেছেন: গ্রেট এক্সপেরিমেন্ট এবং আমাদের সেরা লেখকের লেখার অনুপ্রেরণায়। অনেক ভালোলাগা।
২০ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৯
সিদ্ধার্থ. বলেছেন: থেঙ্কু কুনোব্যাঙ
৬| ২০ শে মে, ২০১৩ দুপুর ১:০৩
রাইসুল সাগর বলেছেন: বাহ চমৎকার গল্পে ভালোলাগা। শুভকামনা আপনার জন্য নিরন্তর। ভালো থাকুন সব সময়।
২১ শে মে, ২০১৩ রাত ৯:৫২
সিদ্ধার্থ. বলেছেন: শুভ সন্ধ্যা সাগর ........
৭| ২১ শে মে, ২০১৩ ভোর ৫:৫৮
দানবিক রাক্ষস বলেছেন: ৫ম ভালো লাগা। +++
২১ শে মে, ২০১৩ রাত ৯:৫৩
সিদ্ধার্থ. বলেছেন: থ্যান্কস এ লট
৮| ২২ শে মে, ২০১৩ বিকাল ৫:২৩
এরিস বলেছেন: ক্লিয়ার বুঝলাম না। সুচেতনা নামের একটা তাৎপর্য বুঝতে পারছি। কিন্তু তার সংসারে এমন যান্ত্রিকতার ভাব লাগছে কেন? আবার পড়তে হবে। আসবো মন্তব্যের জন্যে। ভালো থাকুন ।
২২ শে মে, ২০১৩ রাত ৯:৪৭
সিদ্ধার্থ. বলেছেন: আপাতত এই ভিডিও টা দেখুন ।দু মিনিটের ।
অপেক্ষায় থাকলাম ।
৯| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:১২
জুন বলেছেন: আশ্চর্য আজ আজান ,আরতি আমার কাছে যেন একটা বার্তাই দিচ্ছে -.......আত্ম ভব শরণং ......আত্ম ভব শরণং
বাহ খুব ভালোলাগলো ছোট পোষ্ট কিন্ত পরিপুর্ন।
পুরো প্লাস দিয়েছি সিদ্ধার্থ
৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
সিদ্ধার্থ. বলেছেন: আপনার দেওয়া পুরো প্লাস ধন্যবাদের সহিত গৃহীত হলো ।তবে গল্প টা আমাকে ঠিক তৃপ্তি দিচ্ছে না ।যেমন টি লিখতে চেয়েছিলাম ,তেমন টি হয় নি ।
১০| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৪৮
রেজোওয়ানা বলেছেন: মন মতো না হলে আরেকবার এডিট করেন!
তবে ভালই লাগছিল পড়তে.....
০৮ ই জুন, ২০১৩ সকাল ৯:১৯
সিদ্ধার্থ. বলেছেন: পারলে তো কবেই করে দিতাম ।লেখার অভ্যাস নাই একদম ।তাই গোজামিল দিয়ে কাজ সেরেছি ।
ভালো লাগার জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৩ রাত ৮:২৫
সোহাগ সকাল বলেছেন: "ইউটোপিয়া, তুমি থাক বা না থাক, নৃত্যরতা, তুমি দেখা দাও বা না দাও, আমি আসবো"
লাইনটা পড়ে হামা ভাইয়ের 'ইউটোপিয়া' গল্পটার কথা মনে পড়ে গেল।
আপনার গল্পটাও চমৎকার লাগলো।