![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রস্তুতি -ঋষি অরবিন্দ যিনি প্রথম জীবনে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন ,একদা কোনো একদিন তিনি পন্ডিচেরীতে তার অনুগামী দের সাথে চা পান করছিলেন এবং বলছিলেন "প্রত্যেক মানুষের কাছ থেকেই কিছু না কিছু শিখবার আছে ।"এমন সময় তাদের সামনে একজন পাগল উপস্থিত হয় ।অনুগামীরা বলে গুরুদেব এই পাগলের কাছ থেকেও কি কিছু শেখা যায় ?নিশ্চই যায় এই বলেই ঋষি অরবিন্দ তার চায়ের ভান্ড টি পাগলটির হাতে তুলে দিলেন ।পাগল টি চা পূর্ণ ভান্ড টি নিল ,দেখল ,তারপর সম্পূর্ণ চা মাটিতে ফেলে ঋষি অরবিন্দ এর হাতে দিয়ে চলে গেল ।ঋষি অরবিন্দ বলিলেন -এই পাগল টি আজ আমায় এক সুন্দর শিক্ষা দিল ।পাগল টি আমায় বলল মন টাকে এই ফাকা চায়ের ভারটার মতো রাখতে যাতে সমস্ত নতুন কিছু আমি আস্বাদন করতে পারি ।
এই নতুন কিছু আস্বাদন করতে আজ থেকে ৫০০০ বছর পিছনে ফিরে যাই ......যে সময় মানুষ কে এই ভূমিতে তার জাতি ,ধর্ম অনুসারে সম্মোধন করা হত না ...এমনকি তাদের মানুষ বলেও সম্মোধন করা হত না ....তাদের বলা হত "অমৃতের পুত্র "।
নিচের সমস্ত গান বা স্ত্রোত আজ থেকে আনুমানিক ৫০০০ থেকে ৭০০০ বছর আগে লেখা হয়েছিল ।
১)উপনিষদ থেকে স্ত্রোত টি গেয়েছেন শর্মিলা রয় । গানটিকে পিটার ব্রুকস তার তৈরি নাটক মহাভারতে ব্যবহার করেছিলেন ।
গানটির নাম "সৃন্বান্তু বিশ্বে অমৃতাস্য পুত্র "মানে হল "একক বিশ্বের (এই বিশ্বের সমস্থ কিছুই এক ) অমৃতের পুত্ররা .
২)এইবারের স্ত্রোত টি ঋক বেদের ।স্ত্রোত টিতে সুরদান করেছিলেন রবি ঠাকুর ।তবে তা সাম বেদিও সুরের মতই ছিল ।গায়ক -শ্রীকান্ত আচার্য ।
৩)উপরের দুটি স্ত্রোত শুনেছেন তো ?স্কিপ করবেন না ।না শুনলে ,শুনে নিন।এটা কিন্তু একটা জার্নি ।মিউজিকাল জার্নি ।স্ত্রোত গুলির ভিতরকার দর্শন গুলি ব্যাখ্যা করে পোস্ট টাকে আর ভারিক্কি করব না ।এটা শুধু মাত্রই একটা মিউজিকাল জার্নি।
যদি উপরের স্তোত দুটি শুনে থাকেন তবে আপনার মন এখন সৎ -চিত -আনন্দে ভারপুর ।এখানে একটা কথা বলে দি -বেদান্ত মতে প্রতিটি মানুষই অমৃতের পুত্র বা ইশ্বর ।শুধুমাত্র মহাবিশ্ব এবং নিজেকে অভেদ দেখে জ্ঞান অন্বেষণের মাধ্যমে সৎ -চিত -আনন্দ অবস্থা বা ইশ্বর অবস্থা প্রাপ্ত হতে পারে ।
গায়িকা -দুইটি আমেরিকান বোন ।যাদের পরিচয় আমি জানি না ।
জার্নি টা এখানেই শেষ ।
যাদের এই জার্নি টা ভালোলাগবে তাদের জন্য আরো কয়েকটা ।
১)গায়িকা টিনা টুর্নার ।গান -শান্তি মন্ত্র ।
২)এটা একটা ট্রান্স ।ইসরাইল এর কোনো এক ডি জে বানিয়েছে ।
ডাউনলোড লিংক -
Click This Link
৩)গায়িকা -সেই আমেরিকান বোন দুটি ।যাদের পরিচয় আমি জানি না ।স্ত্রোত -উপনিষদ ।
৪)ব্যান্ড -এনিগমা ।গান-লক্ষ্মী মন্ত্র ।শ্রদ্ধেয় ব্লগার ইমন জুবায়ের এই গানটি নিয়ে আলাদা একটি পোস্ট লিখেছিলেন ।একটু খুঁজে দেখে নিতে পারেন ।
২| ১৭ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮
আমিনুর রহমান বলেছেন:
প্রিয়তে +++
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০০
সিদ্ধার্থ. বলেছেন: অসংখ্য ধন্যবাদ
বাজনা -সেতার
বাদক -অনুষ্কা শঙ্কর
গান -ব্রিদিং আন্ডার ওয়াটার
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬
সিদ্ধার্থ. বলেছেন: আপনাকে আরো একটা লিংক দিচ্ছি ।এই গান টি গেয়েছেন দেভা প্রেমাল ।জেনার -নিউ এজ মিউজিক ।এই নিউ এজ মিউজিক নিয়ে ইমন জুবায়ের লেখা একটি পোস্টের লিংক
Click This Link
৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২১
আমিনুর রহমান বলেছেন:
ধন্যবাদ সিদ্ধার্থ নতুন লিঙ্কের জন্য। ফেবুতে শেয়ার দিলাম ...
১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০
সিদ্ধার্থ. বলেছেন:
শুভ দুপুর ।
৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬
রুপ।ই বলেছেন: খুবই ভাল লেগেছে ।
১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১
সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ
৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০
খাটাস বলেছেন: নতুন কিছু জানলাম আর শুনলাম যদি ও ভাষা বুঝতে না পারায় অর্থ ধরতে পারছি না। তবে সুর টা গম্ভির হউয়ায় মাথা টা একটু ধরেছে।
সুন্দর পোস্ট। ভাল থাকবেন।
১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
সিদ্ধার্থ. বলেছেন: উপরের স্ত্রোত গুলি সবই দার্শনিক ।পোস্ট টি অযথা গম্ভীর হয়ে যাবে ...এর জন্য আর আলাদা করে ব্যাখ্যা করি নি ।
মাথা ধরা কমাতে দেখুন তো এটা সাহায্য করে কিনা -
৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১৫
আম্মানসুরা বলেছেন: প্লাস
১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ
৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার পোষ্ট !
১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৬
সিদ্ধার্থ. বলেছেন:
৮| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩০
অদ্বিতীয়া আমি বলেছেন: ২ নং টা তো শুনেছি ,নৌকাডুবি মুভিতে , ভালো লেগেছে ।এটাও উপনিষদ থেকে জানতাম ।
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:১১
সিদ্ধার্থ. বলেছেন: হ্যা ..দুই নাম্বার টা অনেক জনপ্রিয় ।ওই একই সুর দিয়ে একটি বাংলা রবীন্দ্র সঙ্গীত আছে - "আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর ।"
শুভ সকাল ।
৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৩
*কুনোব্যাঙ* বলেছেন: প্রিয়তে রাখলাম। শান্ত মনে নির্জনে একসময় বসে যাব জার্নিতে
অঃটঃ পরশু ইন্ডিয়ান হাই কমিশনে ভিসার জন্য দাঁড়ানোর একটা সম্ভাবনা আছে। এই শীতে হাওয়া বদলের জন্য কাছে পিঠে কোথায় গেলে ভালো হয় একটু জানাবেন।
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৫
সিদ্ধার্থ. বলেছেন: আপনি কি কাছে পিঠে বলতে পশ্চিম বঙ্গের কথা বলছেন ?
তাই যদি হয় তবে -
সাত দিনের একটা টুর করুন প্রথমে কলকাতা থেকে মুর্শিদাবাদ ।এখানে সিরাজদৌল্লা এর আমলের অনেককিছু আছে ।পলাশীর সেই আম বাগান টাও আছে যেখানে যুদ্ধ হয়েছিল ।ওই দিন মুর্শিদাবাদে থেকে মীরজাফরের সমাধি তে থুথু দিয়ে সোজা চলে আসুন জলদা পাড়ায় ।এটা হিমালয়ের তরাই অঞ্চলে অবস্থিত ।দেখবেন খরস্রোতা নদীগুলিকে বনের মধ্যে দিয়ে প্রবাহিত হতে ,বিশ্বের একমাত্র এক শৃঙ্গ গন্ডারের আবাস স্থল ,এছাড়াও বাঘ আছে ।সবচেয়ে বড় কথা হিমালয়ের এক অন্য রকম রূপ দেখা যায় ।
এছাড়াও যদি ১০ দিনের জন্য আসেন আর যদি ট্রেক করবার ইচ্ছা থাকে ..তবে আমি তো বলব সান্দাকফু ট্রেক করুন ।কয়েক বছর আগে আমিও করেছিলাম ।খরচা পরেছিল ৩৫০০ টাকা মাত্র ।এখন হয়ত ৫০০০ টাকা মতো লাগবে ।অসাধারণ রাস্তা ।একটু পরে আমি ছবি আপলোড করে দিচ্ছি ।
কবে আসবেন বলে ঠিক করেছেন ?আমি এখন কলকাতায় আছি কয়েকদিন ।
১০| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫
*কুনোব্যাঙ* বলেছেন: হুম পশ্চিমবঙ্গের কথাই বলেছি। সান্দাকফুতে তো মনেহয় এখন স্নোফল শুরু হবে। এখন কি ট্রেকিং হবে ওখানে? যদি হয় তাহলে কোথায় কাদের সাথে যোগাযোগ করব? দার্জিলিংএ নাকি শিলিগুরিতে? আর যদি জলদা পাড়ায় যেতে চাই তাহলে শিলিগুরি থেকে কিভাবে যাব? আর যেহেতু আপনি কলকাতায় আছেন তাহলে ধরে নিতে পারি হলিডেই কাটাচ্ছেন। যদি যাই তাহলে আসবেন কি? একা মানুষ যাব আমি আরেকজন সঙ্গী পেলে বেশ ভালোই হয়।
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৫
সিদ্ধার্থ. বলেছেন: হ্যা ...যাওয়া যায় ।ডিসেম্বর এর শেষ দিকে এবং জানুয়ারী এর শুরুর দিকে সাধারণত হেভি স্নো ফল হয় ।তাতে অসুবিধা হবে না বরং মজা টা আরো বাড়বে ।
দার্জিলিং কিম্বা শিলিগুড়ি দুই দিক দিয়েই যাওয়া যায় ।যাত্রা পথ মোট ৭০ কিলোমিটার এর মতো ।রাত্রি যাপনের জন্য ব্যবস্তা আছে ।সুতরাং টেন্ট টানাতে হবে না ।
আপনাকে আরো ডিটেলস আমি দিচ্ছি ,আজ রাতের মধ্যেই ।
যাত্রা পথের কিছুটা নেপাল এর মধ্যে দিয়ে ।ভারতীয় ভিসা থাকলে অসুবিধা হবে না ।আমি তো দেশী দের চেয়ে বিদেশী দেরই দেখেছি ওই পথে ট্রেকিং করতে ।
আপনাকে সবকিছু কনফার্ম করে আজ রাতের মধ্যে বিস্তারিত জানাচ্ছি ।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০০
সিদ্ধার্থ. বলেছেন: ওহ !!আমি খুবই দুঃখিত দেরিতে উত্তর দেবার জন্য ।আমি আমাদের গাইডের সাথে যোগাযোগ করবার চেষ্টা করছিলাম ।তাকে পাই নি ।যাই হোক
প্রথমে শিলিগুড়ি নামতে হবে ।তারপর ওখান থেকে মান ভঞ্জন যেতে হবে ।এখন শিলিগুড়ি থেকে যদি মান ভঞ্জন গাড়ি ভাড়া নিলে অনেক টাকা নিয়ে নেবে ।তাই আপনি যদি ব্রেক জার্নি করে যান আপনার খরচ অনেক কম পরবে ।
প্রথমে শিলিগুড়ি থেকে ঘুম স্টেসনে যাবেন ।দার্জিলিং যাবার গাড়ি গুলি ধরলেই নিয়ে যাবে ।এবার সেখান থেকে সুখিয়া পারেখ (পারেখ মানে হলো লেক )সেখানে যেতে হবে মান ভঞ্জন ।
মান ভঞ্জন খুবই ছোট জায়গা ।ওখানে মাস্টার জি বললেই যেকেউ মাস্টার জির হোটেল দেখিয়ে দেবে ।ওখানে গিয়ে রাতে থাকবেন ।খুবই বিশ্বাস যগ্য মানুষ ,ভালো মানুষ ।পরের দিন ঘুম থেকে উঠেই সামনেই গাইড অফিস ।আমাদের গাইডের নাম ছিল প্রশান্ত ।ওখান থেকে গাইড বুক করে নেবেন ।আমরা যখন গিয়েছিলাম তখন নিয়েছিল ৩০০ টাকা প্রতি দিন (খাওয়া সহ )এখন হয়ত ৪০০ টাকা নেবে ।
সামনেই দেখবেন ইমিগ্রাসান অফিস ।এখানে গিয়ে আই ডি করাতে হবে ।
এবার এখান থেকেই শুরু হবে আপনার সান্দাকফু ট্রেকিং ।ট্রেকিং এর মোট চারটে রাস্তা আছে ।তারমধ্যে একটি পুরো নেপাল দিয়ে ,আর বাদবাকি তিনটে সিন্ঘা লীলা ন্যাসেনাল পার্ক আর নেপাল এর মধ্যে দিয়ে ।এই ব্যাপারে গাইডের পরামর্শ নেওয়া ভালো
আপনি ঠিক কবে যাবেন বললেন না তো ?তবে যা শীত পরেছে স্লিপিং ব্যাগ নিয়ে যাওয়া ভালো ।
আপনার যদি স্লিপিং ব্যাগ না থাকে ।তবে কলকাতা থেকে ভাড়া নিয়ে নেবেন ।৩০০ টাকা নেবে ।
আর সাথে সিক নেস কাটাবার অসুধ নিয়ে নিতে পারেন কাজে দেবে ।
মনে করে প্রতিদিন ৫ লিটার করে জল খাবেন ।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৩
সিদ্ধার্থ. বলেছেন: হোটেল মালিকের আর গাইডের ফোন নাম্বার টা খুঁজে পাচ্ছি না ।খুঁজে পাবার সাথে সাথেই আপনাকে জনাব ।আমি তো আবার ১ তারিখ কলকাতা ছেড়ে চলে যাব ।তাই আমার যাওয়া হবে না ।তবে কোনো রকম অসুবিধায় পড়লে আমাকে ফোন করবেন ।আমার নাম্বার +৯১৮৯৮১৪২৯২১১।
আর যদি এই সময়ের মাঝে কলকাতায় আসেন ,তবে দেখা করবার ইচ্ছা রইলো |
e [email protected]
১১| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮
সিদ্ধার্থ. বলেছেন: আপনার যাত্রা পথ হবে নিচের ছবির মতো ।আর ডিসেম্বর এ গেলে তো বরফ পাবেন
১২| ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাল লাগলো। ধন্যবাদ।
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯
সিদ্ধার্থ. বলেছেন:
১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩২
দীপান্বিতা বলেছেন: প্রিয়তে নিলাম, ভাল করে শুনতে হবে... +++
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৫
সিদ্ধার্থ. বলেছেন: কেমন লাগলো বলবেন ।ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮
সিদ্ধার্থ. বলেছেন: ইমন জুবায়ের সাহেবের লেখা লিংক টি যুক্ত করে দিলাম -
Click This Link