নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামিক দেহ এবং বৈদান্তিক মস্তিস্ক

সিদ্ধার্থ.

.....

সিদ্ধার্থ. › বিস্তারিত পোস্টঃ

জাতিগত চরিত্রের মজাদার ইতিহাস

১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

ভারতে এংলো ইন্ডিয়ান নাম একটি জাতি আছে ।যাহারা ইউরোপিয়ান কিম্বা ইউরোপিয়ান - ভারতীয় শঙ্কর জাত ।কলকাতার "ব ব্যারাক " অঞ্চলে এদের দেখা যায় ।বাংলাদেশে এদের অস্তিস্ব আছে কিনা জানি না ।তবে ভারতে এরা কয়েক লক্ষ আছে ।



ইংরেজ রা এই দেশ ছেড়ে যাবার সময় দেশটির ভাগ বাটোয়ারা করে ,যেমন মুসলিম দের জন্য পাকিস্তান ,আর বাদবাকি ভূমি খন্ডটা বাদবাকি সমস্ত জাতি দের জন্য ।



এখানেই শেষ হয় নি ।এর পরেও ইংরেজদের আমাদের জন্য চিন্তার শেষ ছিল না ।তারপরেও যাতে ভারতের সখ্যালঘু যারা আছে তাদের জন্য সংরক্ষণ এর ব্যবস্থা করে গেছে ।যেমন এই এংলো ইন্ডিয়ানরা কোনো নির্বাচনে না জিতেই জাতীয় সংসদে দুটি আসন নিতে পারে ।সেই ধারা এখনো চলছে ।এটা ইংরেজদের অবদান ।নিজেদের জ্ঞাতি ভাই দের জন্য কত চিন্তা ।





একই প্রস্তাব ইংরেজরা পার্সিদের কেও দিয়েছিল ।পারসী বা পার্সিরা তখন জবাব দিয়েছিল "আপনারা (ইংরেজ ) আসার অনেক আগেই আমরা এই দেশে এসেছি ।এই দেশ আমাদের ।গত সহস্র বছরের ইতিহাসে আমরা এখানে কোনো অত্যাচারের মুখোমুখি হই নি ।সুতরাং আমাদের জন্য আপনাদের চিন্তা না করলেও চলবে "





কিন্তু কথা হলো এই পার্সি কারা ?



এরা হলো জরাথুস্তের অনুগামী এবং অগ্নি উপাসক এবং ইরানের আদি বাসিন্দা ।শ্রদ্ধেয় ব্লগার ইমন জুবায়ের অনার এই পোস্টে পারসীদের ইতিহাস তুলে ধরেছেন Click This Link ।যাই হোক তিনি ছিলেন বিখ্যাত ব্লগার ,আমার সে দায় নেই । তাই ইতিহাস কে স্পষ্ট ভাষায় বলা যাক ।



পারসী রা ইরানের আদি বাসিন্দা ।ইরানে আরবদের আক্রমনের পর ইরান কে দারুল ইসলাম বানানোর পরিকল্পনা হতে থাকে ।সুতরাং পার্সিরা নিজেদের বাচবার জন্য ভারত অভিমুখে যাত্রা করে ।তারা গুজরাতে গিয়ে সেখানকার মহারাজের কাছে আশ্রয় ভিক্ষা করে এবং সেই সাথে একটি শর্ত ও রাখে ।তারা যে পবিত্র অগ্নি সাথে করে এনেছে তার প্রায় ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো পার্সি নয় এমন আসতে পারবে না ।মহারাজ শর্ত মেনে নেয় ,এবং সেই থেকে পারসী রা ভারতে শান্তিতে বসবাস করছে ।



পার্সি রা হলো প্রতিভাবান এবং কর্মঠ একটি জাত ।টাটা ,ভাবা(হোমি জাহাঙ্গীর ভাবা ) এরা সবাই পার্সি ।বলতে গেলে ইহুদিরা আমেরিকায় যে রোল প্লে করে ভারতে তা পার্সিরা করে ।





এখানে আরো একটি চিত্তাকর্ষক ঘটনা -বিংশ শতাব্দীর মাঝের দিকে মুম্বাই তে পারসী ব্যবসায়ী দের সাথে স্থানীয় ইংরেজ দের বিবাদ হয় ।তারা মুম্বাই ছেড়ে চিনের সাংহাই তে চলে যায় ।যাবার আগে প্রতিশ্রুতি দিয়েও যায় -তারা সাংহাই কে মুম্বাই এর থেকেও ভালো নগরী পরিনত করবে ।এবং সেই সময় বেশ কিছু রুশিয়ান ইহুদি রাও সাংহাইতে বসবাস শুরু করে । সাংহাই এর বর্তমান চিত্রটা আপনাদের সামনে ।





এই ইহুদিরাও একসময় ভারতবর্ষে এসেছিল ।ইসরাইলের সংবিধান থেকে কোট করছি "আমরা যখন আশ্রয়হীন হয়ে এক দেশ থেকে অন্য দেশ ঘুরে বেড়াচ্ছিলাম এবং কেউই আমাদের আশ্রয় দিচ্ছিল না তখন একমাত্র ভারতবর্ষ আমাদের আশ্রয় দিয়েছিল ।"এটা একটা অভিনব ব্যাপার কোনো সংবিধান এ এভাবে অন্য দেশের উল্লেখ আছে কিনা জানা নেই ।এটা তাদের জায়ানিস্ট মনোভাবের পরিচয় বলেই মনে করি ।তবে ইসরাইল গঠন হবার পরে বেশির ভাগ ইহুদি ভারত ছেড়ে ইসরাইল চলে যায় । এখনো ভারতে প্রায় হাজার পাচেক মতো ইহুদি আছে যারা গুজরাতে বসবাস করে ।



এবার ভারতে মুসলিম আক্রমনের ইতিহাস ।এই ইতিহাসটা শিক্ষনীয়



অতীতে গান্ধার প্রদেশ বলে যে জায়গাটা ছিল সেটার এখন নাম "নর্থ ইস্ট ফ্রন্ট অফ পাকিস্তান "।

অর্থাৎ তালিবান অধিকৃত অঞ্চল ।মালালা যে অঞ্চলের মেয়ে ।তো গান্ধার এক সময় পুরো ভারতের মতই হিন্দু ছিল ,তরপর জৈন হলো ,তারপর আবার হিন্দু হলো ,তারপর বৌদ্ধ হলো ,তারপর আবার হিন্দু হলো আর এখন ইসলাম ।



এই ঞ্চলের মানুষেরা হলো গ্রিক এবং ভারতীয় দের সংকর ।এদের স্থাপত্য কলাও গ্রিক এবং ভারতীয় মিশ্র ।যা গান্ধার স্থাপত্য কলা নামে খ্যাত ।এই অঞ্চলের আদিবাসী দের আরো একটি সুনাম আছে ,তা হলো যুদ্ধবাজ ।



এই অঞ্চলের লোকেদের ব্যাপক অর্থে পাঠান বলা হয় ।



কয়েকজন বিখ্যাত পাঠান -



মুম্বাই এর সমস্ত গ্যাং ষ্টার ,তালিবান নেতা থেকে শুরু করে শাহরুখ খান ,সালমান খান ,আমির খান এবং বুম বুম আফ্রিদি এরা সবাই পাঠান ।



আমার এত কথা বলার উদ্যেশ্য হলো ধর্ম ,সমাজ ব্যবস্থা যাই পরিবর্তন হোক না কেন ,জাতি গত চরিত্র কখনো পরিবর্তন হয় না ।



তো মহম্মদ ঘড়ি (পাকিস্তানের ব্যালাস্টিক মিসাইল গুলি এনার নামে ,ওই যে বল্লাম জাতি গত চরিত্র ) এই পাঠান দের সাথে নিয়ে সেই সময় গুজরাট রাজস্থানের রাজা পৃথ্বিরাজ চৌহান কে আক্রমন করেন ।প্রথম বার পরাজিত হয়ে ফিরে যান ।



তো এই পৃথ্বিরাজ চৌহান আবার কাশ্মীরের রাজকুমারী সংযুক্তা এর সাথে প্রেম করতেন ।এবং এটা কাশ্মীরের রাজার না পসন্দ ছিল ।তো দ্বিতীয় বার যখন মহম্মদ ঘড়ি আক্রমন করেন ,তখন কাশ্মীরের রাজা বিশ্বাস ঘাতকতা করে ।এবং পৃথ্বিরাজ চৌহান পরাজিত হন ।





ইন্টারেষ্টিং ফ্যাক্ট - আজও কাশ্মীরের মেয়ে কে কোনো বাইরের রাজ্যের ছেলে বিয়ে করলে সেই মেয়ের কাশ্মিরে আর জায়গা হয় না ।এবং এটা ভারতের সংবিধানের ৩৭০ ধারায় নিশ্চিত করা হয়েছে ।যার জন্য কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আম্দুল্লাহ এর বোন ও যখন বাইরের রাজ্যের ছেলেকে বিয়ে করে তখন সেও তার বাপের বাড়ির সমস্ত সম্পত্তির উপর অধিকার হারায় |







কাশ্মীরের মুখ্য মন্ত্রী ও তার বোন ।





আগেই বলেছিলাম জাতিগত চরিত্র !!:P



মন্তব্য ৪৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

বেলা শেষে বলেছেন: good & beautiful Article, please write more . I am waiting for next post, Assalamualikum up to next time.

১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

সিদ্ধার্থ. বলেছেন: ওয়ালাইকুম আসসালাম ।

ধন্যবাদ ।

২| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০

শাহরিয়ার খান রোজেন বলেছেন: পার্সিদের কারনে সাংহাই আজ এতো উন্নত এটা প্রথম জানলাম। ওখানে তাদের কার্যকলাম সম্পর্কে কিছু জানাবেন?

১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২

সিদ্ধার্থ. বলেছেন: সাংহাইতে সেসময় রাশিয়ান ইহুদিরাও আসে ।পার্সি এবং রাশিয়ান ইহুদিরা সেই সময় সাংহাইতে ইন্ডাস্ট্রি ,ব্যবসা বাণিজ্য ,এবং জ্ঞান চর্চার দিক প্রসস্থ করেছিল ।যা সাংহাই কে একটি আন্তর্জাতিক নগরী তে পরিনত করতে সাহায্য করে ।ঠিক যেমন ভাবে হং কং ইংরেজদের তৈরি শহর ।বর্তমানে সাংহাই তে তাদের কার্যকলাপ সন্মন্ধে আমার ধারণা নেই ।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮

হাসান মাহবুব বলেছেন: ইন্টারেস্টিং লেখা।

১০ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ ।

শুভ দুপুর ।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

জুন বলেছেন: অনেক কিছু জানা হলো সিদ্ধার্থ, বিশেষ করে গান্ধার এর পাঠান দের সম্পর্কে।
পোষ্টে প্লাস
+

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৮

সিদ্ধার্থ. বলেছেন: হ্যা ।আসলেই গান্ধার ব্যাপারটাই ইন্টারেষ্টিং ।মহাভারতে শকুনি ছিল গান্ধার রাজপুত্র ।এবং যথারীতি খল নায়ক ।


আবার গান্ধার এর মানুষেরা যেহেতু ভারতীয় এবং গ্রিকদের মিশ্র ,এদের গায়ের রং ছিল সাদা ,নাক ছিল টিকালো ।তাই এরা বুদ্ধ দেবের মূর্তিও এমন ভাবেই বানাত ।আমার প্রোফাইল পিক যেটা সেটাও গান্ধার স্থাপত্য অনুসারে শিল্পকলা ।গান্ধার স্থাপত্যের একটা ভালো নিদর্শন ছিল বামিয়ানের বুদ্ধ মূর্তি ।

ধন্যবাদ জুন দিদি ।

শুভ সন্ধ্যা ।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

বেঈমান আমি. বলেছেন: মজার লেখা।কিছু জানলাম নতুন করে। :)

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

সিদ্ধার্থ. বলেছেন: থেঙ্কু ব্রো । :D

৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৬

জুন বলেছেন: গান্ধারা শিল্প আমাদের ইতিহাসে পাঠ্য ছিল সিদ্ধার্থ :)
অখন্ড ভারতের শিল্প কলা এবং স্থাপত্য মাস্টার্সে আমাদের একটা পেপারই ছিল । তখন পড়তে বিরক্ত লাগতো এই সব খুটিনাটি :(
এখন কত মনযোগ দিয়ে পড়ি এসব বিষয়ে ।

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪

সিদ্ধার্থ. বলেছেন: হা হা। তারমানে আমি এতক্ষণ মার কাছে মাসির গল্প শুনাচ্চিলাম । :-*

ফিলিং অপ্রস্তুত । :| :-/


আপনি কি স্থাপত্য নিয়ে পড়াশুনা করেছেন ?

৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪১

জুন বলেছেন: না ইতিহাস
কিসের মাসীর গল্প ? কত কিছুই তো অজানা থেকে যায় সিদ্ধার্থ :)

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

সিদ্ধার্থ. বলেছেন: হুম ! তা ঠিক ।

আমার প্রাচীন ভারতের বিশেষ করে বৈদিক যুগের কিম্বা তার পূর্ববর্তী ইতিহাস খুবই ইন্টারেষ্টিং লাগে ।

ধন্যবাদ ।

ভালো থাকবেন ।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৯

আমি তুমি আমরা বলেছেন: পড়লাম

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭

সিদ্ধার্থ. বলেছেন: ওকে ।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

সাদরিল বলেছেন: নতুন কিছু তথ্য জানলাম, একটা প্রশ্ন ছিলো, "গান্ধার এক সময় পুরো ভারতের মতই হিন্দু ছিল ,তরপর জৈন হলো ,তারপর আবার হিন্দু হলো ,তারপর বৌদ্ধ হলো ,তারপর আবার হিন্দু হলো আর এখন ইসলাম" । আমি যতদূর জানি হিন্দু ধর্ম একবার ত্যাগ করলে পুনরায় আর ফিরে আসা যায় না। তো গান্ধাদের ক্ষেত্রে সেটা ক্যামনে সম্ভব হলো?

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২

সিদ্ধার্থ. বলেছেন: এই ধর্মান্তকরণ পক্রিয়া বারে বারেই ভারত বর্ষে ঘটেছে ।শুধু গব্ধারে নয় ।

"ধর্ম একবার ত্যাগ করলে পুনরায় আর ফিরে আসা যায় না।"

এটা তো ঠিক নয় ।আপনি নিশ্চয়ই শান্করাচার্জ্য নাম শুনে থাকবেন ।উনি অষ্টম শতাব্দী তে জন্ম গ্রহন করেছিলেন দক্ষিন ভারতে ।সে সময় সমগ্র ভারত বৌদ্ধ ছিল ।তিনি বৌদ্ধ পণ্ডিত দের তর্ক যুদ্ধে আমন্ত্রণ জানাতেন ।সেই সময় নিয়ম ছিল যে তর্কে হারবে , যে জয়ী হবে ,তার বিশ্বাসে কনভার্ট করবে ।এভাবে তিনি বৌদ্ধ পণ্ডিত দের তর্কে হারিয়ে অদ্বৈত্ব দর্শনে কনভার্ট করতেন ।এবং স্বাভাবিক ভাবেই সেই বৌদ্ধ পন্ডিতের অনুগামিরাও অদ্বৈত্ব দর্শনে কনভার্ট করত ।এভাবেই তিনি সমগ্র ভারতে পুনর্বার হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করেন ।


তর্ক গুলি ন্যায় শাস্ত্রের নিয়ম মেনে হত ।এবং কিছু কিছু ক্ষেত্রে তিন চার দিন স্থায়ী হত ।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭

শিপু ভাই বলেছেন:
নাইস পোস্ট!!!+++++++++++

প্রিয়তে

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ শিপু ভাই ।

১১| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩

লেখোয়াড় বলেছেন:
মানুষের সব অদ্ভূত নিয়ম।

ভাল পোস্ট।++++++++++++++++

ভাল থাকেন।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৭

সিদ্ধার্থ. বলেছেন: নিয়ম না ।স্বভাব!!


ধন্যবাদ লেখোয়াড় ।

ভালো থাকবেন ।

১২| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০

একজন ঘূণপোকা বলেছেন: লেখাটা ভাল লেগেছে



মূখ্যমন্ত্রীর বোনটা সুন্দর

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫০

সিদ্ধার্থ. বলেছেন: হা হা ।কাশ্মির ভু স্বর্গ ।আর কাশ্মীরি মেয়েরা সেই স্বর্গের পরী ।

আমি এমন কোনো কাশ্মীরি মেয়ে দেখিনি যাকে খারাপ দেখতে । :D

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: লেখাটি সুন্দর লাগলো। লেখাটায় অনেক কিছু জানার আছে। যা আগে কখনো শুনতে বা জানতে পারিনি।




ধন্যবাদ। ভালো থাকবেন।

১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৮

সিদ্ধার্থ. বলেছেন: শুভ বিকেল দেশ প্রেমিক বাঙালী

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৩

মহামহোপাধ্যায় বলেছেন: খুব ভালো লাগলো। চমৎকার পোস্ট। এইটাইপ পোস্ট পড়লে জানার ইচ্ছে খুব বেড়ে যায়।


ভাল থাকুন। শুভ কামনা :)

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ মহামহোপাধ্যায়|

শুভ রাত্রি

১৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

ব্লগার রানা বলেছেন: দারূন!!! গান্ধার নিয়ে বেদ আর মহাভারতে যা আছে পারলে কিছু কোট কইরেন

১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০০

সিদ্ধার্থ. বলেছেন: মহাভারত আর পুরানে তো অনেক কিছুই আছে ।সেই সব নিয়ে লিখতে গেলে তো আলাদা একটা পোস্ট হয়ে যাবে ।পরে চেষ্টা করে দেখব


ধন্যবাদ ব্লগার রানা|

১৬| ০৭ ই মার্চ, ২০১৭ ভোর ৬:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: নতুন বিষয় জানলাম।

ধনবাদ।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৮

সিদ্ধার্থ. বলেছেন: ধন্যবাদ

১৭| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৩:০০

অনল চৌধুরী বলেছেন: ধর্ম ,সমাজ ব্যবস্থা যাই পরিবর্তন হোক না কেন ,জাতি গত চরিত্র কখনো পরিবর্তন হয় না

এজন্যই বাঙ্গালীদের স্বভাব থেকে চুরি,পরশ্রীকাতরতা,পরনিন্দা,স্বার্থপরতা,দেশপ্রেমহীনতা এই স্বভাবগুলির কোন পরিবর্তন হয়নি ১০০০ বছরেও হয়নি,আর হবেও না।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০০

সিদ্ধার্থ. বলেছেন: "বাঙালীরা জাতিগত ভাবে চোর ,পরশ্রীকাতর " রেসিস্ট শোনাচ্ছে ।

১৮| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ৭:১৩

টারজান০০০০৭ বলেছেন: প্রত্যেক জাতি তার স্বকীয় বৈশিষ্ট্যে মহিমান্বিত ! একমাত্র মুসলমান ছাড়া সারা দুনিয়াতে সংখ্যালঘুরা সংগঠিত হয় ! যার কারণে ব্যবসা , বাণিজ্যে , শিক্ষায় , সম্পদে তারা প্রভাব বিস্তার করতে পারে !
বাঙালি হিসেবে আমাদের জাতিগত বৈশিষ্ট্য কি ? আমরা হাইব্রিড জাতি ! ভীষণ অনুকরণ প্রিয় ! দেশি ঠাকুর ছাড়ি বিদেশী কুকুর আমাদের ভালো লাগে ! লর্ড ম্যাকলের ভাষায় , চেহারা , রক্ত , মাংস সব বাঙালি , কিন্তু রুচি , চিন্তা-চেতনা, সংস্কৃতি সব পশ্চিমা , ভারতীয় বা অন্যদেশের ! একারণেই আমাদের উচ্চশিক্ষিত বুদ্ধুজীবীরা নিজস্ব চিন্তা চেতনার অধিকারী হইলো না ! সংষ্কৃতিও আমাদের নিজস্ব হইলো না ! রুচি হইলো পশ্চিমা বা ভারতীয় !

আমাদের সবচেয়ে ভালো দিক হইলো , আমাদের পারিবারিক মূল্যবোধ , যাহা আজ ধ্বংসের মুখোমুখি ! আরো আছে সরলতা, অল্পে সন্তুষ্টি , সুখী হওয়ার প্রবণতা , ক্ষমাশীলতা !

পোস্ট ভালো লেগেছে ! তবে ইহা কি আত্মসমালোচনামূলক নাকি বিদ্রূপাত্মক তাহা বুঝিতে পারিতেছি না !

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০২

সিদ্ধার্থ. বলেছেন: " একমাত্র মুসলমান ছাড়া সারা দুনিয়াতে সংখ্যালঘুরা সংগঠিত হয় ! " --- সম্পূর্ণ ভুল ।মুসলিম জাতির দুর্দশার কারণ ই হলো মুসলিম উম্মাহ ।

১৯| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

অনল চৌধুরী বলেছেন: মেকলের উদ্ধৃতি ভুল দিয়েছেন।সে কখনো একথা বলেনি,তবে এই উদ্দেশ্যেই এখন পর্যন্ত প্রচলিত মুখস্ত নির্ভর কেরাণী তৈরীর শিক্ষাব্যবস্হা প্রচলন করেছিল।

২০| ১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০০

অনল চৌধুরী বলেছেন: তারা সাংহাই কে মুম্বাই এর থেকেও ভালো নগরী পরিনত করবে ।এবং সেই সময় বেশ কিছু রুশিয়ান ইহুদি রাও সাংহাইতে বসবাস শুরু করে । সাংহাই এর বর্তমান চিত্রটা আপনাদের সামনে -এই তথ্যটা পুরাই ভুল।
ইরানী সভতা চীনাদের চেয়ে পুরানো হলেও চীনারা পৃথিবীর সবচেয়ে বিচক্ষণ,বুদ্ধিমান ও পরিশ্রমী জাতি।নাহলে প্রায় ১৫০ কোটি লোককে খাওয়াতে পারত না।পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সেতু,দ্রুতগামী বুলেট ট্রেন,১৫ দিরে ৩০ তলা ভবন তৈরীর রেকর্ড চীনাদের।এগুলি কি পার্সিরা করেছে?শুধু সাংহাই না,চীনের সব শহরই উন্নত।
বোম্বে পৃথিবীর সবচেয়ে বড় বস্তি অার অপরাধের শহর।এসব নিরসনে তাদের ভুমিকা কি?বোম্বের এতোবড় চলচ্চিত্র শিল্পেও তাদের উপস্হিতি নাই।

১০ ই আগস্ট, ২০১৭ রাত ১০:০৫

সিদ্ধার্থ. বলেছেন: হ্যা তথ্য টি সম্পূর্ণ সঠিক নয় ।তবে সাংহাই এর পিছনে পার্শি দের অবদান আছে ।আর ইরান মানেই পার্শি না ।গুলিয়ে ফেলেছেন ।

২১| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২৯

টারজান০০০০৭ বলেছেন: @ অনল চৌধুরী ! আমি আক্ষরিক অনুবাদ করি নাই ! ভাবানুবাদ করিয়াছি ! দয়া করিয়া অনুবাদ করিয়া দেখাইয়া দিলে কৃতজ্ঞ থাকিব কোথায় ভুল হইয়াছে ?

I feel... that it is impossible for us, with our limited means, to attempt to educate the body of the people. We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern, – a class of persons Indian in blood and colour, but English in tastes, in opinions, in morals and in intellect. To that class we may leave it to refine the vernacular dialects of the country, to enrich those dialects with terms of science borrowed from the Western nomenclature, and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population.
https://en.wikipedia.org/wiki/Thomas_Babington_Macaulay

২২| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:২৩

অনল চৌধুরী বলেছেন: We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern, – a class of persons Indian in blood and colour, but English in tastes, in opinions, in morals and in intelle-এখন আমাদের সর্বতোভাবে চেষ্টা করতে হবে এমন একটা শ্রেণী সৃষ্টি করার,যারা আমাদের এবং আমাদের শাসন করা কোটি কোটি মানুষের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করবে।এরা হবে এমন একটা শ্রেণী,যারা রক্তমাংসে হবে ভারতীয়( Indian মানে বাঙ্গালী হল কবে থেকে???)রুচি,মানসিকতা,নীতি ও বুদ্ধিবৃত্তিক দিয়ে ইংরেজ।

****অনুবাদ করা এত সহজ কাজ না মশাই।অনেক পরিশ্রম করতে হয়।

২৩| ১৯ শে জুলাই, ২০১৭ রাত ২:২৯

অনল চৌধুরী বলেছেন: ১৯৪৭ সালযর্ন্ত পাকিস্তানী আর বাংলাদেশীদেরও ভারতীয় বলা হত।

২৪| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১:২৭

অনল চৌধুরী বলেছেন: পার্সিরা ইরান নয়,তাহলে কি সৌদি আরব বা ইরাক থেকে এসেছে?প্রমাণ দিলে গবেষণার সুবিধা হত।
সব পার্সিই ভারতে এসেছে ইরান থেকে।

২৪ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:৫১

সিদ্ধার্থ. বলেছেন: Click This Link

২৫| ২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:০৮

সিদ্ধার্থ. বলেছেন: আর আমি লিখেছিলাম ইরান মানেই পার্শি না ।উত্তেজিত না হয়ে আপনাকে করা প্রতি উত্তর টা ভালো করে পড়েন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.